মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় যাত্রীবাহী একটি বাসের চাপায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটি দেলুয়াবাড়ী এলাকায় পৌঁছালে সেটি আটক করে পুলিশ।
নিহতরা হলেন উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিংগা গ্রামের আব্দুস সাত্তার (৬০) ও একই ইউনিয়নের বাংড়া গ্রামের খোরশেদ আলম সরদার (৪৫)। তাঁদের মধ্যে আব্দুস সাত্তার ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরে ছিট কাপড় বিক্রি করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, রাজশাহী থেকে নওগাঁগামী দোলন পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস রাস্তা পারাপারের সময় পথচারী খোরশেদ সরদারকে চাপা দেয়। এ সময় রাস্তার অপর পাশে থাকা আব্দুস সাত্তারের ভ্যানটিকেও চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় খোরশেদ সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুস সাত্তারের স্বজনেরা বলেন, আব্দুস সাত্তার পেশায় ছিট কাপড়ের ব্যবসায়ী। একটি চার্জার ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরে ছিট কাপড় বিক্রি করেন। আজ সকালে ভ্যানে কাপড় নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে সকাল ৯টার দিকে চৌদ্দমাইল এলাকায় বাসচাপায় মারা যান তিনি।
নিহত খোরশেদ সরদারের চাচাতো ভাই সুরুত আলী বলেন, ‘আমার ভাই রাজশাহীর কেশরহাটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। চৌদ্দমাইল মোড়ে রাস্তা পারাপারের সময় একটি বাস তাঁকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা আমার ভাইকে মৃত ঘোষণা করেন।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী বাসটি দেলুয়াবাড়ী এলাকায় পৌঁছালে সেটি আটক করা হয়। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নওগাঁর মান্দায় যাত্রীবাহী একটি বাসের চাপায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটি দেলুয়াবাড়ী এলাকায় পৌঁছালে সেটি আটক করে পুলিশ।
নিহতরা হলেন উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিংগা গ্রামের আব্দুস সাত্তার (৬০) ও একই ইউনিয়নের বাংড়া গ্রামের খোরশেদ আলম সরদার (৪৫)। তাঁদের মধ্যে আব্দুস সাত্তার ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরে ছিট কাপড় বিক্রি করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, রাজশাহী থেকে নওগাঁগামী দোলন পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস রাস্তা পারাপারের সময় পথচারী খোরশেদ সরদারকে চাপা দেয়। এ সময় রাস্তার অপর পাশে থাকা আব্দুস সাত্তারের ভ্যানটিকেও চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় খোরশেদ সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুস সাত্তারের স্বজনেরা বলেন, আব্দুস সাত্তার পেশায় ছিট কাপড়ের ব্যবসায়ী। একটি চার্জার ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরে ছিট কাপড় বিক্রি করেন। আজ সকালে ভ্যানে কাপড় নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে সকাল ৯টার দিকে চৌদ্দমাইল এলাকায় বাসচাপায় মারা যান তিনি।
নিহত খোরশেদ সরদারের চাচাতো ভাই সুরুত আলী বলেন, ‘আমার ভাই রাজশাহীর কেশরহাটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। চৌদ্দমাইল মোড়ে রাস্তা পারাপারের সময় একটি বাস তাঁকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা আমার ভাইকে মৃত ঘোষণা করেন।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী বাসটি দেলুয়াবাড়ী এলাকায় পৌঁছালে সেটি আটক করা হয়। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেসেমিনারে বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নানা কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে। গণ-আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে জন-আকাঙ্ক্ষাকে একটি কার্যকর রাজনৈতিক...
১৮ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে বাসচাপায় শামীমা আক্তার (২৮) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন দুর্ঘটনায় কবলিত বাসটি আটক করেছে। আজ শনিবার উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের আরএকে সিরামিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেসিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৩৯ মিনিট আগে