সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে অপহরণের এক মাস পর এক শিশুকে ধানের গোলা থেকে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ সোমবার ভোরে ছাতক উপজেলার হরিশ্বরণ গ্রামের একটি ঘরের ধানের গোলা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী।
উদ্ধার হওয়া শিশুটির নাম—ফাইজুর রহমান (১৩)। সে শান্তিগঞ্জ উপজেলার আসামপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন—ছাতক উপজেলার হরিশ্বরণ গ্রামের আব্দুল সালামের ছেলে জুনেদ (২৫), আব্দুল কাদিরের ছেলে জিয়াউর রহমান (২২), মৃত মদরিছ আলীর ছেলে আব্দুল সালাম (৫২), আব্দুল সালামের মেয়ে খাদিজা বেগম (১৮), শান্তিগঞ্জ উপজেলার আসামপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে বিলাল মিয়া (৪২) ও তাঁর স্ত্রী মোছা. বেগম (৪৮)।
পুলিশ বলছে, গত ২৫ আগস্ট দুপুরে ফাইজুরকে কয়েকজন ব্যক্তি অপহরণ করে নিয়ে যান। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা। এ দিকে অপহরণকারীরা ফাইজুরকে নির্যাতনের ভিডিও ধারণ করে আত্মীয়স্বজনের মোবাইল ফোনে পাঠিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
পুলিশ টাকা দেওয়ার নাম করে ছদ্মবেশে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে। অপহরণকারীরা ছাতক উপজেলার একটি গ্রামের ধানখেতে টাকা রেখে যেতে বলেন। পুলিশ সদস্যরা তাঁদের কথামতো সন্ধ্যায় টাকা রেখে ধানখেতে শুয়ে থাকেন। রাত সাড়ে ৮টার দিকে অপহরণকারী দলের সদস্য জুনেদ টাকা নিতে গেলে ওত পেতে থাকা পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন।
পরবর্তী সময়ে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে ফাইজুরকে উদ্ধার ও ছয়জনকে আটক করা হয়।
শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী বলেন, ‘শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।’
সুনামগঞ্জের শান্তিগঞ্জে অপহরণের এক মাস পর এক শিশুকে ধানের গোলা থেকে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ সোমবার ভোরে ছাতক উপজেলার হরিশ্বরণ গ্রামের একটি ঘরের ধানের গোলা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী।
উদ্ধার হওয়া শিশুটির নাম—ফাইজুর রহমান (১৩)। সে শান্তিগঞ্জ উপজেলার আসামপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন—ছাতক উপজেলার হরিশ্বরণ গ্রামের আব্দুল সালামের ছেলে জুনেদ (২৫), আব্দুল কাদিরের ছেলে জিয়াউর রহমান (২২), মৃত মদরিছ আলীর ছেলে আব্দুল সালাম (৫২), আব্দুল সালামের মেয়ে খাদিজা বেগম (১৮), শান্তিগঞ্জ উপজেলার আসামপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে বিলাল মিয়া (৪২) ও তাঁর স্ত্রী মোছা. বেগম (৪৮)।
পুলিশ বলছে, গত ২৫ আগস্ট দুপুরে ফাইজুরকে কয়েকজন ব্যক্তি অপহরণ করে নিয়ে যান। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা। এ দিকে অপহরণকারীরা ফাইজুরকে নির্যাতনের ভিডিও ধারণ করে আত্মীয়স্বজনের মোবাইল ফোনে পাঠিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
পুলিশ টাকা দেওয়ার নাম করে ছদ্মবেশে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে। অপহরণকারীরা ছাতক উপজেলার একটি গ্রামের ধানখেতে টাকা রেখে যেতে বলেন। পুলিশ সদস্যরা তাঁদের কথামতো সন্ধ্যায় টাকা রেখে ধানখেতে শুয়ে থাকেন। রাত সাড়ে ৮টার দিকে অপহরণকারী দলের সদস্য জুনেদ টাকা নিতে গেলে ওত পেতে থাকা পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন।
পরবর্তী সময়ে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে ফাইজুরকে উদ্ধার ও ছয়জনকে আটক করা হয়।
শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী বলেন, ‘শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।’
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৪ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৪ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৫ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৫ ঘণ্টা আগে