বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে মৃত্যু ১৪ 

প্রতিনিধি, বগুড়া
প্রকাশ : ১২ জুলাই ২০২১, ১৪: ১১
আপডেট : ১২ জুলাই ২০২১, ১৫: ৪৩

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে আটজন করোনা ও ছয়জনের উপসর্গ ছিল। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মোহাম্মদ আলী হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে তিনজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ টি এম নুরুজ্জামান। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে উপসর্গ নিয়ে তিনজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ওই প্রতিষ্ঠানের মুখপাত্র আব্দুর রহিম রুবেল।

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩২৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৩৪। করোনায় নতুন ৮ জনের মৃত্যু নিয়ে জেলায় মোট করোনায় মৃত্যুসংখ্যা দাঁড়াল ৪৭৩।

একই সময়ে জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৯ জন। এ হিসাবে জেলায় করোনা থেকে মোট সুস্থ হলেন ১৩ হাজার ৬৩৪ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯২৭ জন।

ডা. তুহিন বলেন, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার রয়েছেন ১৮৯, শেরপুরে ২৮, শাজাহানপুরে ২৮, আদমদীঘিতে ২০, গাবতলীতে ১৯, শিবগঞ্জে ১২, দুপচাঁচিয়ায় ৮, ধুনটে ৭, সারিয়াকান্দিতে ৫, কাহালুতে ৫, সোনাতলার ৪ ও নন্দীগ্রাম উপজেলায় ২ জন রয়েছেন। জেলায় নমুনা পরীক্ষার ফলাফলে করোনা শনাক্তের হার ৩২ দশমিক ১২ শতাংশ।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় শহীদ জিয়াউর রহমন মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৯৪ জন করোনা পজিটিভ শনাক্ত হন। জিন এক্সপার্ট মেশিনে ২১টি নমুনায় ১৫ জনের এবং অ্যান্টিজেন পরীক্ষায় ১৪২টি নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পজিটিভ আসে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৯টি নমুনা পরীক্ষায় ১৮ জন করোনা শনাক্ত হন। এ ছাড়া ঢাকায় পাঠানো ৫৪৪টি নমুনার ফলাফলে ১৫০ জন করোনা শনাক্ত হন।

এর আগে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বগুড়ায় করোনায় ও উপসর্গে ১৬ জন মারা যান। তাদের মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৩ ও উপসর্গে ৭ জন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনায় ৩ জন ও উপসর্গে আরও ২ জন মারা যান। এ ছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় ৪৮৭টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১৮৩ জন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত