মোস্তফা কামাল সুমন, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
গ্রাম প্রধান দেশ আমাদের বাংলাদেশ। গ্রামের প্রধান চালিকা শক্তি কৃষি কাজ। কৃষিতে যারা টাকার বিনিময়ে কাজ করে তাঁদের কৃষাণ বলা হয়। কিন্তু অন্যের উপকারের স্বার্থে যারা দুই তিন বেলা ভালো খাওয়ার জন্য কাজ করে দেয় তাঁদের 'মামুন কৃষাণ' বা 'মামুন কামলা' বলা হয়। সাধারণত অপেশাদার কৃষি শ্রমিকেরা বিশেষ করে ছাত্ররা এই মামুন কৃষাণ হিসেবে কাজ করে থাকে। তাঁরা কাজের বিনিময়ে কোন টাকা গ্রহণ করে না। অনেকটা বনভোজনের আনন্দের মতো করে দলবদ্ধভাবে তাঁরা বিপদে থাকা কৃষকের কাজ করে দেয়। গ্রামীণ কৃষির এই ঐতিহ্য এখন হারিয়ে যেতে বসেছে।
এক সময় গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধান কাটার সময় মামুন কৃষাণের বহুল প্রচলন ছিল। কিন্তু এখন মামুন কৃষাণ দেওয়ার প্রচলন নেই বললেই চলে। এখন কম মানুষই মামুন কৃষাণ দিয়ে কৃষকদের পাশে দাঁড়ায়। আগে মামুন কৃষাণের মাধ্যমে সামাজিক বন্ধনও দৃঢ় হতো।
হরিনাথপুর গ্রামের মামুন কৃষাণ দলের সদস্য গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ডিগ্রীর তৃতীয় বর্ষের শিক্ষার্থী মনিরুজ্জামান বলেন, 'এখন মানুষ আরও বেশি কর্ম ব্যস্ত। এলাকায় কাজ না থাকলে তারা ঢাকা ও গাজীপুরে কাজের সন্ধানে যায়। চলতি আমন মৌসুমের ধান রোপণের সময় এখন। কৃষাণের অভাব দেখা দেওয়ায় তারা কয়েক জন ছাত্র বন্ধু মিলে মামুন কৃষাণের একটা দল গড়ে তুলেছেন।' তিনি আরও বলেন, 'এই দল যাদের কৃষাণের খুব বেশি দরকার তাঁদের সহযোগিতা করছে। গত ধান কাটার মৌসুমে কয়েক জন কৃষকের ধান কাটায় সহযোগিতা করা হয়েছে।'
ওই মামুন কৃষাণ দলের সদস্য স্কুলছাত্র রাকিব হোসেন বলেন, 'আমাদের এই দলে সবাই ছাত্র। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তারা লেখাপড়া করে। এখন বাড়িতে থাকায় কৃষকদের উপকার করার জন্য মামুন কৃষাণ দিচ্ছি। মামুন কৃষাণ দিয়ে কোনো টাকা নেওয়া হয় না।' তিনি আরও জানান, মামুন কৃষাণে তারা সকালের নাশতা ও দুপুরের খাবার খান। এটা তাঁদের কাছে অনেকটা বনভোজনের মতো একটা ব্যাপার।
উপজেলার কামারদহ ইউনিয়নের সতীতলা গ্রামের এমন একটি মামুন কৃষাণ দলের সদস্য শাকিল। তিনি বলেন, 'তাঁদের একটা মামুন কৃষাণের দল আছে। ধান কাটার সময় এই দল দুই বেলা খেয়ে যার খুব প্রয়োজন তাঁর পাকা ধান কেটে দেয়।'
মামুন কৃষাণ দিয়ে ধান রোপণ করে নেওয়া হরিনাথপুরের আলমগীর হোসেন বলেন, 'টাকা দিয়েও কৃষাণ পাওয়া যাচ্ছিল না। এদিকে ধান রোপণের সময়ও শেষ হয়ে যাচ্ছিল। তখন আমরা মামুন কৃষাণ দলের সদস্য মনিরুজ্জামানের শরণাপন্ন হই। গত বৃহস্পতিবার তাঁরা ২২ শতক জমিতে ধান রোপণ করে দেয়।'
গ্রাম প্রধান দেশ আমাদের বাংলাদেশ। গ্রামের প্রধান চালিকা শক্তি কৃষি কাজ। কৃষিতে যারা টাকার বিনিময়ে কাজ করে তাঁদের কৃষাণ বলা হয়। কিন্তু অন্যের উপকারের স্বার্থে যারা দুই তিন বেলা ভালো খাওয়ার জন্য কাজ করে দেয় তাঁদের 'মামুন কৃষাণ' বা 'মামুন কামলা' বলা হয়। সাধারণত অপেশাদার কৃষি শ্রমিকেরা বিশেষ করে ছাত্ররা এই মামুন কৃষাণ হিসেবে কাজ করে থাকে। তাঁরা কাজের বিনিময়ে কোন টাকা গ্রহণ করে না। অনেকটা বনভোজনের আনন্দের মতো করে দলবদ্ধভাবে তাঁরা বিপদে থাকা কৃষকের কাজ করে দেয়। গ্রামীণ কৃষির এই ঐতিহ্য এখন হারিয়ে যেতে বসেছে।
এক সময় গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধান কাটার সময় মামুন কৃষাণের বহুল প্রচলন ছিল। কিন্তু এখন মামুন কৃষাণ দেওয়ার প্রচলন নেই বললেই চলে। এখন কম মানুষই মামুন কৃষাণ দিয়ে কৃষকদের পাশে দাঁড়ায়। আগে মামুন কৃষাণের মাধ্যমে সামাজিক বন্ধনও দৃঢ় হতো।
হরিনাথপুর গ্রামের মামুন কৃষাণ দলের সদস্য গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ডিগ্রীর তৃতীয় বর্ষের শিক্ষার্থী মনিরুজ্জামান বলেন, 'এখন মানুষ আরও বেশি কর্ম ব্যস্ত। এলাকায় কাজ না থাকলে তারা ঢাকা ও গাজীপুরে কাজের সন্ধানে যায়। চলতি আমন মৌসুমের ধান রোপণের সময় এখন। কৃষাণের অভাব দেখা দেওয়ায় তারা কয়েক জন ছাত্র বন্ধু মিলে মামুন কৃষাণের একটা দল গড়ে তুলেছেন।' তিনি আরও বলেন, 'এই দল যাদের কৃষাণের খুব বেশি দরকার তাঁদের সহযোগিতা করছে। গত ধান কাটার মৌসুমে কয়েক জন কৃষকের ধান কাটায় সহযোগিতা করা হয়েছে।'
ওই মামুন কৃষাণ দলের সদস্য স্কুলছাত্র রাকিব হোসেন বলেন, 'আমাদের এই দলে সবাই ছাত্র। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তারা লেখাপড়া করে। এখন বাড়িতে থাকায় কৃষকদের উপকার করার জন্য মামুন কৃষাণ দিচ্ছি। মামুন কৃষাণ দিয়ে কোনো টাকা নেওয়া হয় না।' তিনি আরও জানান, মামুন কৃষাণে তারা সকালের নাশতা ও দুপুরের খাবার খান। এটা তাঁদের কাছে অনেকটা বনভোজনের মতো একটা ব্যাপার।
উপজেলার কামারদহ ইউনিয়নের সতীতলা গ্রামের এমন একটি মামুন কৃষাণ দলের সদস্য শাকিল। তিনি বলেন, 'তাঁদের একটা মামুন কৃষাণের দল আছে। ধান কাটার সময় এই দল দুই বেলা খেয়ে যার খুব প্রয়োজন তাঁর পাকা ধান কেটে দেয়।'
মামুন কৃষাণ দিয়ে ধান রোপণ করে নেওয়া হরিনাথপুরের আলমগীর হোসেন বলেন, 'টাকা দিয়েও কৃষাণ পাওয়া যাচ্ছিল না। এদিকে ধান রোপণের সময়ও শেষ হয়ে যাচ্ছিল। তখন আমরা মামুন কৃষাণ দলের সদস্য মনিরুজ্জামানের শরণাপন্ন হই। গত বৃহস্পতিবার তাঁরা ২২ শতক জমিতে ধান রোপণ করে দেয়।'
৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেরাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগেবাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর দায় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য (ভিসি) অধ্যাপক রফিকুল ইসলাম খান। দুর্ঘটনার পর আজ (শনিবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগেমাহিনের চাচা হাসান রহমান বলেন, ‘এখানে শতভাগ অবহেলা ছিল। একটা তার ঝুলে পড়বে গায়ের মধ্যে এটা কখনোই মেনে নেওয়া যায় না। এর সুষ্ঠু তদন্ত চাই।’ রংপুর বিভাগ, রংপুর জেলা, গাজীপুর, বাস, আগুন, জেলার খবর
১ ঘণ্টা আগে