লোহা কুড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২২, ২২: ৫৪

বগুড়ার সদর উপজেলায় রেললাইনে লোহা কুঁড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় জোহরা বেওয়া (৯০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল বুধবার বিকেল পৌনে তিনটার দিকে সদরের তিনমাথা রেলগেট (পুরান বগুড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোহরা তিনমাথা রেলগেট এলাকার মৃত বছির উদ্দিনের স্ত্রী। 

এ তথ্য নিশ্চিত করেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম। 

এসআই আমিনুল ইসলাম বলেন, জোহরা রেললাইনের আশপাশে লোহা কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। দুর্ঘটনার সময় লোহা কুড়ানোর উদ্দেশে রেললাইনের ধার দিয়ে হাঁটছিলেন তিনি। ওই সময় বগুড়া থেকে সান্তাহারগামী দোলনচাঁপা আন্তনগর ট্রেনের ধাক্কায় পাথরের ওপর ছিটকে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত