প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম)
কঠোর লকডাউন উপেক্ষা করে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের গোলেরহাট সরদারটারী গ্রামে ঈদ উপলক্ষে আনন্দ মেলা হয়েছে। গত শনিবার বেলা ৩টায় ভূরুঙ্গামারী মাদারগঞ্জ সড়কের পাশে এ মেলার আয়োজন করা হয়।
জানা যায়, আনন্দ মেলার আয়োজন ঘিরে মানুষের ভিড় উপচে পড়ে এলাকাটিতে। কোনো প্রকার স্বাস্থ্যবিধির বালাই ছিল না সেখানে। আয়োজনে বয়স্কদের দড়ি টানাটানি, যুবকদের টায়ার টানাটানি, হাঁড়িভাঙাসহ গ্রামীণ নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। খেলা শেষে ঘটা করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে জয়ীদের পুরস্কারও দেওয়া হয়। এসব খেলাধুলা দেখতে আশপাশের গ্রামের নানান বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ শত শত পথচারীর ভিড় জমে। সন্ধ্যা পর্যন্ত চলা এ মেলায় কাউকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। করোনার সময়ে এ রকম জনসমাগম সংক্রমণের ঝুঁকি রয়েছে বলে স্থানীয় সচেতন মহল আশঙ্কা প্রকাশ করে।
ওই গ্রামের বাসিন্দা এবং আয়োজকদের একজন এনামুল হক বলেন, ‘এ সময়ে মেলার আয়োজন করাটা ভুল হয়েছে। তবে আমি আয়োজনে ছিলাম না। গ্রামের উঠতি বয়সী কিছু যুবক এটা করেছে। পরে আমি এই আয়োজন দ্রুত শেষ করতে বলি।’
কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান বলেন, ‘আয়োজনটির বিষয়ে আগে থেকে জানতাম না এবং আমি অতিথিও ছিলাম না। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খেলাধুলাসহ সব আয়োজন বন্ধ করে দিই।’
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, ‘ঈদ আনন্দ উৎসব সম্পর্কে কেউ আমাকে অবগত করেনি। বিষয়টি সম্পর্কে জানলে ব্যবস্থা গ্রহণ করতাম।’
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম জানান, এ-সম্পর্কে তাঁর জানা ছিল না। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেবে, সেটা বাস্তবায়ন করবেন।
কঠোর লকডাউন উপেক্ষা করে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের গোলেরহাট সরদারটারী গ্রামে ঈদ উপলক্ষে আনন্দ মেলা হয়েছে। গত শনিবার বেলা ৩টায় ভূরুঙ্গামারী মাদারগঞ্জ সড়কের পাশে এ মেলার আয়োজন করা হয়।
জানা যায়, আনন্দ মেলার আয়োজন ঘিরে মানুষের ভিড় উপচে পড়ে এলাকাটিতে। কোনো প্রকার স্বাস্থ্যবিধির বালাই ছিল না সেখানে। আয়োজনে বয়স্কদের দড়ি টানাটানি, যুবকদের টায়ার টানাটানি, হাঁড়িভাঙাসহ গ্রামীণ নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। খেলা শেষে ঘটা করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে জয়ীদের পুরস্কারও দেওয়া হয়। এসব খেলাধুলা দেখতে আশপাশের গ্রামের নানান বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ শত শত পথচারীর ভিড় জমে। সন্ধ্যা পর্যন্ত চলা এ মেলায় কাউকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। করোনার সময়ে এ রকম জনসমাগম সংক্রমণের ঝুঁকি রয়েছে বলে স্থানীয় সচেতন মহল আশঙ্কা প্রকাশ করে।
ওই গ্রামের বাসিন্দা এবং আয়োজকদের একজন এনামুল হক বলেন, ‘এ সময়ে মেলার আয়োজন করাটা ভুল হয়েছে। তবে আমি আয়োজনে ছিলাম না। গ্রামের উঠতি বয়সী কিছু যুবক এটা করেছে। পরে আমি এই আয়োজন দ্রুত শেষ করতে বলি।’
কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান বলেন, ‘আয়োজনটির বিষয়ে আগে থেকে জানতাম না এবং আমি অতিথিও ছিলাম না। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খেলাধুলাসহ সব আয়োজন বন্ধ করে দিই।’
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, ‘ঈদ আনন্দ উৎসব সম্পর্কে কেউ আমাকে অবগত করেনি। বিষয়টি সম্পর্কে জানলে ব্যবস্থা গ্রহণ করতাম।’
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম জানান, এ-সম্পর্কে তাঁর জানা ছিল না। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেবে, সেটা বাস্তবায়ন করবেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা পারভীন বলেন, সেলীম রেজা ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামি। নিয়ম অনুযায়ী, ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ার পরই তাঁর সাময়িক বরখাস্ত হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে মামলার চার্জশিট
৫ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়ায় খাসি (খাসিয়া) সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে উৎসবটি হয়।
২৪ মিনিট আগে৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৫ মিনিট আগেজামালপুরের চরাঞ্চলে শীতকালীন সবজির বাগানে বিপর্যয় দেখা দিয়েছে। এই মৌসুমে একদিকে অতিরিক্ত বৃষ্টি, অন্যদিকে খরার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সবজি গাছ মরে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, এই সময়ে কৃষি বিভাগের কোনো সহায়তা পাননি তাঁরা।
২৮ মিনিট আগে