বগুড়ায় মৃত্যু আরও ১৩ মৃত্যু, শনাক্ত ৯১

প্রতিনিধি, বগুড়া
প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ১২: ৩৫

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত সময়ের মধ্যে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সর্বশেষ মৃতদের মধ্যে ৫ জন করোনায় ও ৮ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

আজ রোববার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন এসব তথ্য জানিয়েছেন।

ডা. তুহিন বলেন, গত ২৪ ঘণ্টায় বগুড়ার ৫৫২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৯১ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২২ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৪৮ শতাংশ।

ডেপুটি সিভিল সার্জন বলেন, জেলায় বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮৪৫ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৪৪ জন। বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, সর্বশেষ ৫ জন নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৮৪ জনে। মৃতদের মধ্যে শুধু বগুড়ার বাসিন্দা রয়েছেন ৬২২ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তাঁরা করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে এই তালিকায় উপসর্গ নিয়ে মৃতরা নেই।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত