নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় ১৩ বছর পর অভিযুক্ত মাহমুদার রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালত। আজ বুধবার দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মনছুর আলী এ রায় ঘোষণা করেন। এ সময় ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় ওই আসামিকে।
দণ্ডপ্রাপ্ত আসামি মাহমুদার রহমান জেলার জলঢাকা উপজেলার দুন্দিবাড়ি পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর জলঢাকা উপজেলায় স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের পর গলায় ওড়নার ফাঁস দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন মাহমুদার। এ সময় পালানোর চেষ্টা করলে ওই স্কুলছাত্রীর বাবা মাহমুদারকে দেখতে পান। পরে ঘরে গিয়ে মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মাহমুদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী হারেজ মর্তুজা বাবুল বলেন, ‘আদালতের রায়ে পরিবার ও আমরা খুশি। আসামিকে দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকরের দাবি আমাদের।’
এদিকে আদালতের রায়ে খুশি ভুক্তভোগীর পরিবার। তবে মেয়ের বিচারের দাবিতে লড়াই করা বাবা দেখে যেতে পারেননি মেয়ের হত্যার বিচার। আদালতে সাক্ষ্যপ্রমাণ গ্রহণের কিছুদিন পরেই মারা গিয়েছেন তিনি।
ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর ভাই বলেন, ‘বাবা মারা যাওয়ার আগেও বলেছিল যেন বোনের বিচার না পাওয়া অবধি লড়াই করি। আজ মন শান্ত, এখন রায় কার্যকরের অপেক্ষা।’
নীলফামারীর জলঢাকায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় ১৩ বছর পর অভিযুক্ত মাহমুদার রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালত। আজ বুধবার দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মনছুর আলী এ রায় ঘোষণা করেন। এ সময় ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় ওই আসামিকে।
দণ্ডপ্রাপ্ত আসামি মাহমুদার রহমান জেলার জলঢাকা উপজেলার দুন্দিবাড়ি পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর জলঢাকা উপজেলায় স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের পর গলায় ওড়নার ফাঁস দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন মাহমুদার। এ সময় পালানোর চেষ্টা করলে ওই স্কুলছাত্রীর বাবা মাহমুদারকে দেখতে পান। পরে ঘরে গিয়ে মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মাহমুদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী হারেজ মর্তুজা বাবুল বলেন, ‘আদালতের রায়ে পরিবার ও আমরা খুশি। আসামিকে দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকরের দাবি আমাদের।’
এদিকে আদালতের রায়ে খুশি ভুক্তভোগীর পরিবার। তবে মেয়ের বিচারের দাবিতে লড়াই করা বাবা দেখে যেতে পারেননি মেয়ের হত্যার বিচার। আদালতে সাক্ষ্যপ্রমাণ গ্রহণের কিছুদিন পরেই মারা গিয়েছেন তিনি।
ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর ভাই বলেন, ‘বাবা মারা যাওয়ার আগেও বলেছিল যেন বোনের বিচার না পাওয়া অবধি লড়াই করি। আজ মন শান্ত, এখন রায় কার্যকরের অপেক্ষা।’
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
২ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৩ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৪ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৪ ঘণ্টা আগে