শেরপুরে চার বছরে আত্মহত্যায় প্রাণ গেছে ৭৯ জনের, চলতি বছরেই ১২

আরিফুর রহমান মিঠু, শাজাহানপুর (বগুড়া)
প্রকাশ : ১০ আগস্ট ২০২১, ২০: ৩৩

আত্মহত্যা একটি মানসিক ব্যাধি। চিকিৎসকেরা আত্মহত্যার চেষ্টা করাকে মানসিক অবসাদজনিত গুরুতর উপসর্গ হিসেবে বিবেচনা করে থাকেন। পৃথিবীতে কিছু কিছু সময় কিছু জায়গায় আত্মহত্যার বৈধতা ছিল। প্রাচীন রোমে আত্মহত্যা প্রাথমিকভাবে অনুমোদিত ছিল। তবে সেটাও নির্দিষ্ট কারণে করা যেত। সামরিক পরাজয়ের মোকাবিলা করার জন্য এটি গ্রহণযোগ্য পদ্ধতি বলে তখন মনে করা হতো। রোমে কিছু আত্মহত্যার কারণ যেমন- গ্ল্যাডিয়েটর যুদ্ধে স্বেচ্ছাসেবক মৃত্যু, অন্যের জীবন বাঁচাতে, অন্যের জীবন রক্ষা করার জন্য, শোকের ফলে, ধর্ষণের জন্য লজ্জা থেকে মুক্তি পেতে, শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি, সামরিক পরাজয়ের মতো অসহিষ্ণু পরিস্থিতিতে থেকে অব্যাহতি বা অপরাধমূলক সাধনা সাধারণ বিষয় ছিল।

কিন্তু এটা নিয়ে নানান জটিলতা দেখা দেওয়ায় আত্মহত্যাকে অবৈধ করা হয়। প্রাচীন এথেন্সে যদি কোন ব্যক্তি রাষ্ট্রের অনুমোদন ব্যতিরেকে আত্মহত্যা করত তাহলে তাকে সাধারণ কবরস্থানের করব দেওয়া হতো না। তাকে সমাহিত করা হতো শহরের বাইরে অবস্থিত কোন জায়গায়, শুধু তাই নয় তাঁর জন্য কোন স্মৃতিফলক ও ব্যবহার করতে দেওয়া হতো না।  

এরপরও পৃথিবীতে থেমে থাকেনি আত্মহত্যার ঘটনা। যেটা এখনও চলমান। বিভিন্ন কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। বগুড়ার শেরপুর উপজেলায় প্রায়ই ঘটছে আত্মহত্যার ঘটনা। তথ্য মতে, ২০১৮ সালে উপজেলাটিতে আত্মহত্যার সংখ্যা ছিল ২৪ জন। ২০১৯ সালে বেড়ে দাঁড়ায় ২৮ জনে। ২০২০ সালে  এই প্রবণতা কমে দাঁড়ায় ১৫ জনে। আবার ২০২১ সালে চলতি আগস্ট পর্যন্ত এই সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে। আত্মহত্যার তালিকায় রয়েছেন বৃদ্ধ, কিশোর, নারী, পুরুষসহ বিভিন্ন বয়স, শ্রেণি ও পেশার মানুষ।  

মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিক কলহ, বিয়ে ভেঙে যাওয়া, প্রেমে ব্যর্থতা, রোগের যন্ত্রণা সহ্য করতে না পারা, অর্থনৈতিক সংকট, মাদকসহ বিভিন্ন কারণে এই আত্মহত্যার ঘটনাগুলো ঘটেছে। এই আত্মহত্যাগুলো অধিকাংশই হয়েছে গলায় রশি বা ওড়না পেঁচিয়ে, বিষ বা গ্যাস ট্যাবলেট খেয়ে।

বিশেষজ্ঞদের মতে হতাশা, ক্ষোভ, ব্যক্তিত্বে আঘাত এবং সর্বোপরি আত্মরক্ষার পদ্ধতি না জানার কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নেন। 

সরেজমিনে গিয়ে জানা যায়, ৩ আগস্ট গাড়িদহ ইউনিয়নের ছোট ফুল বাড়ি গ্রামের মৃত পিয়াস উদ্দিনের ছেলে দিনমজুর পলাশ (৪৫) গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়। ১৮ জুলাই মির্জাপুর ইউনিয়নে উত্তরপাড়া গ্রামে নিজ শয়ন ঘরের তীরের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন ভ্যান চালক আজিজুর রহমান (৬৫)। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি ৷ এতে মানসিকভাবে ভেঙে পড়েন এবং আত্মহত্যা করেন বলে নিহতের পরিবার জানিয়েছে।  

১৬ জুলাই উপজেলার বিশালপুর ইউনিয়নে নাই শিমুল গ্রামের হাফিজুর রহমানের ছেলে আতিকুর রহমান রকি (২২) বিষপান আত্মহত্যা করেন। এই ঘটনার ২ মাস পূর্বে রকি প্রেম করে বিয়ে করেন। এর পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। স্বামী আত্মহত্যা করায় স্ত্রী আরিফা নিজেও ঘরের ভেতর গিয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে তাদের পরিবার থেকে বলা হয়েছে। ২৪ জুন ভবানীপুর ইউনিয়নের আটাইল গ্রামে স্বামীর ওপর অভিমান করে গৃহবধূ আদুরী খাতুন (৩০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটে বলে নিহতের পরিবারের সদস্যরা দাবি করেন। 

পাবনা মানসিক হাসপাতালের সাইক্রিয়েটিক সোশ্যাল ওয়ার্কার বিভাগের ডাক্তার বোরহান উদ্দিন হায়দার মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন কারণে ব্যক্তি আত্মহত্যা করে। নৈরাজ্যকর অবস্থার কারণে আত্মহত্যা করে। দেশের বর্তমান অবস্থার কারণেও আত্মহত্যা করে। 

বোরহান উদ্দিন বলেন, মূলত আত্মরক্ষার পদ্ধতি না জানার কারণে আত্মহত্যা করে। অনির্ধারিত কারণে আত্মহত্যা চলে আসে। বর্তমান সময়ে সবাই আইসোলেটেড হয়ে আছি।এই সময়ে মানুষ অবসাদে ভুগছেন। এ কারণে আত্মহত্যাগুলো ঘটছে। এমন সময় পরিবার পরিবেশ শান্ত রাখতে হবে। কারও মনের ওপরে জোর দেওয়া যাবে না।    

এছাড়াও ২১ জুন সকালে শাহবন্দেগী ইউনিয়নের হাতিগাড়া গ্রামে শ্রীমতি সুন্দরী তাঁতি (৫৫) নামের এক আদিবাসী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। স্বামীর ওপর অভিমান করে ওই নারী ঘরের তীরের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ। ২৫মে কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী কলোনি গ্রামের স্বামীর সঙ্গে ঝগড়া করার পরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন গৃহবধূ ময়না বেগম (৪৫)। ৫মে গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামে আত্মহত্যা করেন রোকেয়া বেগম (৪৮)। ছেলের বউয়ের ওপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল। একই  ইউনিয়নের হাপুনিয়া গ্রামে  গত ১১ মার্চ ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন ২ সন্তানের জননী মাসুমা আকতার ববিতা (৩৫)।

এদিকে খামারকান্দি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে গত ৭ এপ্রিল পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন মনোয়ারা খাতুন (৪৫)। ছেলের বউয়ের সঙ্গে বিবাদের জের ধরে এই ঘটনা ঘটে বলে নিহতের পরিবার জানিয়েছিলেন। পরকীয়ার সন্দেহ ২০ মার্চ সুঘাট ইউনিয়নের জয়নগর গ্রামে ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ সাবিনা বেগম (৩০)। একই ইউনিয়নের ফুলজোড় মধ্যপাড়া গ্রামে ৫ মার্চ ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে নববধূ সুমাইয়া আক্তার মিতু (২০)। পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটে বলে নিহতের স্বজনরা জানান।

চকখানপুর দত্তপাড়া গ্রামে হিন্দু পাড়ায় ১৩ জানুয়ারি  শম্পা বালা (১৬) বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে পরদিন ১৪ জানুয়ারি ঘরের তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জের ধরে বিয়ে ভেঙে যাওয়ায় এই ঘটনা ঘটে বলে নিহতের পরিবার এবং প্রতিবেশীরা জানিয়েছেন। 

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু সায়েম মুঠোফোনে আজকের পত্রিকাকে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী প্রতিবছর বিশ্বে প্রায় ১০ লাখ মানুষ আত্মহত্যা করে। প্রতি ৪০ সেকেন্ডে একজন আত্মহত্যা করে। গবেষণায় দেখা যায়, মানসিক ভারসাম্যহীনতাই আত্মহত্যার প্রধান কারণ। ডিপ্রেশন বা বিষণ্নতা এবং সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগে আক্রান্তদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি দেখা যায়। তা ছাড়া মাদকাসক্তি, অপরাধবোধ, অন্যের প্ররোচনা, অশিক্ষা, অতিদারিদ্রতা, দাম্পত্য কলহ, প্রেমে ব্যর্থতাসহ বিভিন্ন কারণে মানুষ আত্মহত্যা করতে পারে।  

মোহাম্মদ আবু সায়েম বলেন, বর্তমানে করোনার কারণে সবাই ঘরবন্দী। এই সময়ে মানুষ অবসাদে ভুগছে। পরিবারের সঙ্গে একটু ঝামেলা হলেও মাথায় আত্মহত্যার চিন্তা চলে আসছে। সেই কারণে আত্মহত্যার প্রবণতা কমছে না। 

এই সময়ে পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি। পরিবারই পারে আত্মহত্যা কমাতে। তাই পরিবারের উচিৎ সকল সদস্যের দিকে খেয়াল রাখা বলেন মোহাম্মদ আবু সায়েম। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত