বিপ্লব রায়, শাল্লা (সুনামগঞ্জ)
দল গোছানো, সম্মেলন, কোনোটাই হয়নি শাল্লা উপজেলা যুবলীগের। বরং দায়িত্ব গ্রহণকারীরাই লিপ্ত হয়েছেন কেওয়াজ-কোন্দলে। হয়েছে শুধু একের পর এক আহ্বায়ক কমিটি। তিন মাস মেয়াদের কমিটি বছরের পর বছর পার করেন। ২৯ বছর ধরে আহ্বায়ক কমিটিতে ভর করেই চলছে যুবলীগের রাজনীতি। বর্তমানে কোন কমিটি না থাকায় স্থবির হয়ে পড়েছে উপজেলা যুবলীগের যাবতীয় কার্যক্রম।
খোঁজ নিয়ে জানা যায়, শাল্লায় যুবলীগ প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে মাহবুব সোবহানী চৌধুরীর হাত ধরে। ১৯৯২ সালে মাহবুব সোবহানী চৌধুরীকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে মাহবুব সোবহানী চৌধুরী বর্তমানে বিএনপি এর রাজনীতিতে সক্রিয়। এরপর ২০০১ সালে তৎকালীন সুনামগঞ্জ জেলা আহ্বায়ক অ্যাড. আব্দুল করিম সুনামগঞ্জ জেলার সকল উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ভেঙে দেন। আবার ২০০৪ সালে মো. তকবীর হোসেনকে আহ্বায়ক ও পীযূষ দাসকে যুগ্ম আহ্বায়ক করে ২৮ সদস্য আহ্বায়ক কমিটি করে দেন তখনকার জেলা আহ্বায়ক অ্যাড. আব্দুল করিম। এরপর ২০১১ সালে মো. তকবীর হোসেনকে আহ্বায়ক এবং পীযূষ দাস ও অ্যাড. দীপু রঞ্জন দাসকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করে দেন তখনকার স্থানীয় সংসদ সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত।
কিন্তু তারাও ব্যর্থ হন পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে। এখন কোনো কমিটি না থাকায় যুবলীগের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তবে আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্যই রাজনীতিতে নিষ্ক্রিয়। এ কারণে নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না।
যুবলীগ কর্মী অজয় তালুকদার বলেন, বর্তমানে শাল্লায় যুবলীগের কোন কমিটি নেই। বিগত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদ্বয় সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে পারেননি। যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তাঁরা কোন কর্মসূচি পালন করেননি।
সাবেক যুগ্ম আহ্বায়ক পীযূষ দাস বলেন, `আমাদেরকে ব্যর্থ বলা ঠিক না। আমরা সম্মেলনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছিলাম। তখনকার উপজেলা আওয়ামী লীগের বিমাতাসুলভ আচরণের জন্য আমরা পারিনি। দলের দুঃসময়ে আমরাই ছিলাম দলের বিভিন্ন কর্মসূচির অগ্রভাগে থাকি। বর্তমান উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দও দলের বিভিন্ন কর্মসূচিতে আমাদেরকে অবগত করেন না। তাই আমরা দলীয় কর্মসূচিতে নিষ্ক্রিয়।'
জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল বলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির অনুমতি সাপেক্ষে কিছুদিনের মধ্যেই শাল্লা যুবলীগের বিষয়ে করণীয় ঠিক করা হবে। এর আগেই কমিটি হওয়ার কথা ছিল। মহামারি করোনার কারণে কমিটি গঠনের কার্যক্রম আটকে আছে। তবে কেন্দ্রের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে খুব দ্রুত শাল্লা উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
দল গোছানো, সম্মেলন, কোনোটাই হয়নি শাল্লা উপজেলা যুবলীগের। বরং দায়িত্ব গ্রহণকারীরাই লিপ্ত হয়েছেন কেওয়াজ-কোন্দলে। হয়েছে শুধু একের পর এক আহ্বায়ক কমিটি। তিন মাস মেয়াদের কমিটি বছরের পর বছর পার করেন। ২৯ বছর ধরে আহ্বায়ক কমিটিতে ভর করেই চলছে যুবলীগের রাজনীতি। বর্তমানে কোন কমিটি না থাকায় স্থবির হয়ে পড়েছে উপজেলা যুবলীগের যাবতীয় কার্যক্রম।
খোঁজ নিয়ে জানা যায়, শাল্লায় যুবলীগ প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে মাহবুব সোবহানী চৌধুরীর হাত ধরে। ১৯৯২ সালে মাহবুব সোবহানী চৌধুরীকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে মাহবুব সোবহানী চৌধুরী বর্তমানে বিএনপি এর রাজনীতিতে সক্রিয়। এরপর ২০০১ সালে তৎকালীন সুনামগঞ্জ জেলা আহ্বায়ক অ্যাড. আব্দুল করিম সুনামগঞ্জ জেলার সকল উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ভেঙে দেন। আবার ২০০৪ সালে মো. তকবীর হোসেনকে আহ্বায়ক ও পীযূষ দাসকে যুগ্ম আহ্বায়ক করে ২৮ সদস্য আহ্বায়ক কমিটি করে দেন তখনকার জেলা আহ্বায়ক অ্যাড. আব্দুল করিম। এরপর ২০১১ সালে মো. তকবীর হোসেনকে আহ্বায়ক এবং পীযূষ দাস ও অ্যাড. দীপু রঞ্জন দাসকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করে দেন তখনকার স্থানীয় সংসদ সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত।
কিন্তু তারাও ব্যর্থ হন পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে। এখন কোনো কমিটি না থাকায় যুবলীগের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তবে আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্যই রাজনীতিতে নিষ্ক্রিয়। এ কারণে নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না।
যুবলীগ কর্মী অজয় তালুকদার বলেন, বর্তমানে শাল্লায় যুবলীগের কোন কমিটি নেই। বিগত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদ্বয় সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে পারেননি। যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তাঁরা কোন কর্মসূচি পালন করেননি।
সাবেক যুগ্ম আহ্বায়ক পীযূষ দাস বলেন, `আমাদেরকে ব্যর্থ বলা ঠিক না। আমরা সম্মেলনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছিলাম। তখনকার উপজেলা আওয়ামী লীগের বিমাতাসুলভ আচরণের জন্য আমরা পারিনি। দলের দুঃসময়ে আমরাই ছিলাম দলের বিভিন্ন কর্মসূচির অগ্রভাগে থাকি। বর্তমান উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দও দলের বিভিন্ন কর্মসূচিতে আমাদেরকে অবগত করেন না। তাই আমরা দলীয় কর্মসূচিতে নিষ্ক্রিয়।'
জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল বলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির অনুমতি সাপেক্ষে কিছুদিনের মধ্যেই শাল্লা যুবলীগের বিষয়ে করণীয় ঠিক করা হবে। এর আগেই কমিটি হওয়ার কথা ছিল। মহামারি করোনার কারণে কমিটি গঠনের কার্যক্রম আটকে আছে। তবে কেন্দ্রের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে খুব দ্রুত শাল্লা উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ আগস্ট তারা ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
৭ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে রাতের আঁধারে যুবলীগ নেতা খামার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে খামারে থাকা ২ হাজারের অধিক মুরগি পুড়ে ছাই হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনার সূত্রপাত।
১৩ মিনিট আগেসিলেটের গোলাপগঞ্জে ৩৭ হাজার ৫৫০ ইয়াবাসহ দুজনকে আটক করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বুঝবন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক দুজনের মধ্যে একজন নারী রয়েছেন।
৩৯ মিনিট আগেপাওনা টাকার দাবিতে এক ব্যক্তির লাশ আট ঘণ্টা আটকে রাখার খবর পাওয়া গেছে। পরে পরিবার ও আত্মীয়েরা জোর করে ওই ব্যক্তির সৎকার করেন। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার হিলালপুর গ্রামে।
৪৩ মিনিট আগে