নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী নগরীতে ১০তলা ভবনের একটি ফ্ল্যাটে আগুন লাগে। নগরীর সাগরপাড়ায় ভবনটির ষষ্ঠতলার একটি ফ্ল্যাটে আজ শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ভবনের সপ্তম থেকে দশম তলার ফ্ল্যাটগুলোর ৩২ জন বাসিন্দা আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে তাঁদের উদ্ধার করেন।
আগুন অন্য তলায় ছড়াতে না পারলেও সেলিনা খান নামের এক নারীর ষষ্ঠতলার ফ্ল্যাটটির সব আসবাব পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর দপ্তরের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুর রউফ জানান, নগরীর সাগরপাড়া বটতলা এলাকার ১০তলা ভবনটির ষষ্ঠতলার একটি ফ্ল্যাটের বেডরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক পর্যায়ে ফ্ল্যাটের বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। পরে আগুন গোটা ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। তখন সপ্তম থেকে দশম তলার ফ্ল্যাটগুলোর ৩২ জন বাসিন্দা আটকা পড়েন। এ সময় তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাত ৪টা ৫০ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদরদপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করা হয়। ভবনে একটিমাত্র সিঁড়ি থাকায় উদ্ধার করতে বেগ পেতে হয় বলেও জানান তিনি।
রাজশাহী নগরীতে ১০তলা ভবনের একটি ফ্ল্যাটে আগুন লাগে। নগরীর সাগরপাড়ায় ভবনটির ষষ্ঠতলার একটি ফ্ল্যাটে আজ শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ভবনের সপ্তম থেকে দশম তলার ফ্ল্যাটগুলোর ৩২ জন বাসিন্দা আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে তাঁদের উদ্ধার করেন।
আগুন অন্য তলায় ছড়াতে না পারলেও সেলিনা খান নামের এক নারীর ষষ্ঠতলার ফ্ল্যাটটির সব আসবাব পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর দপ্তরের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুর রউফ জানান, নগরীর সাগরপাড়া বটতলা এলাকার ১০তলা ভবনটির ষষ্ঠতলার একটি ফ্ল্যাটের বেডরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক পর্যায়ে ফ্ল্যাটের বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। পরে আগুন গোটা ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। তখন সপ্তম থেকে দশম তলার ফ্ল্যাটগুলোর ৩২ জন বাসিন্দা আটকা পড়েন। এ সময় তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাত ৪টা ৫০ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদরদপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করা হয়। ভবনে একটিমাত্র সিঁড়ি থাকায় উদ্ধার করতে বেগ পেতে হয় বলেও জানান তিনি।
রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির সিলেটের লাক্কাতুড়া চা-বাগানের চা-শ্রমিক কুলবতী লোহাল বেতন না পেয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন। তিনি দীর্ঘদিন ধরে বাগানে কাজ করেন এবং পরিবার নিয়ে সেখানেই থাকেন। তাঁর আয়েই চলে সংসার। কিন্তু তিন মাস ধরে বেতন-রেশন পাচ্ছেন না। যে কারণে পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে
১৩ মিনিট আগেচট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের আগে দেশীয় অস্ত্র নিয়ে মারমুখী অবস্থানে প্রায় ১০ যুবক—এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটিতে বাকলিয়া কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি জিয়া উদ্দিন ফাহিমের মুখ দেখা গেছে। তবে আজকের পত্রিকার অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি এডিট করা।
১৭ মিনিট আগেনাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মুক্তার হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল পৌনে ৪ টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বাড়ি দিনাজপুর জেলার বিরল থানার মোখলেসপুর এলাকায়।
২৫ মিনিট আগেবাসদের কেন্দ্রীয় উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান বলেছেন, ‘উচ্চ নিত্যপণ্যের দামে মানুষের জীবন বিপর্যস্ত। সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না। দেশের ২৬ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তায় ভুগছে। বর্তমান সরকার ১১টি সংস্কার কমিটি গঠন করেছে, এটি ইতিবাচক দিক। আমি সরকারকে আহ্বান জানাই প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের...
২৭ মিনিট আগে