লালমনিরহাট প্রতিনিধি
বর্ষা শুরু হতেই তিস্তা নদীর লালমনিরহাটের মহিষখোচায় ভাঙন দেখা দিয়েছে। বসতভিটা আর ফসলি জমি রক্ষায় বাঁধে জরুরি জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন করেছেন নদীপাড়ের মানুষ। আজ শুক্রবার বিকেলে মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়া এলাকায় তিস্তার তীরে ব্যানার হাতে শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে তাঁরা জানান, কয়েক দিনের বৃষ্টি আর উজানের ঢেউয়ে পানিতে ভরে উঠেছে তিস্তা নদী। বর্ষা শুরু হতেই তিস্তার বাঁ তীরের মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়া ও গরিবুল্লাহপাড়া গ্রামে ভাঙন দেখা দিয়েছে। অসময়ের ভাঙনে শঙ্কিত নদীপাড়ের মানুষ। গত সপ্তাহে চার-পাঁচটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এ ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগে বাঁধ দেওয়া প্রয়োজন। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করেও কোনো সুফল পাননি। এ কারণে মানববন্ধনের আয়োজন করেন নদীপাড়ের মানুষ।
তাদের দাবি, স্থায়ী বাঁধ নির্মাণে বিলম্ব হলেও জরুরি ভিত্তিতে বাহাদুরপাড়া ও গরিবুল্লাহপাড়া এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন এলাকা রক্ষা করা। অন্যথায় ওই এলাকার ৩০০ থেকে ৪০০ পরিবার গৃহহীন হয়ে যাবে। কয়েক শত হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যাবে।
মানববন্ধনে বক্তব্য দেন মহিষখোচা বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক নুরে আলম সেফাউল, স্থানীয় বাসিন্দা মিন্টু মিয়া, আব্দুল্লাহ খান, আফজাল হোসেন, শিরিন আক্তার ও রিপন মিয়া প্রমুখ।
বর্ষা শুরু হতেই তিস্তা নদীর লালমনিরহাটের মহিষখোচায় ভাঙন দেখা দিয়েছে। বসতভিটা আর ফসলি জমি রক্ষায় বাঁধে জরুরি জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন করেছেন নদীপাড়ের মানুষ। আজ শুক্রবার বিকেলে মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়া এলাকায় তিস্তার তীরে ব্যানার হাতে শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে তাঁরা জানান, কয়েক দিনের বৃষ্টি আর উজানের ঢেউয়ে পানিতে ভরে উঠেছে তিস্তা নদী। বর্ষা শুরু হতেই তিস্তার বাঁ তীরের মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়া ও গরিবুল্লাহপাড়া গ্রামে ভাঙন দেখা দিয়েছে। অসময়ের ভাঙনে শঙ্কিত নদীপাড়ের মানুষ। গত সপ্তাহে চার-পাঁচটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এ ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগে বাঁধ দেওয়া প্রয়োজন। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করেও কোনো সুফল পাননি। এ কারণে মানববন্ধনের আয়োজন করেন নদীপাড়ের মানুষ।
তাদের দাবি, স্থায়ী বাঁধ নির্মাণে বিলম্ব হলেও জরুরি ভিত্তিতে বাহাদুরপাড়া ও গরিবুল্লাহপাড়া এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন এলাকা রক্ষা করা। অন্যথায় ওই এলাকার ৩০০ থেকে ৪০০ পরিবার গৃহহীন হয়ে যাবে। কয়েক শত হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যাবে।
মানববন্ধনে বক্তব্য দেন মহিষখোচা বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক নুরে আলম সেফাউল, স্থানীয় বাসিন্দা মিন্টু মিয়া, আব্দুল্লাহ খান, আফজাল হোসেন, শিরিন আক্তার ও রিপন মিয়া প্রমুখ।
গত ৫ আগস্ট ছাত্র–জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে স্বামী আল-আমিন মিয়া (৩৪) নিহত হয়েছেন বলে উল্লেখ করে গত ২৪ অক্টোবর কুলসুম ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। পরে ৮ নভেম্বর তা আশুলিয়া থানায় এজাহারভুক্ত করা হয়।
৭ মিনিট আগেভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা পারভীন বলেন, সেলীম রেজা ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামি। নিয়ম অনুযায়ী, ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ার পরই তাঁর সাময়িক বরখাস্ত হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে মামলার চার্জশিট
১৪ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়ায় খাসি (খাসিয়া) সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে উৎসবটি হয়।
৩২ মিনিট আগে৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৩৪ মিনিট আগে