বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মরা ব্রয়লার মুরগি ও মরা ছাগলের মাংস বিক্রির ঘটনার এক মাস পার হতে না হতেই এবার মরা গরু জবাই করে মাংস বিক্রির ঘটনা ঘটেছে। মাংস বিক্রির সময় দুজনকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার রাত সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বালিয়াডাঙ্গীর ইউএনও যোবায়ের হোসেন এই রায় দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের শাহাপাড়া গ্রামের সলিম উদ্দীনের ছেলে রমজান আলী (৪৫) ও বিশ্রামপুর গ্রামের আব্দুল আলীর ছেলে পয়জার আলী (৩৮)।
সহযোগী স্যানেটারি ইন্সপেক্টর আব্দুল গফুর আজকের পত্রিকাকে বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার মটরাহাটে একটি মরা গরু জবাই করা হয়। পরে সেই মাংস বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কাঁচকালী বাজারে নিয়ে গভীর রাতে বিক্রির চেষ্টা করে তারা। এ সময় স্থানীয় লোকজন ইউএনওকে মোবাইল ফোনে অবগত করেন। পরে ঘটনাস্থলে পুলিশসহ ইউএনও দুজনকে আটক করলেও মোস্তফা নামে একজন পালিয়ে যান। তিনিই ওই গরুর মালিক ছিলেন বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক যোবায়ের হোসেন জানান, জবাই করার পর গরুটি ইজিবাইকে দিয়ে আনা হয়। এরপর মাংস বিক্রির চেষ্টা করার সময় পুলিশ সদস্যদের সহযোগিতায় দুজনকে আটক করা হয়। পরে তাঁরা নিজেদের দোষ স্বীকার করলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে দণ্ড পাওয়া দুই কসাইকে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২০ মে মরা ছাগল জবাই করে মাংস বিক্রির দায়ে নজরুল ইসলাম (৪৮) ওরফে ইদু নামে এক কসাইকে জেলে পাঠানো হয়। এ ছাড়া ১০ মে মরা মুরগির মাংস রান্না করে বিক্রি ও বিক্রির দায়ে হোটেল মালিক সেলিম উদ্দীনকে ৫ হাজার টাকা ও মাংস বিক্রেতা আব্দুলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মরা ব্রয়লার মুরগি ও মরা ছাগলের মাংস বিক্রির ঘটনার এক মাস পার হতে না হতেই এবার মরা গরু জবাই করে মাংস বিক্রির ঘটনা ঘটেছে। মাংস বিক্রির সময় দুজনকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার রাত সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বালিয়াডাঙ্গীর ইউএনও যোবায়ের হোসেন এই রায় দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের শাহাপাড়া গ্রামের সলিম উদ্দীনের ছেলে রমজান আলী (৪৫) ও বিশ্রামপুর গ্রামের আব্দুল আলীর ছেলে পয়জার আলী (৩৮)।
সহযোগী স্যানেটারি ইন্সপেক্টর আব্দুল গফুর আজকের পত্রিকাকে বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার মটরাহাটে একটি মরা গরু জবাই করা হয়। পরে সেই মাংস বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কাঁচকালী বাজারে নিয়ে গভীর রাতে বিক্রির চেষ্টা করে তারা। এ সময় স্থানীয় লোকজন ইউএনওকে মোবাইল ফোনে অবগত করেন। পরে ঘটনাস্থলে পুলিশসহ ইউএনও দুজনকে আটক করলেও মোস্তফা নামে একজন পালিয়ে যান। তিনিই ওই গরুর মালিক ছিলেন বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক যোবায়ের হোসেন জানান, জবাই করার পর গরুটি ইজিবাইকে দিয়ে আনা হয়। এরপর মাংস বিক্রির চেষ্টা করার সময় পুলিশ সদস্যদের সহযোগিতায় দুজনকে আটক করা হয়। পরে তাঁরা নিজেদের দোষ স্বীকার করলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে দণ্ড পাওয়া দুই কসাইকে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২০ মে মরা ছাগল জবাই করে মাংস বিক্রির দায়ে নজরুল ইসলাম (৪৮) ওরফে ইদু নামে এক কসাইকে জেলে পাঠানো হয়। এ ছাড়া ১০ মে মরা মুরগির মাংস রান্না করে বিক্রি ও বিক্রির দায়ে হোটেল মালিক সেলিম উদ্দীনকে ৫ হাজার টাকা ও মাংস বিক্রেতা আব্দুলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
২২ মিনিট আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
১ ঘণ্টা আগেবগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেসেমিনারে বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নানা কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে। গণ-আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে জন-আকাঙ্ক্ষাকে একটি কার্যকর রাজনৈতিক...
২ ঘণ্টা আগে