মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা, নিহত ৩

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২২, ০৯: ০৯
আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১৬: ৪৫

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে তিনজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সাতজন আহত হয়েছেন। 

নিহতরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জাহাঙ্গীর, তাঁর মেয়ে পান্না খাতুন এবং একই উপজেলার নুরুল ইসলামের ছেলে সেলিম মিয়া।

আহতরা হলেন জাবেদ হাসান, রফিকুল ইসলাম, রাফি, মশিউর রহমান, নাফি, নুর হোসেন ও হিরা খাতুন। 

স্থানীয়দের সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে গেলে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে পড়ে। এ সময় নাটোর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস বাসটিকে পেছন থেকে ওভারটেক করতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ওভারব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। 

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মাইক্রোবাসটি ওভারব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। 

ওসি আরও বলেন, আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত