১৭ দফা দাবিতে পাবিপ্রবির রেজিস্ট্রার দপ্তরে তালা

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ২৯

১৭ দফা দাবিতে রেজিস্ট্রার দপ্তরে তালা দিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী। আজ শনিবার সকাল ১০টা থেকে অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রেজিস্ট্রার দপ্তরের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তবে দপ্তরের ভেতরে কেউ আটকা পড়েনি। এর মাধ্যমে রেজিস্ট্রার দপ্তরের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে বলে জানান আন্দোলনকারীরা।

বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন বলেন, করোনাকালীন সময়ে অর্ধেক জনবল নিয়ে অফিস করা, উচ্চতর স্কেল প্রদান, অটো পদোন্নতি, বিশ্ববিদ্যালয়ের সকল কমিটিতে কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করাসহ ১৭ দফা দাবি গত ২৪ জানুয়ারি লিখিতভাবে রেজিস্ট্রারের মাধ্যমে উপাচার্যকে জানানো হয়। তিনি গত ২৯ জানুয়ারি কর্মকর্তাদের তার বাসভবনে ডেকে দাবি পূরণের আশ্বাস দেন এবং পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে বাস্তবায়নের কথা জানান। 

কিন্তু উপাচার্য দাবি পূরণ বা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেননি। তিনি মিথ্যা আশ্বাস দিয়েছেন কর্মকর্তাদের। তাই বাধ্য হয়ে তারা রেজিস্ট্রার দপ্তরের প্রধান গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন বলে জানান তারা। তবে রেজিস্ট্রার দপ্তরে কেউ আটকা পড়েনি। দপ্তরের কার্যক্রম বন্ধ রয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম বলেন, কর্মকর্তারা তাকে কিছু জানায়নি বা তাঁর মাধ্যমে কোনো দাবি জানানো হয়নি। বিষয়টি নিয়ে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বিষয়টি দেখবে। 

বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) আবার দাবির বিষয়টি রেজিস্ট্রারকে জানানো হলে তিনি বলেন, ভিসি স্যারকে জানানো হয়েছে, ভিসি স্যার দু’দিন সময় নিয়েছেন সমাধানের। তখন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রেজিস্ট্রারকে জানানো হয়, দু’দিনের মধ্যে দাবি পূরণ না হলে, রেজিস্ট্রার দপ্তর তালাবদ্ধ থাকবে। তারই প্রেক্ষিতে এই কর্মসূচি। যদি দাবি বাস্তবায়ন না হয় তাহলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। 

এ বিষয়ে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলীকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উল্লেখ্য, নানা অনিয়ম-দুর্নীতিতে অভিযুক্ত এই উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৬ মার্চ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত