নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় অশ্রুসিক্ত চোখে সহযোদ্ধাকে বিদায় জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ শুক্রবার দুপুরে বার্ধক্যজনিত অসুস্থতায় রাজশাহী হাসপাতালে আব্দুর রহমানের মৃত্যু হয়। ঢাকা থেকে সেখানে ছুটে যান খাদ্যমন্ত্রী। আব্দুর রহমানের পরিবারের সদস্যদের সমবেদনা জানান। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় পতাকা দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
জানাজার আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আব্দুর রহমান একজন সহজ সরল মানুষ ছিলেন। এলাকার মানুষের উন্নয়নের জন্য সর্বাত্মক সচেষ্ট ছিলেন। তিনি কখনো পদের জন্য আবদার করেননি। দলের নেতাকর্মীর কাছে তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক। তাঁর মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।’ সেই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন মন্ত্রী।
এ আওয়ামী লীগ নেতার চিরবিদায়ের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় অশ্রুসিক্ত চোখে সহযোদ্ধাকে বিদায় জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ শুক্রবার দুপুরে বার্ধক্যজনিত অসুস্থতায় রাজশাহী হাসপাতালে আব্দুর রহমানের মৃত্যু হয়। ঢাকা থেকে সেখানে ছুটে যান খাদ্যমন্ত্রী। আব্দুর রহমানের পরিবারের সদস্যদের সমবেদনা জানান। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় পতাকা দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
জানাজার আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আব্দুর রহমান একজন সহজ সরল মানুষ ছিলেন। এলাকার মানুষের উন্নয়নের জন্য সর্বাত্মক সচেষ্ট ছিলেন। তিনি কখনো পদের জন্য আবদার করেননি। দলের নেতাকর্মীর কাছে তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক। তাঁর মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।’ সেই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন মন্ত্রী।
এ আওয়ামী লীগ নেতার চিরবিদায়ের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
রায়পুরার পেঁয়াজ খেতে কামরুজ্জামানের মরদেহ পাওয়া গেছে। বিদ্যুৎস্পৃষ্টের কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত চলছে।
৫ মিনিট আগেনীলফামারী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ শনিবার তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
৭ মিনিট আগেচট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনকারীদের লক্ষ্য করে একটি শাটার গান দিয়ে একাই ২৮ রাউন্ড গুলি করেছিলেন যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ (৩২)। গতকাল শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা-পুলিশ।
১৫ মিনিট আগেগত ৫ আগস্ট ছাত্র–জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে স্বামী আল-আমিন মিয়া (৩৪) নিহত হয়েছেন বলে উল্লেখ করে গত ২৪ অক্টোবর কুলসুম ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। পরে ৮ নভেম্বর তা আশুলিয়া থানায় এজাহারভুক্ত করা হয়।
২৫ মিনিট আগে