সিলেট প্রতিনিধি
সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি ব্লক এলাকায় অবৈধ বাজার উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। মঙ্গলবার সকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সালেহ আহমদ সেলিম।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘শাহজালাল উপশহর নগরীর অন্যতম একটি আবাসিক এলাকা। ওই এলাকার ডি ব্লকে মূল সড়কের পাশে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধ বাজার বসিয়ে রেখেছিল। মাছ, মুরগি, তরকারিসহ বিভিন্ন ধরনের পণ্য এই বাজারে বিক্রি হতো।’
তিনি আরও বলেন, ‘ফুটপাত ও সড়ক ঘিরে গড়ে ওঠা এই অবৈধ বাজারের কারণে স্থানীয় বাসিন্দারা ভোগান্তি পোহাচ্ছিলেন। অবৈধ বাজারের কারবারিরা প্রতিদিন পচা মাছ, তরকারি এবং মুরগির নাড়ি ভুঁড়ি ফেলে যেতো, তাতে দুর্গন্ধ ছড়াত। ফুটপাত দখল করে রাখায় স্থানীয়দের চলাচলে বিঘ্ন ঘটত। সড়কের মধ্যে দোকান বসানোয় সড়ক সংকুচিত হয়ে তৈরি হতো যানজটের। স্থানীয়দের উচ্ছেদের দাবিতে মঙ্গলবার এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ বাজারের বিভিন্ন জিনিসপত্র জব্দ করে সিসিক। এ ছাড়া অবৈধ স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়।’
স্থানীয় কাউন্সিলর সালেহ আহমদ সেলিম বলেন, ‘অবৈধ বাজারের কারবারিদের বারবার বলার পরও তারা সরে যাচ্ছিলেন না। উপশহর পরিকল্পিত এলাকা। এলাকার সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে। এই এলাকার বাসিন্দাদের জন্য একটি কাঁচাবাজার বসানো যায় কিনা তার পরিকল্পনা মেয়রকে জানানো হয়েছে।’
সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি ব্লক এলাকায় অবৈধ বাজার উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। মঙ্গলবার সকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সালেহ আহমদ সেলিম।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘শাহজালাল উপশহর নগরীর অন্যতম একটি আবাসিক এলাকা। ওই এলাকার ডি ব্লকে মূল সড়কের পাশে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধ বাজার বসিয়ে রেখেছিল। মাছ, মুরগি, তরকারিসহ বিভিন্ন ধরনের পণ্য এই বাজারে বিক্রি হতো।’
তিনি আরও বলেন, ‘ফুটপাত ও সড়ক ঘিরে গড়ে ওঠা এই অবৈধ বাজারের কারণে স্থানীয় বাসিন্দারা ভোগান্তি পোহাচ্ছিলেন। অবৈধ বাজারের কারবারিরা প্রতিদিন পচা মাছ, তরকারি এবং মুরগির নাড়ি ভুঁড়ি ফেলে যেতো, তাতে দুর্গন্ধ ছড়াত। ফুটপাত দখল করে রাখায় স্থানীয়দের চলাচলে বিঘ্ন ঘটত। সড়কের মধ্যে দোকান বসানোয় সড়ক সংকুচিত হয়ে তৈরি হতো যানজটের। স্থানীয়দের উচ্ছেদের দাবিতে মঙ্গলবার এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ বাজারের বিভিন্ন জিনিসপত্র জব্দ করে সিসিক। এ ছাড়া অবৈধ স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়।’
স্থানীয় কাউন্সিলর সালেহ আহমদ সেলিম বলেন, ‘অবৈধ বাজারের কারবারিদের বারবার বলার পরও তারা সরে যাচ্ছিলেন না। উপশহর পরিকল্পিত এলাকা। এলাকার সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে। এই এলাকার বাসিন্দাদের জন্য একটি কাঁচাবাজার বসানো যায় কিনা তার পরিকল্পনা মেয়রকে জানানো হয়েছে।’
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
১ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
২ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৩ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৩ ঘণ্টা আগে