জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে ওয়াজ মাহফিলের আয়োজন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ছমির আলী (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে ওই বৃদ্ধের মৃত্যু হয়। ছমির আলী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত ডুমাই উল্লার ছেলে।
এদিকে, রোববার রাতে ওই বৃদ্ধের ছেলে নিহতের পক্ষের শাহ জামান উল্লা মুক্তার বাদী হয়ে জগন্নাথপুর থানায় ৪২ জনের নামে হত্যা মামলা করেন। পরে পুলিশ এজাহার নামীয় ৩ আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—নোয়াগাঁও গ্রামের রইছ উল্লার ছেলে বাদশা মিয়া (৫৫), তাঁর ছেলে শাকিব মিয়া (২০) ও তোতা মিয়ার ছেলে অপু মিয়া (২০)।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের আজ সোমবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।
মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ওই বৃদ্ধ আহত হন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। হঠাৎ করে রোববার দুপুরে তাঁর বুকে ব্যথা শুরু হলে তাঁকে দ্রুত সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য, গত শুক্রবার উপজেলার নোয়াগাঁও গ্রামের ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন নিয়ে ওই গ্রামের বাসিন্দা শাহ জামান উল্লা মুক্তারের সঙ্গে একই গ্রামের ইজাজ আহমদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িত উভয় পক্ষের ১০ জনকে আটক করে। পরে শনিবার আটকৃতদের পুলিশ আইনে সুনামগঞ্জ আদালতে পাঠানো হলে, দুই পক্ষের আপস-মীমাংসার প্রস্তাবে আদালত তাদের জামিন দেন।
সুনামগঞ্জের জগন্নাথপুরে ওয়াজ মাহফিলের আয়োজন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ছমির আলী (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে ওই বৃদ্ধের মৃত্যু হয়। ছমির আলী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত ডুমাই উল্লার ছেলে।
এদিকে, রোববার রাতে ওই বৃদ্ধের ছেলে নিহতের পক্ষের শাহ জামান উল্লা মুক্তার বাদী হয়ে জগন্নাথপুর থানায় ৪২ জনের নামে হত্যা মামলা করেন। পরে পুলিশ এজাহার নামীয় ৩ আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—নোয়াগাঁও গ্রামের রইছ উল্লার ছেলে বাদশা মিয়া (৫৫), তাঁর ছেলে শাকিব মিয়া (২০) ও তোতা মিয়ার ছেলে অপু মিয়া (২০)।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের আজ সোমবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।
মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ওই বৃদ্ধ আহত হন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। হঠাৎ করে রোববার দুপুরে তাঁর বুকে ব্যথা শুরু হলে তাঁকে দ্রুত সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য, গত শুক্রবার উপজেলার নোয়াগাঁও গ্রামের ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন নিয়ে ওই গ্রামের বাসিন্দা শাহ জামান উল্লা মুক্তারের সঙ্গে একই গ্রামের ইজাজ আহমদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িত উভয় পক্ষের ১০ জনকে আটক করে। পরে শনিবার আটকৃতদের পুলিশ আইনে সুনামগঞ্জ আদালতে পাঠানো হলে, দুই পক্ষের আপস-মীমাংসার প্রস্তাবে আদালত তাদের জামিন দেন।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেসেমিনারে বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নানা কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে। গণ-আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে জন-আকাঙ্ক্ষাকে একটি কার্যকর রাজনৈতিক...
৩৫ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে বাসচাপায় শামীমা আক্তার (২৮) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন দুর্ঘটনায় কবলিত বাসটি আটক করেছে। আজ শনিবার উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের আরএকে সিরামিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগেসিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে