ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে অবসরপ্রাপ্ত এক বিডিআর সদস্যের বাড়িতে যাকাতের টাকা নিতে ঢুকে শ্লীলতাহানির অভিযোগ তোলেন এক নারী। পরে দলবল নিয়ে গিয়ে বাড়ি থেকে প্রায় ৪২ লাখ টাকা নিয়ে সটকে পড়েন। এ ঘটনায় ওই নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে ওই লুট হওয়া অর্থও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গ্রামের হাজির মোড় এলাকার বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মো. জহির উদ্দিনের (৭৯) বাড়িতে এই ঘটনা ঘটে।
এসব তথ্য জানিয়েছেন সদর সার্কেল ও ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন।
গ্রেপ্তারকৃতরা হলেন—পৌর শহরের পশ্চিম গৌরপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মোছা. রেনু বেগম (৪৯), একই এলাকার নুর ইসলামের ছেলে নাহিদ হাসান শুভ (২৭), মোরশেদ আলীর ছেলে আব্দুল জলিল (৩৭), মৃত আকতার আলীর ছেলে নবিউল ইসলাম (৪২), উপজেলার রাজারামপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ছানার মণ্ডলের ছেলে আনোয়ারুল মণ্ডল (৪০) এবং দাদপুর গ্রামের মৃত নেজাম উদ্দিনের ছেলে কামরুজ্জামান (৩৫)।
মামলার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মো. জহির উদ্দিনের বাড়িতে মোছা. রেনু বেগম নামের ওই নারী যাকাতের টাকার বাহানায় ঢুকে পড়েন। পরে তিনি টাকা নিয়ে চলে যান। বেরোনোর কিছুক্ষণ পর স্থানীয় কয়েকজন বখাটে ছেলেকে সঙ্গে নিয়ে আবার ওই বাড়িতে যান রেণু নামের ওই নারী। এরপর তিনি অভিযোগ করেন, জহির উদ্দিন তাঁর শ্লীলতাহানি করেছেন। বিষয়টি সমঝোতা করার কথা বলে টাকা দাবি করেন তাঁরা। একপর্যায়ে তাঁরা বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিনের শোয়ার ঘরে ঢুকে বিছানার সাইড ড্রয়ার থেকে নগদ বাংলাদেশি ১ লাখ ৫০ হাজার টাকা ও তাঁর ছেলের ঘর থেকে ৩৮ হাজার ৬০০ ইউএস ডলার, যার বাংলাদেশি মূল্যমান আনুমানিক ৪০ লাখ ৯১ হাজার ৬০০ টাকা নিয়ে যায়। এ ঘটনায় বাড়ির মালিক জহির উদ্দিন প্রাথমিক অবস্থায় বিষয়টি মোবাইলে থানা-পুলিশকে জানান।
ফুলবাড়ী থানা-পুলিশ বলছে, রেনু বেগম নামের ওই নারী ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে নিজের পরনের কাপড় ছিঁড়ে জহির উদ্দিনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করতে থানায় যান। এ সময় থানা-পুলিশের সন্দেহ হলে তাঁকে আটক করেন। এরই মধ্যে ভুক্তভোগী বৃদ্ধ এলাকাবাসীকে সঙ্গে নিয়ে থানায় যান। পরে বৃদ্ধ জহির উদ্দিনের ছেলে মহিউদ্দিন বাদী হয়ে মঙ্গলবার রাতেই মামলা দায়ের করলে ওই নারীকে ব্যাপক জিজ্ঞাসাদের পর তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ ওই নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ৫ জনকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে ৩৮ হাজার ৬০০ ইউএস ডলার এবং নগদ ১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করে।
এ বিষয়ে সদর সার্কেল ও ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় ১১ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত এক নারীসহ ছয়জনকে গ্রেপ্তারসহ খোয়া যাওয়া টাকা ও ডলার উদ্ধার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
উদ্ধার হওয়া ডলার সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন বলেন, ‘অবসরপ্রাপ্ত বিডিআর সদস্যসহ তাঁর পরিবারের সদস্যরা বিদেশ সফরসহ হজ গমনের জন্য ওই ডলার সংরক্ষণ করেছিলেন। সেই ডলার ও টাকা প্রতারকেরা হাতিয়ে নিয়েছিল।’
দিনাজপুরের ফুলবাড়ীতে অবসরপ্রাপ্ত এক বিডিআর সদস্যের বাড়িতে যাকাতের টাকা নিতে ঢুকে শ্লীলতাহানির অভিযোগ তোলেন এক নারী। পরে দলবল নিয়ে গিয়ে বাড়ি থেকে প্রায় ৪২ লাখ টাকা নিয়ে সটকে পড়েন। এ ঘটনায় ওই নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে ওই লুট হওয়া অর্থও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গ্রামের হাজির মোড় এলাকার বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মো. জহির উদ্দিনের (৭৯) বাড়িতে এই ঘটনা ঘটে।
এসব তথ্য জানিয়েছেন সদর সার্কেল ও ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন।
গ্রেপ্তারকৃতরা হলেন—পৌর শহরের পশ্চিম গৌরপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মোছা. রেনু বেগম (৪৯), একই এলাকার নুর ইসলামের ছেলে নাহিদ হাসান শুভ (২৭), মোরশেদ আলীর ছেলে আব্দুল জলিল (৩৭), মৃত আকতার আলীর ছেলে নবিউল ইসলাম (৪২), উপজেলার রাজারামপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ছানার মণ্ডলের ছেলে আনোয়ারুল মণ্ডল (৪০) এবং দাদপুর গ্রামের মৃত নেজাম উদ্দিনের ছেলে কামরুজ্জামান (৩৫)।
মামলার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মো. জহির উদ্দিনের বাড়িতে মোছা. রেনু বেগম নামের ওই নারী যাকাতের টাকার বাহানায় ঢুকে পড়েন। পরে তিনি টাকা নিয়ে চলে যান। বেরোনোর কিছুক্ষণ পর স্থানীয় কয়েকজন বখাটে ছেলেকে সঙ্গে নিয়ে আবার ওই বাড়িতে যান রেণু নামের ওই নারী। এরপর তিনি অভিযোগ করেন, জহির উদ্দিন তাঁর শ্লীলতাহানি করেছেন। বিষয়টি সমঝোতা করার কথা বলে টাকা দাবি করেন তাঁরা। একপর্যায়ে তাঁরা বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিনের শোয়ার ঘরে ঢুকে বিছানার সাইড ড্রয়ার থেকে নগদ বাংলাদেশি ১ লাখ ৫০ হাজার টাকা ও তাঁর ছেলের ঘর থেকে ৩৮ হাজার ৬০০ ইউএস ডলার, যার বাংলাদেশি মূল্যমান আনুমানিক ৪০ লাখ ৯১ হাজার ৬০০ টাকা নিয়ে যায়। এ ঘটনায় বাড়ির মালিক জহির উদ্দিন প্রাথমিক অবস্থায় বিষয়টি মোবাইলে থানা-পুলিশকে জানান।
ফুলবাড়ী থানা-পুলিশ বলছে, রেনু বেগম নামের ওই নারী ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে নিজের পরনের কাপড় ছিঁড়ে জহির উদ্দিনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করতে থানায় যান। এ সময় থানা-পুলিশের সন্দেহ হলে তাঁকে আটক করেন। এরই মধ্যে ভুক্তভোগী বৃদ্ধ এলাকাবাসীকে সঙ্গে নিয়ে থানায় যান। পরে বৃদ্ধ জহির উদ্দিনের ছেলে মহিউদ্দিন বাদী হয়ে মঙ্গলবার রাতেই মামলা দায়ের করলে ওই নারীকে ব্যাপক জিজ্ঞাসাদের পর তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ ওই নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ৫ জনকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে ৩৮ হাজার ৬০০ ইউএস ডলার এবং নগদ ১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করে।
এ বিষয়ে সদর সার্কেল ও ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় ১১ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত এক নারীসহ ছয়জনকে গ্রেপ্তারসহ খোয়া যাওয়া টাকা ও ডলার উদ্ধার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
উদ্ধার হওয়া ডলার সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন বলেন, ‘অবসরপ্রাপ্ত বিডিআর সদস্যসহ তাঁর পরিবারের সদস্যরা বিদেশ সফরসহ হজ গমনের জন্য ওই ডলার সংরক্ষণ করেছিলেন। সেই ডলার ও টাকা প্রতারকেরা হাতিয়ে নিয়েছিল।’
২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
১৬ মিনিট আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৪১ মিনিট আগেবগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেসেমিনারে বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নানা কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে। গণ-আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে জন-আকাঙ্ক্ষাকে একটি কার্যকর রাজনৈতিক...
১ ঘণ্টা আগে