দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা কারাগারে দুইটি চেক জালিয়াতির মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে আজ বুধবার দুপুরে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দিনাজপুর জেল সুপার মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত শফিকুল ইসলাম (৫০) জেলার বিরামপুর উপজেলার চক পাতলা গ্রামের হাসান আলীর ছেলে। তিনি হৃদ্রোগ, কিডনি জটিলতাসহ নানাবিধ জটিল রোগে আক্রান্ত ছিলেন।
দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, শফিকুল ইসলামের বিরুদ্ধে ১৬ লাখ ও ৩ লাখ টাকার দুটি চেক জালিয়াতির মামলা হয়। মামলায় রায়ে তাঁকে এক বছর ও ছয় মাসের মোট দেড় বছরের সাজা প্রদান করেন বিচারক। ২০২১ সালের ২৩ জুলাই তাঁকে দিনাজপুর জেলা কারাগারে আনা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টয়লেটে গিয়ে তিনি দীর্ঘক্ষণ না ফেরায় খোঁজ করতে গিয়ে দেখা যায় তিনি টয়লেটে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। পরে তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ওই রাতেই ৮টা ৩৫ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দিনাজপুর জেল সুপার মোকাম্মেল হোসেন আজকের পত্রিকাকে জানান, শফিকুল ইসলাম দুটি চেক জালিয়াতির মামলায় দেড় বছরের সাজা খাটছিলেন। আগে থেকেই তিনি নানাবিধ রোগে আক্রান্ত ছিলেন। তাঁর হার্টের সার্জারি করা হয়েছে। এ ছাড়াও তিনি কিডনি রোগে ভুগছিলেন। তাঁর ক্রিয়েটিনিন লেভেল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল। আজ বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দিনাজপুর জেলা কারাগারে দুইটি চেক জালিয়াতির মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে আজ বুধবার দুপুরে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দিনাজপুর জেল সুপার মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত শফিকুল ইসলাম (৫০) জেলার বিরামপুর উপজেলার চক পাতলা গ্রামের হাসান আলীর ছেলে। তিনি হৃদ্রোগ, কিডনি জটিলতাসহ নানাবিধ জটিল রোগে আক্রান্ত ছিলেন।
দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, শফিকুল ইসলামের বিরুদ্ধে ১৬ লাখ ও ৩ লাখ টাকার দুটি চেক জালিয়াতির মামলা হয়। মামলায় রায়ে তাঁকে এক বছর ও ছয় মাসের মোট দেড় বছরের সাজা প্রদান করেন বিচারক। ২০২১ সালের ২৩ জুলাই তাঁকে দিনাজপুর জেলা কারাগারে আনা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টয়লেটে গিয়ে তিনি দীর্ঘক্ষণ না ফেরায় খোঁজ করতে গিয়ে দেখা যায় তিনি টয়লেটে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। পরে তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ওই রাতেই ৮টা ৩৫ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দিনাজপুর জেল সুপার মোকাম্মেল হোসেন আজকের পত্রিকাকে জানান, শফিকুল ইসলাম দুটি চেক জালিয়াতির মামলায় দেড় বছরের সাজা খাটছিলেন। আগে থেকেই তিনি নানাবিধ রোগে আক্রান্ত ছিলেন। তাঁর হার্টের সার্জারি করা হয়েছে। এ ছাড়াও তিনি কিডনি রোগে ভুগছিলেন। তাঁর ক্রিয়েটিনিন লেভেল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল। আজ বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ক্ষোভ প্রকাশ করে জাকির হোসেন বলেন, ‘এমন ছোট্ট সংযোগ সড়কে বিআরটিসির দোতলা বাসে কী করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে এল। সড়কের সামান্য ওপরে বৈদ্যুতিক তার। সেই তারে ছোট পরিবহন চলাচল যেখানে ঝুঁকিপূর্ণ। সেই সড়কে কী করে বিআরটিসির দোতলা বাস চলাচল করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বে
১০ মিনিট আগেসুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা...
২১ মিনিট আগেনিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
৪৩ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
১ ঘণ্টা আগে