রাবি প্রতিনিধি
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্যারিস রোডে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা বলেন, এই সরকার একনায়কতন্ত্র কায়েমে ব্যস্ত। দেশের সকল রাজনৈতিক দল বলছে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর একটি দল নিজেদের অধীনেই নির্বাচন করতে চায়। তাই বর্তমান সরকারকে পদত্যাগ করে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।
কর্মসূচিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ২০১৮ সালের নির্বাচনে এই সরকার দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিনের ভোট রাতে করেছে। দেশের জনগণ আজ রাস্তায় নেমেছে নিজেদের ভোটাধিকার আদায়ের জন্য।
ফোরামের সাবেক সহসভাপতি অধ্যাপক মামুনুর রশীদ বলেন, এই সরকারকে জনগণ নির্বাচনকালীন সরকার হিসেবে মেনে নিতে চায় না। কারণ গত দুই নির্বাচনে তারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। বাংলাদেশের জনগণ বুঝে গেছে, তারা ধোঁকা দেয়। আজ দেশের সর্বস্তরের জনগণ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করছে। স্বাধীনতাকামী জনগণের আন্দোলন কখনো বৃথা যাবে না।
সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম বলেন, হিরো আলমের মতো দলবিহীন প্রার্থী নির্বাচনে অংশ নিয়ে মারধরের শিকার হয়েছেন। তাদের আচরণে তারা প্রকাশ করে যাচ্ছে, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ঢাকার ১৭ আসনের নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। তাই সময় থাকতে এই সরকারকে পদত্যাগ করার দাবি জানান তিনি।
শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মাসুদুল হাসান খান মুক্তার সঞ্চালনায় কর্মসূচিতে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির সহসাধারণ সম্পাদক অধ্যাপক পারভেজ আজহারুল হক প্রিন্স, প্রচার সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান, সদস্য অধ্যাপক আমিরুল ইসলাম, সম্মানিত সদস্য অধ্যাপক সোহেল হাসান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কুদরত ই জাহান ও অধ্যাপক সারোয়ার জাহান, উপদেষ্টা অধ্যাপক শাহেদ জামান প্রমুখ।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্যারিস রোডে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা বলেন, এই সরকার একনায়কতন্ত্র কায়েমে ব্যস্ত। দেশের সকল রাজনৈতিক দল বলছে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর একটি দল নিজেদের অধীনেই নির্বাচন করতে চায়। তাই বর্তমান সরকারকে পদত্যাগ করে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।
কর্মসূচিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ২০১৮ সালের নির্বাচনে এই সরকার দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিনের ভোট রাতে করেছে। দেশের জনগণ আজ রাস্তায় নেমেছে নিজেদের ভোটাধিকার আদায়ের জন্য।
ফোরামের সাবেক সহসভাপতি অধ্যাপক মামুনুর রশীদ বলেন, এই সরকারকে জনগণ নির্বাচনকালীন সরকার হিসেবে মেনে নিতে চায় না। কারণ গত দুই নির্বাচনে তারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। বাংলাদেশের জনগণ বুঝে গেছে, তারা ধোঁকা দেয়। আজ দেশের সর্বস্তরের জনগণ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করছে। স্বাধীনতাকামী জনগণের আন্দোলন কখনো বৃথা যাবে না।
সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম বলেন, হিরো আলমের মতো দলবিহীন প্রার্থী নির্বাচনে অংশ নিয়ে মারধরের শিকার হয়েছেন। তাদের আচরণে তারা প্রকাশ করে যাচ্ছে, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ঢাকার ১৭ আসনের নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। তাই সময় থাকতে এই সরকারকে পদত্যাগ করার দাবি জানান তিনি।
শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মাসুদুল হাসান খান মুক্তার সঞ্চালনায় কর্মসূচিতে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির সহসাধারণ সম্পাদক অধ্যাপক পারভেজ আজহারুল হক প্রিন্স, প্রচার সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান, সদস্য অধ্যাপক আমিরুল ইসলাম, সম্মানিত সদস্য অধ্যাপক সোহেল হাসান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কুদরত ই জাহান ও অধ্যাপক সারোয়ার জাহান, উপদেষ্টা অধ্যাপক শাহেদ জামান প্রমুখ।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
২ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
২ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৩ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৩ ঘণ্টা আগে