জামাল মিয়া, বিশ্বনাথ (সিলেট)
১২ বছর বয়স থেকে কেরোসিনের গন্ধ শুঁকে আসছেন আবদুর রহিম (৩০)। প্রায় ২০ বছরের অভ্যাসে বিষয়টি তাঁর নেশায় পরিণত হয়েছে। শুরু থেকে পরিবারের সদস্য, বন্ধু, আত্মীয়রা বাধা দিলেও রহিমকে বিরত রাখা যায়নি। তবে, এত বছর পরে এই নেশা থেকে পরিত্রাণের জন্য তিনি ব্যাকুল হয়ে পড়েছেন।
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের আবদুল রহিম বলেন, 'এই কেরোসিনের ঘ্রাণ না নিলে আমার ভালো লাগে না। এটা আমার নিত্য সঙ্গী হয়ে গেছে। একটি ৫ লিটার কেরোসিনের ড্রাম সব সময় আমার সঙ্গেই থাকে। আমি এই নেশা থেকে পরিত্রাণ পেতে চাই। তবে বহু চেষ্টা করেও পারছি না। আমি খুব দরিদ্র পরিবারের সন্তান, মা-বাবাও না থাকায় চিকিৎসাও নিতে পারছি না। যদি সমাজের কোনো বিত্তবান ব্যক্তি এগিয়ে আসেন তাহলে উন্নত চিকিৎসার মাধ্যমে আমি এর থেকে মুক্তি পেতে পারি।'
জানা যায়, ১০-১৫ মিনিট পরপর কেরোসিনের ঘ্রাণ নেন রহিম। ঘ্রাণ না নিলে তাঁর জীবনযাত্রা অস্বাভাবিক হয়ে যায়, পাগলপ্রায় লাগে। অজ্ঞান হয়ে পড়ার মতো ঘটনাও ঘটে। কেরোসিনের গন্ধ নিলে আবার স্বাভাবিক হয়ে ওঠেন। তাই কেরোসিনের বোতলটি তাঁর নিত্যসঙ্গী। হাটে-মাঠে, কাজকর্মে, আত্মীয়স্বজনের বাড়ি বেড়াতে গেলে এমনকি ঘুমের সময় একে পাশে রাখেন রহিম। কিছুক্ষণ পরপর ড্রামটির মুখে মুখ লাগিয়ে গন্ধ শুঁকেন।
আবদুর রহিমের গ্রামের বাসিন্দা হুঁশিয়ার আলী জানান, এলাকার অনেকেই তাঁকে কেরোসিনের ঘ্রাণ নেওয়া থেকে বিরত রাখার অনেক চেষ্টা করেছেন। এতে কোন লাভ হয়নি। তাঁর মা-বাবাও বেঁচে নেই। দারিদ্র্যর কারণে রহিম ভালো চিকিৎসা নিতে পারছেন না বলে উল্লেখ করে এলাকার আরেক বাসিন্দা আমরুস আলী।
পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসা করাতে না পারার কথা জানান রহিম নিজেও। তাঁর আক্ষেপ, কবে এই বিচিত্র নেশা থেকে মুক্তি পাব? তাঁর উন্নত চিকিৎসার জন্য বিত্তবানদের প্রতি আর্থিক সহায়তার আহ্বানও জানান তিনি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন—এটা এক ধরনের নেশা। একে এক ধরনের মানসিক সমস্যা বলে তিনি মনে করেন। আব্দুর রহিম এলে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা দেখে প্রয়োজনে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠানোর আশ্বাসও দেন।
১২ বছর বয়স থেকে কেরোসিনের গন্ধ শুঁকে আসছেন আবদুর রহিম (৩০)। প্রায় ২০ বছরের অভ্যাসে বিষয়টি তাঁর নেশায় পরিণত হয়েছে। শুরু থেকে পরিবারের সদস্য, বন্ধু, আত্মীয়রা বাধা দিলেও রহিমকে বিরত রাখা যায়নি। তবে, এত বছর পরে এই নেশা থেকে পরিত্রাণের জন্য তিনি ব্যাকুল হয়ে পড়েছেন।
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের আবদুল রহিম বলেন, 'এই কেরোসিনের ঘ্রাণ না নিলে আমার ভালো লাগে না। এটা আমার নিত্য সঙ্গী হয়ে গেছে। একটি ৫ লিটার কেরোসিনের ড্রাম সব সময় আমার সঙ্গেই থাকে। আমি এই নেশা থেকে পরিত্রাণ পেতে চাই। তবে বহু চেষ্টা করেও পারছি না। আমি খুব দরিদ্র পরিবারের সন্তান, মা-বাবাও না থাকায় চিকিৎসাও নিতে পারছি না। যদি সমাজের কোনো বিত্তবান ব্যক্তি এগিয়ে আসেন তাহলে উন্নত চিকিৎসার মাধ্যমে আমি এর থেকে মুক্তি পেতে পারি।'
জানা যায়, ১০-১৫ মিনিট পরপর কেরোসিনের ঘ্রাণ নেন রহিম। ঘ্রাণ না নিলে তাঁর জীবনযাত্রা অস্বাভাবিক হয়ে যায়, পাগলপ্রায় লাগে। অজ্ঞান হয়ে পড়ার মতো ঘটনাও ঘটে। কেরোসিনের গন্ধ নিলে আবার স্বাভাবিক হয়ে ওঠেন। তাই কেরোসিনের বোতলটি তাঁর নিত্যসঙ্গী। হাটে-মাঠে, কাজকর্মে, আত্মীয়স্বজনের বাড়ি বেড়াতে গেলে এমনকি ঘুমের সময় একে পাশে রাখেন রহিম। কিছুক্ষণ পরপর ড্রামটির মুখে মুখ লাগিয়ে গন্ধ শুঁকেন।
আবদুর রহিমের গ্রামের বাসিন্দা হুঁশিয়ার আলী জানান, এলাকার অনেকেই তাঁকে কেরোসিনের ঘ্রাণ নেওয়া থেকে বিরত রাখার অনেক চেষ্টা করেছেন। এতে কোন লাভ হয়নি। তাঁর মা-বাবাও বেঁচে নেই। দারিদ্র্যর কারণে রহিম ভালো চিকিৎসা নিতে পারছেন না বলে উল্লেখ করে এলাকার আরেক বাসিন্দা আমরুস আলী।
পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসা করাতে না পারার কথা জানান রহিম নিজেও। তাঁর আক্ষেপ, কবে এই বিচিত্র নেশা থেকে মুক্তি পাব? তাঁর উন্নত চিকিৎসার জন্য বিত্তবানদের প্রতি আর্থিক সহায়তার আহ্বানও জানান তিনি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন—এটা এক ধরনের নেশা। একে এক ধরনের মানসিক সমস্যা বলে তিনি মনে করেন। আব্দুর রহিম এলে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা দেখে প্রয়োজনে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠানোর আশ্বাসও দেন।
যশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৩১ মিনিট আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
১ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
২ ঘণ্টা আগেবগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে