সুনামগঞ্জ ৩: জামানত হারালেন সাবেক এমপিসহ পরাজিত ৩ প্রার্থী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ১২: ২৪
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১২: ৪৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে চার প্রার্থীর মধ্যে পরাজিত তিন প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাঁরা হলেন- তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী (সোনালী আঁশ), জাতীয় পার্টির তৌফিক আলী (লাঙ্গল) ও বাংলাদেশ জাতীয় পার্টির তালুকদার মকবুল হোসেন (কাঁঠাল)। 

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আল-বশিরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনী আইন অনুযায়ী যে ভোট পড়েছে এর এক-অষ্টমাংশ অর্থাৎ ৮ ভাগের ১ ভাগের কম ভোট যদি কোনো প্রার্থী পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ১ লাখ ৩৪ হাজার ২০৮ জন ভোট দিয়েছেন। ফলে কোনো প্রার্থী যদি ১৬ হাজার ৭৭৬টির চেয়ে কম ভোট পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে।  

আল-বশিরুল ইসলাম আরও বলেন, এ আসনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নৌকা প্রতীকে ১ লাখ ২৬ হাজার ৯৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অপর তিন প্রার্থী নির্বাচনী আইন অনুযায়ী মোট ভোটের এক-অষ্টমাংশের কম অর্থাৎ ১৬ হাজার ৭৭৬ ভোটের কম পাওয়ায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হবে। 

পরাজিত প্রার্থীদের মধ্যে তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৫ ভোট, জাতীয় পার্টির তৌফিক আলী লাঙ্গল প্রতীকে ২ হাজার ৪৫ ভোট ও বাংলাদেশ জাতীয় পার্টির তালুকদার মকবুল হোসেন কাঁঠাল প্রতীকে পেয়েছেন ৫১৪ ভোট।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত