আ.লীগ কার্যালয়ে আগুন: মামলার সন্দেহভাজন আসামি বিএনপির ৪১ নেতা-কর্মী

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ১৩: ২৫
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১৩: ৪৫

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ে আগুনের ঘটনায় বিএনপির সন্দেহভাজন ৪১ নেতা-কর্মীর নামে মামলা করা হয়েছে। এ ঘটনায় ৯জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল রোববার বিকেলে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগার আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। 

মামলায় এনায়েতপুর থানা বিএনপির সদস্যসচিব মঞ্জুর শিকদার মঞ্জুসহ সন্দেহভাজন ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫-২০ জনকে। মামলায় ইতিমধ্যে ৯জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন এনায়েতপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার। 

মামলার বাদী এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগার আলী মাস্টার বলেন, ‘কারা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে তা সঠিকভাবে না জানায় সন্দেহজনকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা মনে করছি বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাই আগুন দিয়েছিল।’ 

মামলার ঘটনায় নিন্দা জানিয়ে এনায়েতপুর থানা বিএনপির সদস্যসচিব মঞ্জুর শিকদার মঞ্জু বলেন, ‘এগুলো হয়রানিমূলক রাজনৈতিক মামলা। আমরা কেউই এই ঘটনার সঙ্গে জড়িত নই। আমরা এটা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। এগুলো করে আমাদের জুলুম নির্যাতন করা হচ্ছে।’ 

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহজনক ২১ জনের নামসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলায় ইতিমধ্যেই অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আজ আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত