কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে তিনজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সাতজন আহত হয়েছেন।
নিহতরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জাহাঙ্গীর, তাঁর মেয়ে পান্না খাতুন এবং একই উপজেলার নুরুল ইসলামের ছেলে সেলিম মিয়া।
আহতরা হলেন জাবেদ হাসান, রফিকুল ইসলাম, রাফি, মশিউর রহমান, নাফি, নুর হোসেন ও হিরা খাতুন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে গেলে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে পড়ে। এ সময় নাটোর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস বাসটিকে পেছন থেকে ওভারটেক করতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ওভারব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মাইক্রোবাসটি ওভারব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।
ওসি আরও বলেন, আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে তিনজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সাতজন আহত হয়েছেন।
নিহতরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জাহাঙ্গীর, তাঁর মেয়ে পান্না খাতুন এবং একই উপজেলার নুরুল ইসলামের ছেলে সেলিম মিয়া।
আহতরা হলেন জাবেদ হাসান, রফিকুল ইসলাম, রাফি, মশিউর রহমান, নাফি, নুর হোসেন ও হিরা খাতুন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে গেলে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে পড়ে। এ সময় নাটোর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস বাসটিকে পেছন থেকে ওভারটেক করতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ওভারব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মাইক্রোবাসটি ওভারব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।
ওসি আরও বলেন, আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা...
১১ মিনিট আগেনিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
৩৩ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
৪৩ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
২ ঘণ্টা আগে