পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে মসজিদের ভেতরে ঢুকে ফয়জুল হক (৬২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছেন দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটায় পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের গাঞ্জাবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
মসজিদের মুসল্লিরা জানান, গতকাল রোববার দিবাগত রাতে মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। এসময় দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে ফয়জুল হকের মাথায় ও হাতে কুপিয়ে জখম করেন। তখন তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আশপাশের লোকজন আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাঁকে সেখানে নেওয়া হয়।
ভুক্তভোগীর ছোট ভাই উসমান গণি বলেন, ভাইয়ের সে রকম কোনো শত্রু নেই। কিন্তু এই ঘটনা কারা ও কী কারণে ঘটাল, তা পুলিশকেই খুঁজে বের করতে হবে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, ‘এ ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে সচেষ্ট আছি।’
পঞ্চগড়ে মসজিদের ভেতরে ঢুকে ফয়জুল হক (৬২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছেন দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটায় পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের গাঞ্জাবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
মসজিদের মুসল্লিরা জানান, গতকাল রোববার দিবাগত রাতে মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। এসময় দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে ফয়জুল হকের মাথায় ও হাতে কুপিয়ে জখম করেন। তখন তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আশপাশের লোকজন আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাঁকে সেখানে নেওয়া হয়।
ভুক্তভোগীর ছোট ভাই উসমান গণি বলেন, ভাইয়ের সে রকম কোনো শত্রু নেই। কিন্তু এই ঘটনা কারা ও কী কারণে ঘটাল, তা পুলিশকেই খুঁজে বের করতে হবে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, ‘এ ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে সচেষ্ট আছি।’
গ্রামের রাস্তায় দোতলা বাস নিয়ে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে গিয়েছে, সেই প্রশ্ন তুলেছেন বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া শিক্ষার্থী জোবায়ের আলম সাকিবের স্বজনেরা। এই দুর্ঘটনার জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই গাফিলতি দেখছেন।
৩ মিনিট আগেবিগত সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছেন বলে দলীয় নেতা কর্মীদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১৫ মিনিট আগেবরিশালের গৌরনদীতে দুই অটোরিকশা চালকের বিরোধ থেকে যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে কুপিয়ে জখম ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে