খানসামায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাইয়ের মৃত্যু, গুরুতর আহত বড় ভাই

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১২: ১৭
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৪৩

দিনাজপুরের খানসামায় কাঠবোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ছোট ভাই চন্দন কুমার রায় নরেশ (৪০)। আজ শনিবার সকাল ৮টার দিকে খানসামা বাজারের পুরোনো ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন নিহতের বড় ভাই বিজয় কুমার রায় (৪৫)। 

নিহত চন্দন কুমার রায় নরেশ ও আহত বিজয় কুমার রায় (৪৫) নীলফামারীর কিশোরগঞ্জের বাজে ডুমুরিয়া গ্রামের সুরেন্দ্রনাথ রায়ের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে চন্দন রায় তাঁর বড় ভাই বিজয় কুমারকে বাসা থেকে মোটরসাইকেলে করে বীরগঞ্জ গ্রামীণ ব্যাংকের ঝাড়বাড়ি ব্রাঞ্চে তাঁর কর্মস্থলে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন। এ সময় খানসামা বাজারের পুরোনো ইউনিয়ন পরিষদ ভবনের সামনে কাঠবোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে প্রাণ হারান চন্দন রায়। পরে গুরুতর আহত অবস্থায় বিজয় কুমারকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং থানার পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

খানসামা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

অফিসার ইনচার্জ আরও বলেন, নিহতের পরিবারের কোনো আপত্তি বা অভিযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত