সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শ্রী শান্ত রায় (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ সময় তার মোবাইলের কভারে নিচে থাকা একটি চিরকুট পায় পুলিশ। সেখানে সে লিখে-‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়।’ চিরকুটটি ওই স্কুলশিক্ষার্থীর বলে নিশ্চিত করেছে পুলিশ।
আজ রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের উত্তর দিকে ওয়াপদা রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে তার দেহ দুই টুকরা হয়ে যায়।
শান্ত রায় বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলি এলাকার শ্রী সাগর রায়ের ছেলে। সে স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শান্ত রায় এবার নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করে। সে ২০২৩ সালে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। রোববার সকালে সে স্কুলে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আসে। স্কুল থেকে বের হয়ে সে উল্লেখিত এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল। এ সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন কাছাকাছি আসলে রেললাইনে ঝাঁপ দেয় সে। এতে ট্রেনে কাটা পড়ে তার দেহ দুই টুকরো হয়ে যায়।
শান্ত রায়ের বাবা সাগর রায় বলেন, ‘অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই সে স্কুলে আসে। বাড়িতে তার আত্মহত্যা করার মতো কোনো ঘটনাই ঘটেনি।’
সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা বলেন, ‘শান্ত অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। তার নামের মতোই সে শান্ত প্রকৃতির ছেলে। আজও স্কুলে এসেছিল। তাকে দেখে স্বাভাবিকই মনে হয়েছে। কিন্তু কি কারণে সে আত্মহত্যা করল তা আমার জানা নেই।’
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আযম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমারা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে মরদেহের প্যান্টের পকেটে রাখা মোবাইলের কভারের ভেতরে থেকে একটি চিরকুট উদ্ধার করি। চিরকুটে মোবাইল নম্বরসহ লেখা রয়েছে-‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়।’ আমি নিজে স্কুলে গিয়ে তার পরীক্ষার খাতার সঙ্গে চিরকুটের লেখা মিলিয়ে দেখেছি। আমার মনে হয়েছে এটি তার হাতেই লেখা।’
ওসি আরও বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরিবারের কেউ অভিযোগ করেননি। তবে রেলওয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।’
নীলফামারীর সৈয়দপুরে চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শ্রী শান্ত রায় (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ সময় তার মোবাইলের কভারে নিচে থাকা একটি চিরকুট পায় পুলিশ। সেখানে সে লিখে-‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়।’ চিরকুটটি ওই স্কুলশিক্ষার্থীর বলে নিশ্চিত করেছে পুলিশ।
আজ রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের উত্তর দিকে ওয়াপদা রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে তার দেহ দুই টুকরা হয়ে যায়।
শান্ত রায় বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলি এলাকার শ্রী সাগর রায়ের ছেলে। সে স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শান্ত রায় এবার নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করে। সে ২০২৩ সালে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। রোববার সকালে সে স্কুলে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আসে। স্কুল থেকে বের হয়ে সে উল্লেখিত এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল। এ সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন কাছাকাছি আসলে রেললাইনে ঝাঁপ দেয় সে। এতে ট্রেনে কাটা পড়ে তার দেহ দুই টুকরো হয়ে যায়।
শান্ত রায়ের বাবা সাগর রায় বলেন, ‘অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই সে স্কুলে আসে। বাড়িতে তার আত্মহত্যা করার মতো কোনো ঘটনাই ঘটেনি।’
সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা বলেন, ‘শান্ত অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। তার নামের মতোই সে শান্ত প্রকৃতির ছেলে। আজও স্কুলে এসেছিল। তাকে দেখে স্বাভাবিকই মনে হয়েছে। কিন্তু কি কারণে সে আত্মহত্যা করল তা আমার জানা নেই।’
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আযম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমারা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে মরদেহের প্যান্টের পকেটে রাখা মোবাইলের কভারের ভেতরে থেকে একটি চিরকুট উদ্ধার করি। চিরকুটে মোবাইল নম্বরসহ লেখা রয়েছে-‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়।’ আমি নিজে স্কুলে গিয়ে তার পরীক্ষার খাতার সঙ্গে চিরকুটের লেখা মিলিয়ে দেখেছি। আমার মনে হয়েছে এটি তার হাতেই লেখা।’
ওসি আরও বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরিবারের কেউ অভিযোগ করেননি। তবে রেলওয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।’
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৬ মিনিট আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৪০ মিনিট আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
১ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
২ ঘণ্টা আগে