ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃষ্টি (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় পার্বতীপুর উপজেলার আনন্দ বাজার থেকে ফুলবাড়ী আসার পথে ধূলাউধাল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃষ্টি জেলার খানসামা উপজেলার উত্তর দুবলিয়া গ্রামের বাসুদেবের মেয়ে। সে ওই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চাচা-চাচির সঙ্গে গতকাল শুক্রবার আনন্দ বাজার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে একটি শ্রাদ্ধের অনুষ্ঠানে যায় বৃষ্টি। শ্রাদ্ধ শেষে রোববার দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী হয়ে বাড়ি যাওয়ার জন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে রওনা দেয়। পথে পার্বতীপুর উপজেলার ধূলাউধাল এলাকায় ইট ভাটার সামনে এলে, তার গায়ে থাকা ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। এতে অচেতন হয়ে পড়ে বৃষ্টি। এ সময় অহত অবস্থায় তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম বলেন, ‘মরদেহের সুরতহাল করা হয়েছে। কারও কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। তবে ঘটনাস্থল পার্বতীপুর থানা এলাকায় হওয়ায় পার্বতীপুর থানার অনুমতির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।’
ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃষ্টি (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় পার্বতীপুর উপজেলার আনন্দ বাজার থেকে ফুলবাড়ী আসার পথে ধূলাউধাল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃষ্টি জেলার খানসামা উপজেলার উত্তর দুবলিয়া গ্রামের বাসুদেবের মেয়ে। সে ওই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চাচা-চাচির সঙ্গে গতকাল শুক্রবার আনন্দ বাজার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে একটি শ্রাদ্ধের অনুষ্ঠানে যায় বৃষ্টি। শ্রাদ্ধ শেষে রোববার দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী হয়ে বাড়ি যাওয়ার জন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে রওনা দেয়। পথে পার্বতীপুর উপজেলার ধূলাউধাল এলাকায় ইট ভাটার সামনে এলে, তার গায়ে থাকা ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। এতে অচেতন হয়ে পড়ে বৃষ্টি। এ সময় অহত অবস্থায় তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম বলেন, ‘মরদেহের সুরতহাল করা হয়েছে। কারও কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। তবে ঘটনাস্থল পার্বতীপুর থানা এলাকায় হওয়ায় পার্বতীপুর থানার অনুমতির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।’
গ্রামের রাস্তায় দোতলা বাস নিয়ে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে গিয়েছে, সেই প্রশ্ন তুলেছেন বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া শিক্ষার্থী জোবায়ের আলম সাকিবের স্বজনেরা। এই দুর্ঘটনার জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই গাফিলতি দেখছেন।
২১ মিনিট আগেবিগত সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছেন বলে দলীয় নেতা কর্মীদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৩৩ মিনিট আগেবরিশালের গৌরনদীতে দুই অটোরিকশা চালকের বিরোধ থেকে যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে কুপিয়ে জখম ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে