রাবি প্রতিনিধি
দুর্নীতি এড়াতে প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা কেন্দ্রীয়ভাবে ঢাকায় নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। জেলা পর্যায়ে পরীক্ষা নেওয়ার যে প্রস্তুতি চলছে তা বাতিলেরও দাবি জানান তাঁরা। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তাঁরা।
চাকরিপ্রত্যাশীদের পক্ষে এ দাবিগুলো উপস্থাপন করেন রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী খায়রুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, ‘বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা আমাদের স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয়। বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা এপ্রিলে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে। এ খবর জানার পর আমরা দিশেহারা হওয়ার পথে। অথচ এ নিয়োগ পরীক্ষাটি কেন্দ্রীয়ভাবে ঢাকায় নেওয়া হবে বলে গত সপ্তাহে দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছিল। সে খবরের এক সপ্তাহ যেতে না যেতেই গতকাল রোববার কর্তৃপক্ষ জেলা পর্যায়ে পরীক্ষাটি নেওয়ার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে।’
চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা আরও বলেন, ‘জেলা পর্যায়ে নিয়োগ পরীক্ষা নেওয়ার খবর আমাদের চরমভাবে হতাশ করেছে। জেলা পর্যায়ে পরীক্ষা নেওয়ার অতীত রেকর্ড ভালো নয়। বিগত সময়গুলোত জেলা পর্যায়ে অনুষ্ঠিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, প্রক্সিসহ নানা অনিয়ম ঘটেছে, যা আমরা গণমাধ্যমে দেখেছি।’
এ সময় তাঁরা দাবি করেন, একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করতে জেলা পর্যায়ে পরীক্ষাটি নেওয়ার জন্য তৎপর হয়ে পড়েছে। তারা চায়, যে কোনো মূল্যে নিয়োগ পরীক্ষা জেলা পর্যায়ে নিতে। এতে করে তারা প্রশ্নপত্র ফাঁস বা কেন্দ্র দখল করে তাদের নির্ধারিত অযোগ্য প্রার্থীদের নিয়োগের পথ সুগম করতে চায়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাফিসা আলম, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সূবর্ণা রায়, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাজমুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কামাল হোসেনসহ অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
দুর্নীতি এড়াতে প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা কেন্দ্রীয়ভাবে ঢাকায় নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। জেলা পর্যায়ে পরীক্ষা নেওয়ার যে প্রস্তুতি চলছে তা বাতিলেরও দাবি জানান তাঁরা। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তাঁরা।
চাকরিপ্রত্যাশীদের পক্ষে এ দাবিগুলো উপস্থাপন করেন রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী খায়রুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, ‘বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা আমাদের স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয়। বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা এপ্রিলে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে। এ খবর জানার পর আমরা দিশেহারা হওয়ার পথে। অথচ এ নিয়োগ পরীক্ষাটি কেন্দ্রীয়ভাবে ঢাকায় নেওয়া হবে বলে গত সপ্তাহে দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছিল। সে খবরের এক সপ্তাহ যেতে না যেতেই গতকাল রোববার কর্তৃপক্ষ জেলা পর্যায়ে পরীক্ষাটি নেওয়ার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে।’
চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা আরও বলেন, ‘জেলা পর্যায়ে নিয়োগ পরীক্ষা নেওয়ার খবর আমাদের চরমভাবে হতাশ করেছে। জেলা পর্যায়ে পরীক্ষা নেওয়ার অতীত রেকর্ড ভালো নয়। বিগত সময়গুলোত জেলা পর্যায়ে অনুষ্ঠিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, প্রক্সিসহ নানা অনিয়ম ঘটেছে, যা আমরা গণমাধ্যমে দেখেছি।’
এ সময় তাঁরা দাবি করেন, একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করতে জেলা পর্যায়ে পরীক্ষাটি নেওয়ার জন্য তৎপর হয়ে পড়েছে। তারা চায়, যে কোনো মূল্যে নিয়োগ পরীক্ষা জেলা পর্যায়ে নিতে। এতে করে তারা প্রশ্নপত্র ফাঁস বা কেন্দ্র দখল করে তাদের নির্ধারিত অযোগ্য প্রার্থীদের নিয়োগের পথ সুগম করতে চায়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাফিসা আলম, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সূবর্ণা রায়, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাজমুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কামাল হোসেনসহ অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বরিশালের গৌরনদীতে দুই অটোরিকশা চালকের বিরোধ থেকে যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে কুপিয়ে জখম ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
৩১ মিনিট আগে৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেরাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
২ ঘণ্টা আগেবাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর দায় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য (ভিসি) অধ্যাপক রফিকুল ইসলাম খান। দুর্ঘটনার পর আজ (শনিবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে