পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কুন্তি রানী (৩০) নামে এক নার্স নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট সংলগ্ন চুলিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বিষয়টি নিশ্চিত করেছেন।
কুন্তি রাণী ও আরেক যাত্রী একটি অটোরিকশায় দেবীগঞ্জ থেকে সাকোয়া যাচ্ছিলেন। অটোরিকশাটি চুলিয়ার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে কুন্তি রাণী ঘটনাস্থলেই নিহত হন। কাইয়ুম নামে আরেক যাত্রী আহত হন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, নিহত কুন্তি রাণী দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের সরকারপাড়া এলাকার প্রীতিময় কুমার বর্মণের স্ত্রী।
দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বলেন, স্থানীয়দের সহায়তায় মাইক্রোবাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কুন্তি রাণী ও আরেক যাত্রীকে নিয়ে দেবীগঞ্জ থেকে সাকোয়া যাচ্ছিল অটোরিকশা। অটোরিকশাটি চুলিয়ার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা দুই যাত্রীকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কুন্তি রাণীকে মৃত ঘোষণা করেন। অপর আহত যাত্রী কাইয়ুমকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা মাইক্রো বাসটিকে আটক করে পুলিশে দেন। তবে মাইক্রোবাসের চালক পালিয়ে যায়।
মাইক্রোবাসে ২৫০ মি. লি. স্পিডের (কোমল পানীয়) বোতলের মধ্যে বাংলা মদ পাওয়া গেছে। চালক মদ্যপ অবস্থায় মাইক্রোবাস চালাচ্ছিলেন বলে ধারণা করেন সহকারী পুলিশ সুপার রুনা লায়লা।
পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কুন্তি রানী (৩০) নামে এক নার্স নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট সংলগ্ন চুলিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বিষয়টি নিশ্চিত করেছেন।
কুন্তি রাণী ও আরেক যাত্রী একটি অটোরিকশায় দেবীগঞ্জ থেকে সাকোয়া যাচ্ছিলেন। অটোরিকশাটি চুলিয়ার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে কুন্তি রাণী ঘটনাস্থলেই নিহত হন। কাইয়ুম নামে আরেক যাত্রী আহত হন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, নিহত কুন্তি রাণী দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের সরকারপাড়া এলাকার প্রীতিময় কুমার বর্মণের স্ত্রী।
দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বলেন, স্থানীয়দের সহায়তায় মাইক্রোবাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কুন্তি রাণী ও আরেক যাত্রীকে নিয়ে দেবীগঞ্জ থেকে সাকোয়া যাচ্ছিল অটোরিকশা। অটোরিকশাটি চুলিয়ার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা দুই যাত্রীকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কুন্তি রাণীকে মৃত ঘোষণা করেন। অপর আহত যাত্রী কাইয়ুমকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা মাইক্রো বাসটিকে আটক করে পুলিশে দেন। তবে মাইক্রোবাসের চালক পালিয়ে যায়।
মাইক্রোবাসে ২৫০ মি. লি. স্পিডের (কোমল পানীয়) বোতলের মধ্যে বাংলা মদ পাওয়া গেছে। চালক মদ্যপ অবস্থায় মাইক্রোবাস চালাচ্ছিলেন বলে ধারণা করেন সহকারী পুলিশ সুপার রুনা লায়লা।
সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা...
১০ মিনিট আগেনিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
৩২ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
৪২ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
২ ঘণ্টা আগে