দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে সোহেল হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।
কোর্ট পুলিশের পরিদর্শক একেএম লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এ সময় চারজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন–জুবিয়ার (৩৯), তনয় (৩৯), রিয়েল (৪১), রাকু (৪০) ও নাজমুল হোসেন ওরফে বাবু। আদালতে রায় ঘোষণার সময় নাজমুল হোসেন বাদে অপর চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩০ আগস্ট আব্দুস সালাম নামে এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে নিহত আলী রেজা সোহেল রামসাগরে ঘুরতে যাওয়ার উদ্দেশে বের হন। বেলা আড়াইটায় পূর্ব শত্রুতার জেরে রামসাগর এলাকার মহব্বতপুর হাজীর দীঘির মোড়ে আসামিরা তাদের গতিরোধ করেন। এ সময় সোহেলকে মোটরসাইকেল থেকে টেনে হিঁচড়ে নামায় তারা।
এরপর সড়কে চিৎ করে শোয়ায়ে দুই বাহুতে এলোপাতাড়ি রামদা ও ধারালো চাকু দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় সোহেলকে হাসপাতালে নেওয়ার পর বেলা সাড়ে ৩টায় সোহেলের মৃত্যু হয়।
এ ঘটনায় ওই দিন রাতে নিহত সোহেলের বড় ভাই কাজী গোলাম জিলানী ৭ জনের নাম উল্লেখ করে ও ২ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রায়ের বিষয়ে জানতে চাইলে আসামিপক্ষের আইনজীবী মো. সাহিদুল ইসলাম শাহিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ মামলায় পুলিশ তদন্তসাপেক্ষে ৫ জনের নামে অভিযোগ আদালতে দাখিল করে। আজকে শুনানি শেষে আদালত ৫ জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তবে আমরা এ রায়ে সন্তুষ্ট নই। রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করা হবে।’
দিনাজপুরে সোহেল হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।
কোর্ট পুলিশের পরিদর্শক একেএম লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এ সময় চারজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন–জুবিয়ার (৩৯), তনয় (৩৯), রিয়েল (৪১), রাকু (৪০) ও নাজমুল হোসেন ওরফে বাবু। আদালতে রায় ঘোষণার সময় নাজমুল হোসেন বাদে অপর চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩০ আগস্ট আব্দুস সালাম নামে এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে নিহত আলী রেজা সোহেল রামসাগরে ঘুরতে যাওয়ার উদ্দেশে বের হন। বেলা আড়াইটায় পূর্ব শত্রুতার জেরে রামসাগর এলাকার মহব্বতপুর হাজীর দীঘির মোড়ে আসামিরা তাদের গতিরোধ করেন। এ সময় সোহেলকে মোটরসাইকেল থেকে টেনে হিঁচড়ে নামায় তারা।
এরপর সড়কে চিৎ করে শোয়ায়ে দুই বাহুতে এলোপাতাড়ি রামদা ও ধারালো চাকু দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় সোহেলকে হাসপাতালে নেওয়ার পর বেলা সাড়ে ৩টায় সোহেলের মৃত্যু হয়।
এ ঘটনায় ওই দিন রাতে নিহত সোহেলের বড় ভাই কাজী গোলাম জিলানী ৭ জনের নাম উল্লেখ করে ও ২ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রায়ের বিষয়ে জানতে চাইলে আসামিপক্ষের আইনজীবী মো. সাহিদুল ইসলাম শাহিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ মামলায় পুলিশ তদন্তসাপেক্ষে ৫ জনের নামে অভিযোগ আদালতে দাখিল করে। আজকে শুনানি শেষে আদালত ৫ জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তবে আমরা এ রায়ে সন্তুষ্ট নই। রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করা হবে।’
সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, ‘আগামী সংবিধান হতে হবে এই দেশের সমস্ত নাগরিককে সমান মর্যাদা দিয়ে। সেই নাগরিকের ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন। ধর্মীয় পরিচয় কিংবা জাতিগত মর্যাদা দিয়ে নাগরিকের মর্যাদা ঠিক হবে না।
৫ মিনিট আগেরায়পুরার পেঁয়াজ খেতে কামরুজ্জামানের মরদেহ পাওয়া গেছে। বিদ্যুৎস্পৃষ্টের কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত চলছে।
১৫ মিনিট আগেনীলফামারী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ শনিবার তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৬ মিনিট আগেচট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনকারীদের লক্ষ্য করে একটি শাটার গান দিয়ে একাই ২৮ রাউন্ড গুলি করেছিলেন যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ (৩২)। গতকাল শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা-পুলিশ।
২৪ মিনিট আগে