সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
‘দেশের সুশাসন এখন কফিনে ঢুকে গেছে। সুশাসন ফিরিয়ে আনতে হবে। আর সুশাসন ফিরিয়ে আনতে পল্লীবন্ধু এরশাদ স্যারের হাতে গড়া জাতীয় পার্টির কোনো বিকল্প নেই।’ আজ শুক্রবার বিকেলে সুন্দরগঞ্জের শান্তিরাম ইউনিয়ন জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি দেশকে গৃহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তারা সংঘাত তৈরি করছে, রাজনৈতিক অস্থিতিশীলতার দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই এসব থেকে দেশকে উত্তরণের জন্য জাতীয় পার্টির প্রতি সবাইকে আস্থা রাখতে হবে।’
ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মো. শরিফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, ‘গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে ভোট ডাকাতি ঠেকাতে নির্বাচন কমিশন ভোট বন্ধ করে ইতিহাস সৃষ্টি করেছেন, যা গণতন্ত্রের জন্য একটি মাইলফলক।’
শান্তিরাম ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে শান্তিরাম পাঁচগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জাতীয় পার্টির সদস্যসচিব মো. মশিউর রহমান পলাশের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সোলায়মান সামি, সুন্দরগঞ্জ পৌর মেয়র ও পৌর জাতীয় পার্টির সভাপতি মো. আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন—উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মো. আনছার আলী সরদার, মাওলানা মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান মণ্ডল, সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান মিলন, বেলকা ইউনিয়ন সভাপতি মো. রেজাউল ইসলাম রানা, ছাপড়হাটী ইউনিয়ন সভাপতি মো. আশরাফুল আলম, কৃষক পার্টির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. সাইদুর রহমান, উপজেলা ছাত্রসমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন ও উপজেলা অটো শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে শামীম হায়দার পাটোয়ারী শান্তিরাম ইউনিয়ন জাতীয় পার্টির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এতে প্রভাষক শরিফুল ইসলাম শাহীন সভাপতি, অধ্যাপক মশিউর রহমান পলাশ সাধারণ সম্পাদক ও শামছুল আলম সুজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
‘দেশের সুশাসন এখন কফিনে ঢুকে গেছে। সুশাসন ফিরিয়ে আনতে হবে। আর সুশাসন ফিরিয়ে আনতে পল্লীবন্ধু এরশাদ স্যারের হাতে গড়া জাতীয় পার্টির কোনো বিকল্প নেই।’ আজ শুক্রবার বিকেলে সুন্দরগঞ্জের শান্তিরাম ইউনিয়ন জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি দেশকে গৃহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তারা সংঘাত তৈরি করছে, রাজনৈতিক অস্থিতিশীলতার দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই এসব থেকে দেশকে উত্তরণের জন্য জাতীয় পার্টির প্রতি সবাইকে আস্থা রাখতে হবে।’
ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মো. শরিফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, ‘গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে ভোট ডাকাতি ঠেকাতে নির্বাচন কমিশন ভোট বন্ধ করে ইতিহাস সৃষ্টি করেছেন, যা গণতন্ত্রের জন্য একটি মাইলফলক।’
শান্তিরাম ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে শান্তিরাম পাঁচগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জাতীয় পার্টির সদস্যসচিব মো. মশিউর রহমান পলাশের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সোলায়মান সামি, সুন্দরগঞ্জ পৌর মেয়র ও পৌর জাতীয় পার্টির সভাপতি মো. আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন—উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মো. আনছার আলী সরদার, মাওলানা মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান মণ্ডল, সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান মিলন, বেলকা ইউনিয়ন সভাপতি মো. রেজাউল ইসলাম রানা, ছাপড়হাটী ইউনিয়ন সভাপতি মো. আশরাফুল আলম, কৃষক পার্টির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. সাইদুর রহমান, উপজেলা ছাত্রসমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন ও উপজেলা অটো শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে শামীম হায়দার পাটোয়ারী শান্তিরাম ইউনিয়ন জাতীয় পার্টির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এতে প্রভাষক শরিফুল ইসলাম শাহীন সভাপতি, অধ্যাপক মশিউর রহমান পলাশ সাধারণ সম্পাদক ও শামছুল আলম সুজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা মহানগরীতে প্রায় দুই কোটি লোকের বসবাস। ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে। দায়িত্ব থেকে আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত কল্যাণ সভায় ঢাকা মেট্রোপলিটন..
৩ মিনিট আগেবাগেরহাটের কচুয়া উপজেলায় বলেশ্বর ও ভৈরব নদীর তীর দীর্ঘদিন পর পরিষ্কার করা হয়েছে। আজ শনিবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে কচুয়া জিরো পয়েন্ট থেকে এই কার্যক্রম শুরু হয়।
৯ মিনিট আগেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে, ষড়যন্ত্র তত বাড়তে থাকবে। তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।
৩১ মিনিট আগেভাঙচুর–ককটেল বিস্ফোরণের অভিযোগে ঝালকাঠির রাজাপুরে সাবেক মন্ত্রী শাহজাহান ওমর বীর উত্তমসহ ৫৩ জনের নামে মামলা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।
৩৫ মিনিট আগে