ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
বরখাস্তের আদেশ প্রত্যাহারের তিন দিন পর অবশেষে আলোচিত সেই টিটিই শফিকুল ইসলাম ট্রেনে নিয়মিত ডিউটি পালনের মধ্য দিয়ে দায়িত্ব ফিরে পেয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর ট্রেন রূপসা এক্সপ্রেসের টিটিই হিসেবে নিজের ডিউটি শুরু করেন তিনি।
রেল সূত্রে জানা যায়, টিটিই শফিকুল ইসলাম ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ডিউটি শুরু করেন। এর আগে বেলা ১১টায় ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন প্ল্যাটফর্মে টিটিই হেডকোয়ার্টারের নিজ কার্যালয়ে উপস্থিত হন। পরে ঈশ্বরদী স্টেশনের সুপারিনটেনডেন্ট তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিলে তিনি ট্রেনে টিকিট চেকিংয়ের কাজ শুরু করেন।
গত রোববার তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেও গত দুই দিনে শফিকুল ইসলাম ট্রেনের টিকিট চেকিংয়ের দায়িত্বে ছিলেন না। আজ মঙ্গলবার কাজে যোগদানের পর অনেক যাত্রী ও পরিচিতরা টিটিইকে চিনতে পেরে তাঁর সঙ্গে করমর্দন করেন।
টিটিই শফিকুল ইসলাম বলেন, ‘ডিউটি পালনের শুরুতেই আমি মাননীয় রেলমন্ত্রী, পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম), অন্যান্য রেল কর্মকর্তাসহ সাংবাদিক ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার কাজে আবার ফিরতে পেরে অনেক খুশি।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে এসি রুমে ওঠেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের তিন আত্মীয়। ঈশ্বরদীতে তাঁদের বিনা টিকিটে রেলভ্রমণের দায়ে জরিমানা করে সাময়িক বরখাস্ত হন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।
এ বিষয়ে গত শনিবার ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলামকে প্রধান এবং সহকারী নির্বাহী প্রকৌশলী শিপন আলী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট আবু হেনা মোস্তফা কামালকে সদস্য করা হয়। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও ডিআরএমের নির্দেশে আরও দুই দিন সময় বাড়ানো হয়েছিল।
পরদিন রোববার দুপুরে তদন্ত কমিটির কার্যক্রমের শুরুতেই পাকশীর ডিআরএম মো. শাহীদুল ইসলাম তাঁর নিজ দায়িত্ববলে ঈশ্বরদীর টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহারের আদেশ দেন। একই সঙ্গে ডিআরএম ওই দিন বিকেলে বরখাস্তের আদেশ প্রদানকারী পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে কারণ দর্শানো নোটিশ দেন। এর সাত দিনের মধ্যে ডিসিও নাসির উদ্দিনকে জবাব দিতে বলা হয়েছে।
এ সম্পর্কিত পড়ুন:
বরখাস্তের আদেশ প্রত্যাহারের তিন দিন পর অবশেষে আলোচিত সেই টিটিই শফিকুল ইসলাম ট্রেনে নিয়মিত ডিউটি পালনের মধ্য দিয়ে দায়িত্ব ফিরে পেয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর ট্রেন রূপসা এক্সপ্রেসের টিটিই হিসেবে নিজের ডিউটি শুরু করেন তিনি।
রেল সূত্রে জানা যায়, টিটিই শফিকুল ইসলাম ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ডিউটি শুরু করেন। এর আগে বেলা ১১টায় ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন প্ল্যাটফর্মে টিটিই হেডকোয়ার্টারের নিজ কার্যালয়ে উপস্থিত হন। পরে ঈশ্বরদী স্টেশনের সুপারিনটেনডেন্ট তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিলে তিনি ট্রেনে টিকিট চেকিংয়ের কাজ শুরু করেন।
গত রোববার তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেও গত দুই দিনে শফিকুল ইসলাম ট্রেনের টিকিট চেকিংয়ের দায়িত্বে ছিলেন না। আজ মঙ্গলবার কাজে যোগদানের পর অনেক যাত্রী ও পরিচিতরা টিটিইকে চিনতে পেরে তাঁর সঙ্গে করমর্দন করেন।
টিটিই শফিকুল ইসলাম বলেন, ‘ডিউটি পালনের শুরুতেই আমি মাননীয় রেলমন্ত্রী, পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম), অন্যান্য রেল কর্মকর্তাসহ সাংবাদিক ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার কাজে আবার ফিরতে পেরে অনেক খুশি।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে এসি রুমে ওঠেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের তিন আত্মীয়। ঈশ্বরদীতে তাঁদের বিনা টিকিটে রেলভ্রমণের দায়ে জরিমানা করে সাময়িক বরখাস্ত হন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।
এ বিষয়ে গত শনিবার ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলামকে প্রধান এবং সহকারী নির্বাহী প্রকৌশলী শিপন আলী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট আবু হেনা মোস্তফা কামালকে সদস্য করা হয়। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও ডিআরএমের নির্দেশে আরও দুই দিন সময় বাড়ানো হয়েছিল।
পরদিন রোববার দুপুরে তদন্ত কমিটির কার্যক্রমের শুরুতেই পাকশীর ডিআরএম মো. শাহীদুল ইসলাম তাঁর নিজ দায়িত্ববলে ঈশ্বরদীর টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহারের আদেশ দেন। একই সঙ্গে ডিআরএম ওই দিন বিকেলে বরখাস্তের আদেশ প্রদানকারী পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে কারণ দর্শানো নোটিশ দেন। এর সাত দিনের মধ্যে ডিসিও নাসির উদ্দিনকে জবাব দিতে বলা হয়েছে।
এ সম্পর্কিত পড়ুন:
নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
১৩ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
২৩ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
২ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে