গুগলে ডাক পেলেন রাবি শিক্ষার্থী ফারহান

রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১৬: ২০

টেক জায়ান্ট গুগলে চাকরির জন্য চিঠি পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী এস. এম. ফারহান শাহরিয়ার শুভ। প্রতিষ্ঠানটির পোল্যান্ড অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। গতকাল সোমবার রাতে তিনি নিয়োগ সংক্রান্ত ‘অফার লেটার’ হাতে পেয়েছেন। 

আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সভাপতি অধ্যাপক শুব্রত প্রমাণিক। 

ফারহান শাহরিয়ার শুভ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায়। তিনি পূর্বধলা জে. এম. পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে মাধ্যমিক ও আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ থেকে ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। 

গুগলে ডাক পাওয়ার বিষয়ে ফারহান আজকের পত্রিকাকে বলেন, ‘গুগলে চাকরি করা আমার ছোটবেলার স্বপ্ন। ক্লাস টেন থেকেই আমি প্রোগ্রামিং শুরু করি। এরপর বিশ্ববিদ্যালয়ে এসে এ সম্পর্কে আরও বিস্তর জানতে পারি। পরে বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই গুগলে যেতে হবে, এমন চিন্তা-ভাবনা নিয়ে আমি প্রস্তুতি নিতে শুরু করি। আমরা বন্ধুরা মিলে প্রোগ্রামিংয়ে প্র‍্যাকটিস করতাম। আমার দীর্ঘদিনের স্বপ্নপূরণ হয়েছে। সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’ 

ফারহান আরও বলেন, ‘প্রথমদিকে যখন প্রোগ্রামিং শুরু করি, তখন পরিবারের লোকজন বলত এগুলো করে কী হবে? পরবর্তীতে পরিবারের লোকজন আমাকে অনেক সহায়তা করেছে। বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষকেরা এবং আমার বিভাগের বড় ভাইয়েরাও আমাকে সহায়তা করেছে।’ 

ফারহান বলেন, ‘সফলতা পরিশ্রমের মধ্য দিয়েই আসে। সব সময় কঠোর পরিশ্রমের মানসিকতা রাখতে হবে। কেউ যদি গুগলে আসতে চায় তবে প্রোগ্রামিং খুব মনোযোগ দিয়ে করতে হবে। কম্পিউটার সায়েন্সেই পড়তে হবে এমন কোনো নিয়ম নেই। অন্য বিভাগ থেকে, প্রোগ্রামিং ভালো জেনেও গুগলে আসা যায়।’ 
 
এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক শুব্রত প্রমাণিক আজকের পত্রিকাকে বলেন, ‘ফারহান শাহরিয়ার শুভর গুগলে নিয়োগের অফার আমাদের জন্য আনন্দের বিষয়। সে দীর্ঘদিন ধরে গুগলে নিয়োগের জন্য প্রসেসিংয়ে মধ্যে ছিল। অবশেষে গুগলে যোগ দেওয়ার অফার পেয়েছে সে। অফার লেটারটি আমরা এখনো দেখিনি। তবে ফারহানের কাছে আছে। অফার লেটারটি স্ক্যান করে আমাদের বিভাগে পাঠিয়ে দিতে বলা হয়েছে। ফারহানের আগে শাকিল নামের আরেক শিক্ষার্থী আমাদের বিভাগ থেকে গুগলে নিয়োগ পেয়েছিল।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত