সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন মন্ডলের বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন বরাবর দুটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির অভিযোগ দুটি করেন।
অভিযোগে আব্দুল মমিন মণ্ডলের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাজ উদ্দিনের নামও উল্লেখ করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, আব্দুল মমিন মণ্ডল এমপি থাকা অবস্থায় সরকারের দেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ না করে তাঁর ব্যক্তিগত সহকারী তাজ উদ্দিনের সহযোগিতায় হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে দেশে বিদেশে অনেক সম্পদ গড়ে তুলেছেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে তারা দুজনই আত্মগোপনে রয়েছেন। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।
এ বিষয়ে অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, ‘আমি সশরীরে উপস্থিত হয়ে দুদক চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছি। অভিযোগটি গ্রহণ করে চেয়ারম্যান জানিয়েছেন তদন্তের জন্য দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে পাঠানো হবে।’
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপপরিচালক খায়রুল হক বলেন, ‘অভিযোগের কোনো কাগজপত্র হাতে পায়নি। প্রধান কার্যালয় থেকে তদন্তের সিদ্ধান্ত আসলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন মন্ডলের বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন বরাবর দুটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির অভিযোগ দুটি করেন।
অভিযোগে আব্দুল মমিন মণ্ডলের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাজ উদ্দিনের নামও উল্লেখ করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, আব্দুল মমিন মণ্ডল এমপি থাকা অবস্থায় সরকারের দেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ না করে তাঁর ব্যক্তিগত সহকারী তাজ উদ্দিনের সহযোগিতায় হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে দেশে বিদেশে অনেক সম্পদ গড়ে তুলেছেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে তারা দুজনই আত্মগোপনে রয়েছেন। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।
এ বিষয়ে অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, ‘আমি সশরীরে উপস্থিত হয়ে দুদক চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছি। অভিযোগটি গ্রহণ করে চেয়ারম্যান জানিয়েছেন তদন্তের জন্য দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে পাঠানো হবে।’
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপপরিচালক খায়রুল হক বলেন, ‘অভিযোগের কোনো কাগজপত্র হাতে পায়নি। প্রধান কার্যালয় থেকে তদন্তের সিদ্ধান্ত আসলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’
২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৩ মিনিট আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
২৮ মিনিট আগেবগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেসেমিনারে বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নানা কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে। গণ-আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে জন-আকাঙ্ক্ষাকে একটি কার্যকর রাজনৈতিক...
১ ঘণ্টা আগে