নওগাঁ-১: নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ২২: ০০

নওগাঁর পোরাশা উপজেলায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, কর্মীদের মারধর ও আগুন দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই প্রার্থীর পক্ষেই থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান। এই আসনের আওয়ামী লীগের প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

আজ শুক্রবার দুপুর তিনটার দিকে স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান উপজেলার তাঁতিপাড়া মোড়ে নিজ নির্বাচনী ক্যাম্পে সংবাদ সম্মেলন করে তাঁর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ করেন। 

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে তাঁতিপাড়া এলাকায় নৌকার প্রার্থী সাধন চন্দ্র মজুমদারের নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগে উঠে স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতার কর্মীদের বিরুদ্ধে। 

এ বিষয়ে পোরশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, গতকাল রাতে নির্বাচনী ক্যাম্পে এলাকার উন্নয়ন নিয়ে একটি ভিডিও চিত্র দেখানো হচ্ছিল। এ সময় স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতার কর্মীরা উচ্চসূরে গান বাজাচ্ছিলেন। এরপর ধীরে গান বাজাতে বললে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত সাড়ে ১১টার দিকে নেতাকর্মীরা বাড়ি চলে যায়। এরই জের ধরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা জানালা দিয়ে আগুন ছুঁড়ে মারে। এরপর নির্বাচনী ক্যাম্পের পোষ্টার-ব্যানার ও চেয়ার ভাঙচুর করা হয়।’ 

আরিফুল ইসলাম আরও বলেন, সকালে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম থানায় লিখিত অভিযোগ করেছেন। 

এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গণমাধ্যমকর্মীদের জানান, স্বতন্ত্র প্রার্থী ও তাঁর কর্মী সমর্থকেরা আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন। জনগণের সমর্থন না পেয়ে দিশেহারা হয়ে নৌকার কর্মী ও সমর্থকদের আক্রমণ করছেন। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন তিনি। 

এদিকে আজ শুক্রবার বিকেলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও কর্মীদের মারধরের পাল্টা অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী। 

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান বলেন, তাতিপাড়া মোড়ে গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে নৌকা প্রার্থীর সমর্থকেরা তাঁর নির্বাচনে ক্যাম্পের বাইরে লাগানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। এ সময় তাঁদেরকে বাধা দিতে গেলে সমর্থক কার্তিকপুর গ্রামের খাইরুল ইসলাম, নুরুল ইসলাম ও জাহাঙ্গীর আলমকে মারপিট করে। এ ঘটনায় ভুক্তভোগী খায়রুল ইসলাম হামলাকারী ব্যক্তিদের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন। 

স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন শাহ্ বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী তাঁর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও কর্মীদের মারধরের যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা।’ উল্টো গতকাল রাতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরাই আমাদের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে বলে দাবি করেন। 

এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান গণমাধ্যমকে জানান, ‘গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ঘাটনগর এলাকায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত