কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে রোগীদের জন্য বিনা মূল্যে সরবরাহকৃত সরকারি ইনজেকশন পাচারের অভিযোগে এক নারীকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল চত্বর থেকে ইনজেকশনসহ ওই নারীকে আটকের পর পুলিশে হস্তান্তর করা হয়।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক নারীর নাম শাহেদা বেগম (৩৫)। তিনি সদর উপজেলার হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামের ফজল মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে শাহেদা বেগম একটি ব্যাগ নিয়ে হাসপাতাল চত্বর থেকে বের হয়ে যাওয়ার সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তার ব্যাগ তল্লাশি করলে ব্যাগের ভেতর রোগীদের জন্য বিনা মূল্যে সরবরাহকৃত বিভিন্ন প্রকারের তিন শতাধিক সরকারি ইনজেকশন পাওয়া যায়। পরে ওই নারীকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন বলেন, ওষুধ চুরি ও পাচারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তত্ত্বাবধায়ক বলেন, ‘হাসপাতালের কোনো কর্মচারী ওষুধ পাচারে জড়িত রয়েছে কি না তা জানতে তদন্ত কমিটি করা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজা বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার সঙ্গে আরও এক নারী এসব ওষুধ পাচারের সঙ্গে জড়িত আছে বলে জানা গেছে। তবে সেই নারী পলাতক রয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে রোগীদের জন্য বিনা মূল্যে সরবরাহকৃত সরকারি ইনজেকশন পাচারের অভিযোগে এক নারীকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল চত্বর থেকে ইনজেকশনসহ ওই নারীকে আটকের পর পুলিশে হস্তান্তর করা হয়।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক নারীর নাম শাহেদা বেগম (৩৫)। তিনি সদর উপজেলার হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামের ফজল মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে শাহেদা বেগম একটি ব্যাগ নিয়ে হাসপাতাল চত্বর থেকে বের হয়ে যাওয়ার সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তার ব্যাগ তল্লাশি করলে ব্যাগের ভেতর রোগীদের জন্য বিনা মূল্যে সরবরাহকৃত বিভিন্ন প্রকারের তিন শতাধিক সরকারি ইনজেকশন পাওয়া যায়। পরে ওই নারীকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন বলেন, ওষুধ চুরি ও পাচারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তত্ত্বাবধায়ক বলেন, ‘হাসপাতালের কোনো কর্মচারী ওষুধ পাচারে জড়িত রয়েছে কি না তা জানতে তদন্ত কমিটি করা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজা বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার সঙ্গে আরও এক নারী এসব ওষুধ পাচারের সঙ্গে জড়িত আছে বলে জানা গেছে। তবে সেই নারী পলাতক রয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি।
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দুই দিনব্যাপী জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ফটোগ্রাফি সোসাইটির উদ্যোগে আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে এই আয়োজন করা হয়।
৩ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরের পচানালা খাল বিভিন্ন কল-কারখানার বর্জ্যে দূষিত ও আবদ্ধ হয়ে পড়েছে। এ কারণে পানির প্রবাহ বন্ধ হয়ে একদিকে যেমন দূষিত পানিতে মশার বংশ বিস্তারসহ বিভিন্ন রোগজীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে, তেমনি প্রায় ৫০০ হেক্টর কৃষিজমিতে সেচ দেওয়া নিয়েও অনিশ্চয়তায় পড়েছেন কৃষকেরা।
১৪ মিনিট আগেমুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নতুনগাঁও এলাকায় ইট-বালুর ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চসার ইউনিয়নের নতুনগাঁও মধ্যপাড়ায় এই হামলার ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেগাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এর আগে আজ শুক্রবার সকাল থেকে নদের তীরের ইজতেমা মাঠের টিনশেড মসজিদে শুরু হয়েছে পাঁচ দিনের ‘জোড়’ ইজতেমা (ইজতেমার আগে প্রস্তুতিমূলক সমাবেশ)।
৩৫ মিনিট আগে