ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
বৈশাখ মানেই পান্তা-ইলিশ। তাই প্রতি বছর বৈশাখকে সামনে রেখে বেড়ে যায় ইলিশের দাম। তবে এর ভিন্ন চিত্র দেখা গেছে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে। ব্যবসায়ীরা কম দামে মাইকিং করে বিক্রি করছেন ইলিশ। মাছ কিনতে বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
আজ বুধবার সকাল থেকে ফুলবাড়ী পৌর শহরের মাছ বাজারে এ চিত্র দেখা গেছে।
পৌর শহরের মাছ বাজারে অন্য দিনের তুলনায় আজ ইলিশ বিক্রি বেশি হয়েছে। ইলিশের আমদানি বেশি ও দাম কম হওয়ায় ইলিশ কিনতে স্থানীয়দের প্রতিযোগিতা শুরু হয়েছে। ক্রেতারা কে আগে কে পরে কিনেবেন তা নিয়ে বাজারে পড়েছে শোর-গোল।
সিদ্দিক, মোজাফ্ফর ও শাবানা বেগম জানান, এত দিন ইলিশের দাম বেশি ছিল। তাই কিনতে পারেননি তাঁরা। মাইকিং শুনে তাঁরা বাজারে এসেছেন। ৩০০ টাকা কেজি দরে ২৫০-৩০০ গ্রাম ওজনের ইলিশ কিনেছেন।
মৎস্য ব্যবসায়ী খট্টু ও মালেক জানান, মাছের আমদানি বেশি। কেনার লোক কম। তাই মাইকিং করে বিক্রি করছেন তাঁরা। অপরদিকে এক কেজি বা তার একটু বেশি ওজনের ইলিশ ১২০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। মাছ বিক্রেতার কাছে দাম বেশির কারণ সম্পর্কে জানতে চাইলে বলেন, এগুলো বড় এবং ভালো মানের মাছ। এ মাছের স্বাদ বেশি, যার কারণে দামও বেশি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার বলেন, পয়লা এপ্রিল থেকে ৭ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ। মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আট মাস জাটকা ইলিশ ধরা, পরিবহন, মজুত, বেচা-কেনা ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। মা ইলিশ ও জাটকা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নের ফলে এবং বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ আহরণে নিষেধাজ্ঞার কারণে ইলিশের উৎপাদন অনেক বেড়েছে।
বৈশাখ মানেই পান্তা-ইলিশ। তাই প্রতি বছর বৈশাখকে সামনে রেখে বেড়ে যায় ইলিশের দাম। তবে এর ভিন্ন চিত্র দেখা গেছে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে। ব্যবসায়ীরা কম দামে মাইকিং করে বিক্রি করছেন ইলিশ। মাছ কিনতে বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
আজ বুধবার সকাল থেকে ফুলবাড়ী পৌর শহরের মাছ বাজারে এ চিত্র দেখা গেছে।
পৌর শহরের মাছ বাজারে অন্য দিনের তুলনায় আজ ইলিশ বিক্রি বেশি হয়েছে। ইলিশের আমদানি বেশি ও দাম কম হওয়ায় ইলিশ কিনতে স্থানীয়দের প্রতিযোগিতা শুরু হয়েছে। ক্রেতারা কে আগে কে পরে কিনেবেন তা নিয়ে বাজারে পড়েছে শোর-গোল।
সিদ্দিক, মোজাফ্ফর ও শাবানা বেগম জানান, এত দিন ইলিশের দাম বেশি ছিল। তাই কিনতে পারেননি তাঁরা। মাইকিং শুনে তাঁরা বাজারে এসেছেন। ৩০০ টাকা কেজি দরে ২৫০-৩০০ গ্রাম ওজনের ইলিশ কিনেছেন।
মৎস্য ব্যবসায়ী খট্টু ও মালেক জানান, মাছের আমদানি বেশি। কেনার লোক কম। তাই মাইকিং করে বিক্রি করছেন তাঁরা। অপরদিকে এক কেজি বা তার একটু বেশি ওজনের ইলিশ ১২০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। মাছ বিক্রেতার কাছে দাম বেশির কারণ সম্পর্কে জানতে চাইলে বলেন, এগুলো বড় এবং ভালো মানের মাছ। এ মাছের স্বাদ বেশি, যার কারণে দামও বেশি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার বলেন, পয়লা এপ্রিল থেকে ৭ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ। মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আট মাস জাটকা ইলিশ ধরা, পরিবহন, মজুত, বেচা-কেনা ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। মা ইলিশ ও জাটকা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নের ফলে এবং বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ আহরণে নিষেধাজ্ঞার কারণে ইলিশের উৎপাদন অনেক বেড়েছে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৩৪ মিনিট আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
১ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
২ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
২ ঘণ্টা আগে