নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ নিয়ামতপুরে র্যাবের ভুয়া পরিচয়ে হাতে হাতকড়া পড়িয়ে অপহরণের ১২ ঘন্টা পর অপহৃত হাবিবুর রহমান (৫২) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে তাকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা এলাকার একটি রাস্তা থেকে অপহরণ করা হয়। পরে গতকাল সোমবার রাতে অপহৃত হাবিবুরকে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর এলাকার একটি আমবাগান অবস্থায় উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার উদ্ধারকৃত হাবিবুরের জবানবন্দি নিতে আদালতে পাঠানো হয়েছে।
অপহরণের শিকার হাবিবুর রহমান, উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা (নোয়া পাড়া) গ্রামের বাসিন্দা মৃত ভগু মণ্ডলের ছেলে। এ ঘটনায় ওই দিন রাতে অপহৃতের ছোট ভাই আতাউর রহমান বাদী হয়ে সরফরাজ আলী নামের এক ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
এলাকাবাসী বলেন, পানিহারা এলাকার হাবিবুরের কয়েক একর জমি লিজ নিয়ে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের সরফরাজ আলী পানিহারা এলাকায় একটি আম বাগান করেন। লিজকৃত টাকার লেনদেন নিয়ে সরফরাজের সঙ্গে হাবিবুরের দ্বন্দ্ব চলছিল। এ কারণেই কৌশলে র্যাব ভুয়া পরিচয়ে তাকে অপহরণ করা হয় বলে মনে করেন তারা।
অভিযুক্ত সরফরাজ আলী কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মৃত নজরুল ইসলামের ছেলে।
উদ্ধারের পর হাবিবুর রহমান বলেন, ঘটনার সময় তিনি নিয়ামতপুর সদরে আসার জন্য রাস্তায় দাঁড়িয়ে অটো ভ্যানের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ একটি মোটরসাইকেলে র্যাব এর পোশাক পড়া দুজন ব্যক্তি তার সামনে দাঁড়ায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা হাতকড়া লাগিয়ে মোটরসাইকেলে উঠতে বলেন তাঁকে। কি কারণে তাকে আটক করা হচ্ছে জানতে চাইলে প্রাণ নাশের হুমকিও দেয় ভুয়া র্যাব সদস্যরা এবং জোরপূর্বক তাকে মোটরসাইকেলে তোলা হয়। এর কিছুক্ষণ পর আরও একটি মোটরসাইকেলে আরও দুজন তাদের সঙ্গে যুক্ত হয়। এরপর অজ্ঞাত জায়গায় নামিয়ে ২ লাখ টাকা দাবি করেন তারা।
এদিকে, ঘটনার সময় সরফরাজকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন স্থানীয়রা। হাবিবুরকে র্যাব তুলে নিয়ে গেছে বিষয়টি জানাজানি হলে সরফরাজকেও আর এলাকায় দেখতে পাওয়া যায়নি। এতে করে সন্দেহ তৈরি হয় সরফরাজকে নিয়ে। পরে বিষয়টি থানায় জানায় হাবিবুরের ভাই আতাউর।
এ ঘটনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, 'অভিযোগ পেয়ে হাবিবুরকে উদ্ধারে নামে থানা-পুলিশ। পরে শিবগঞ্জ থানার সহায়তা নিয়ে ওই রাতেই অভিযান চালিয়ে হাবিবুরকে কৃষ্ণচন্দ্রপুর এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হাবিবুরকে জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়েছে এবং থানায় অপহরণ মামলা হয়েছে।'
নওগাঁ নিয়ামতপুরে র্যাবের ভুয়া পরিচয়ে হাতে হাতকড়া পড়িয়ে অপহরণের ১২ ঘন্টা পর অপহৃত হাবিবুর রহমান (৫২) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে তাকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা এলাকার একটি রাস্তা থেকে অপহরণ করা হয়। পরে গতকাল সোমবার রাতে অপহৃত হাবিবুরকে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর এলাকার একটি আমবাগান অবস্থায় উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার উদ্ধারকৃত হাবিবুরের জবানবন্দি নিতে আদালতে পাঠানো হয়েছে।
অপহরণের শিকার হাবিবুর রহমান, উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা (নোয়া পাড়া) গ্রামের বাসিন্দা মৃত ভগু মণ্ডলের ছেলে। এ ঘটনায় ওই দিন রাতে অপহৃতের ছোট ভাই আতাউর রহমান বাদী হয়ে সরফরাজ আলী নামের এক ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
এলাকাবাসী বলেন, পানিহারা এলাকার হাবিবুরের কয়েক একর জমি লিজ নিয়ে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের সরফরাজ আলী পানিহারা এলাকায় একটি আম বাগান করেন। লিজকৃত টাকার লেনদেন নিয়ে সরফরাজের সঙ্গে হাবিবুরের দ্বন্দ্ব চলছিল। এ কারণেই কৌশলে র্যাব ভুয়া পরিচয়ে তাকে অপহরণ করা হয় বলে মনে করেন তারা।
অভিযুক্ত সরফরাজ আলী কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মৃত নজরুল ইসলামের ছেলে।
উদ্ধারের পর হাবিবুর রহমান বলেন, ঘটনার সময় তিনি নিয়ামতপুর সদরে আসার জন্য রাস্তায় দাঁড়িয়ে অটো ভ্যানের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ একটি মোটরসাইকেলে র্যাব এর পোশাক পড়া দুজন ব্যক্তি তার সামনে দাঁড়ায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা হাতকড়া লাগিয়ে মোটরসাইকেলে উঠতে বলেন তাঁকে। কি কারণে তাকে আটক করা হচ্ছে জানতে চাইলে প্রাণ নাশের হুমকিও দেয় ভুয়া র্যাব সদস্যরা এবং জোরপূর্বক তাকে মোটরসাইকেলে তোলা হয়। এর কিছুক্ষণ পর আরও একটি মোটরসাইকেলে আরও দুজন তাদের সঙ্গে যুক্ত হয়। এরপর অজ্ঞাত জায়গায় নামিয়ে ২ লাখ টাকা দাবি করেন তারা।
এদিকে, ঘটনার সময় সরফরাজকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন স্থানীয়রা। হাবিবুরকে র্যাব তুলে নিয়ে গেছে বিষয়টি জানাজানি হলে সরফরাজকেও আর এলাকায় দেখতে পাওয়া যায়নি। এতে করে সন্দেহ তৈরি হয় সরফরাজকে নিয়ে। পরে বিষয়টি থানায় জানায় হাবিবুরের ভাই আতাউর।
এ ঘটনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, 'অভিযোগ পেয়ে হাবিবুরকে উদ্ধারে নামে থানা-পুলিশ। পরে শিবগঞ্জ থানার সহায়তা নিয়ে ওই রাতেই অভিযান চালিয়ে হাবিবুরকে কৃষ্ণচন্দ্রপুর এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হাবিবুরকে জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়েছে এবং থানায় অপহরণ মামলা হয়েছে।'
দেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নুরুল কবির সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
২১ মিনিট আগেবগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেসেমিনারে বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নানা কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে। গণ-আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে জন-আকাঙ্ক্ষাকে একটি কার্যকর রাজনৈতিক...
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে বাসচাপায় শামীমা আক্তার (২৮) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন দুর্ঘটনায় কবলিত বাসটি আটক করেছে। আজ শনিবার উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের আরএকে সিরামিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে