মৌলভীবাজার প্রতিনিধি
অনুপ্রবেশের দায়ে তিন দফা গণপিটুনি দিয়ে দুই বাংলাদেশিকে মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ফেলে গেছে বিএসএফ। আজ সোমবার ভোরে উপজেলার লাঠিটিলা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ সীমান্তে ফেলে যায় তাঁদের।
ওই দুই বাংলাদেশির মধ্যে জাহাঙ্গীর আলমের (২৪) বাড়ি খুলনার রূপসী থানার নতুন বাজার এলাকায়, অপরজন হৃদয় শেখ (২৪) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী দুজনের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২১ জুলাই জাহাঙ্গীর আলম ও হৃদয় শেখ খাগড়াছড়ির রামগড় এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে ট্রেনে আগরতলা যাওয়ার পথে টিকিট না থাকায় কাঞ্চন কর্নার নামক স্টেশনে নামিয়ে বাংলাদেশি জেনে গণপিটুনি দেওয়া হয়। তারপর স্থানীয় থানায় হস্তান্তর করা হয় তাঁদের। সেখানে দুই রাত রেখে আরেক দফা পিটুনির পর গতকাল রোববার বিএসএফের কাছে হস্তান্তর করে পুলিশ।
বিএসএফ তাঁদের ক্যাম্পে আটকে রেখে তৃতীয় দফা পিটুনির পর আজ সোমবার ভোরে মৌলভীবাজারের জুড়ীর লাঠিটিলা সীমান্তের ১৮০০ থেকে ১৮০১ নম্বর পিলার দাগ নালাপুঞ্জি নামক গেট দিয়ে বাংলাদেশ সীমান্তে ফেলে যায়। আজ সোমবার ভোরে লাঠিটিলা কচুরগুল এলাকার লোকজন তাঁদের দেখে স্থানীয় বিজিবি ও পুলিশকে খবর দেয়। পরে তাঁদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
লাঠিটিলা বিজিবি ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ গাউস ঘটনার সত্যতা স্বীকার করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দিতে রাজি হননি।
এ বিষয়ে জানতে চাইলে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিজিবির অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তাঁদের অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে চিকিৎসা চলছে।
অনুপ্রবেশের দায়ে তিন দফা গণপিটুনি দিয়ে দুই বাংলাদেশিকে মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ফেলে গেছে বিএসএফ। আজ সোমবার ভোরে উপজেলার লাঠিটিলা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ সীমান্তে ফেলে যায় তাঁদের।
ওই দুই বাংলাদেশির মধ্যে জাহাঙ্গীর আলমের (২৪) বাড়ি খুলনার রূপসী থানার নতুন বাজার এলাকায়, অপরজন হৃদয় শেখ (২৪) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী দুজনের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২১ জুলাই জাহাঙ্গীর আলম ও হৃদয় শেখ খাগড়াছড়ির রামগড় এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে ট্রেনে আগরতলা যাওয়ার পথে টিকিট না থাকায় কাঞ্চন কর্নার নামক স্টেশনে নামিয়ে বাংলাদেশি জেনে গণপিটুনি দেওয়া হয়। তারপর স্থানীয় থানায় হস্তান্তর করা হয় তাঁদের। সেখানে দুই রাত রেখে আরেক দফা পিটুনির পর গতকাল রোববার বিএসএফের কাছে হস্তান্তর করে পুলিশ।
বিএসএফ তাঁদের ক্যাম্পে আটকে রেখে তৃতীয় দফা পিটুনির পর আজ সোমবার ভোরে মৌলভীবাজারের জুড়ীর লাঠিটিলা সীমান্তের ১৮০০ থেকে ১৮০১ নম্বর পিলার দাগ নালাপুঞ্জি নামক গেট দিয়ে বাংলাদেশ সীমান্তে ফেলে যায়। আজ সোমবার ভোরে লাঠিটিলা কচুরগুল এলাকার লোকজন তাঁদের দেখে স্থানীয় বিজিবি ও পুলিশকে খবর দেয়। পরে তাঁদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
লাঠিটিলা বিজিবি ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ গাউস ঘটনার সত্যতা স্বীকার করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দিতে রাজি হননি।
এ বিষয়ে জানতে চাইলে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিজিবির অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তাঁদের অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে চিকিৎসা চলছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইটভাঙা পাওয়ার ট্রলির ধাক্কায় জাহিদ হাসান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সকাল ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে শহরের পশ্চিম চারমাথায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেপঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এ তথ্য নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায়।
১ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে থেমে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে বাসটির হেলপার (সহকারী) ও একজন যাত্রী নিহত হন। আহত হন পাঁচজন।
১ ঘণ্টা আগেমানিকগঞ্জের হরিরামপুরে জেলের জালে ১১ কেজির বোয়াল ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পদ্মা নদীতে শুকুর আলী নামের জেলের জালে বোয়াল মাছটি ধরা পড়ে।
১ ঘণ্টা আগে