প্রতিনিধি
সুনামগঞ্জ: সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটার মৌসুমে প্রতিবছরই শ্রমিক সমস্যায় ভোগেন কৃষকরা। সংকট কাটাতে সরকারি উদ্যোগে ব্যবস্থা করা হয়েছে হারভেস্টর মেশিনের। কিন্তু এতেও শান্তি ফেরেনি কৃষকের ঘরে। জেলার ২৩৮ টি হারভেস্টর মেশিনের ৫১ টি-ই বিকল। সংশ্লিষ্ট কোম্পানীগুলো সেবা দিচ্ছে না বলে জানান অনেকেই। আবার হারভেস্টর মেশিন মালিকরা ধান কাটতে বেশি টাকা নিচ্ছে বলেও অভিযোগও উঠেছে হাওর এলাকায়।
জেলার শাল্লা উপজেলার ফয়জুল্লাপুরের বাসিন্দা কৃষক লালচান মিয়া ও আনিছুর রহমান মিলে ৩ বছর আগে সাড়ে ৫ লাখ টাকায় একটি হারভেস্টর মেশিন কিনেন।
লালচান মিয়া জানান, দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ব্যাংক ঋণ নিয়ে একটি হারভেস্টর মেশিন কিনেছেন। প্রথম বছর সামান্য কিছু বোরো জমির ধান কাটা হয়। এরপরই মেশিনটি নষ্ট হয়ে গেছে। অন্যদিকে হারভেস্টর চালককে বসিয়ে রেখে বেতন দিতে হচ্ছে।
আনিছুর রহমান জানান, মেশিনটি নষ্ট হওয়ার পর কোম্পানীর সঙ্গে যোগাযোগ করলে তারা একজন প্রকৌশলীকে পাঠান। কিন্তু সে মেরামত করতে পারেনি।
এসিআইয়ের দিরাই উপজেলা পরিবেশক কৃষ্ণ রায় জানান, লালচান মিয়ার হারভেস্টর মেশিন কাজ করছে না এমন কথা আমাদের জানানো হয়নি। জানালে অবশ্যই আমরা মেরামত করে দেওয়ার ব্যবস্থা করবো। এখন যেহেতু শুনেছি, তিনি না বললেও আমরা যোগাযোগ করে এটি মেরামত করে দেব।
এ ছাড়াও জেলাজুড়ে বিভিন্ন কোম্পানীর ৫১টি হারভেস্টর মেশিন কাজ করছে না বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই সুযোগে ভালো থাকা হারভেস্টর মেশিন মালিকরা ধান কাটতে বেশি টাকা নিচ্ছেন বলে অভিযোগও উঠেছে।
তাহিরপুরের শনির হাওরপাড়ের বড় কৃষক হাফিজ উদ্দিন বলেন, একর প্রতি ধান কাটতে হারভেস্টর মেশিন ওয়ালারা ১৮শ থেকে দুই হাজার টাকা নিলে ন্যায্য হয়। অথচ তাঁরা প্রতি একর ধান কাটতে নেয় সাড়ে ৪ হাজার টাকা। এটি কিভাবে মানা যায়? এই টাকায় শ্রমিক দিয়েই ধান কাটানো সম্ভব।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা বলেন, শিঘ্রই হারভেস্টর মেশিন মালিকদের ডেকে ধান কাটার মূল্য নির্ধারণ করে দেওয়া হবে।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা বলেন, এই বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবুও যাতে তাঁরা টাকা বেশি না নেন সেই জন্য হারভেস্টর মালিকদের ডেকে অনুরোধ জানাবো।
উল্লেখ্য ধান চাষ আধুনিকায়নের জন্য এ যন্ত্রের উপর ৭০ শতাংশ ভর্তুকি দিচ্ছে সরকার।
সুনামগঞ্জ: সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটার মৌসুমে প্রতিবছরই শ্রমিক সমস্যায় ভোগেন কৃষকরা। সংকট কাটাতে সরকারি উদ্যোগে ব্যবস্থা করা হয়েছে হারভেস্টর মেশিনের। কিন্তু এতেও শান্তি ফেরেনি কৃষকের ঘরে। জেলার ২৩৮ টি হারভেস্টর মেশিনের ৫১ টি-ই বিকল। সংশ্লিষ্ট কোম্পানীগুলো সেবা দিচ্ছে না বলে জানান অনেকেই। আবার হারভেস্টর মেশিন মালিকরা ধান কাটতে বেশি টাকা নিচ্ছে বলেও অভিযোগও উঠেছে হাওর এলাকায়।
জেলার শাল্লা উপজেলার ফয়জুল্লাপুরের বাসিন্দা কৃষক লালচান মিয়া ও আনিছুর রহমান মিলে ৩ বছর আগে সাড়ে ৫ লাখ টাকায় একটি হারভেস্টর মেশিন কিনেন।
লালচান মিয়া জানান, দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ব্যাংক ঋণ নিয়ে একটি হারভেস্টর মেশিন কিনেছেন। প্রথম বছর সামান্য কিছু বোরো জমির ধান কাটা হয়। এরপরই মেশিনটি নষ্ট হয়ে গেছে। অন্যদিকে হারভেস্টর চালককে বসিয়ে রেখে বেতন দিতে হচ্ছে।
আনিছুর রহমান জানান, মেশিনটি নষ্ট হওয়ার পর কোম্পানীর সঙ্গে যোগাযোগ করলে তারা একজন প্রকৌশলীকে পাঠান। কিন্তু সে মেরামত করতে পারেনি।
এসিআইয়ের দিরাই উপজেলা পরিবেশক কৃষ্ণ রায় জানান, লালচান মিয়ার হারভেস্টর মেশিন কাজ করছে না এমন কথা আমাদের জানানো হয়নি। জানালে অবশ্যই আমরা মেরামত করে দেওয়ার ব্যবস্থা করবো। এখন যেহেতু শুনেছি, তিনি না বললেও আমরা যোগাযোগ করে এটি মেরামত করে দেব।
এ ছাড়াও জেলাজুড়ে বিভিন্ন কোম্পানীর ৫১টি হারভেস্টর মেশিন কাজ করছে না বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই সুযোগে ভালো থাকা হারভেস্টর মেশিন মালিকরা ধান কাটতে বেশি টাকা নিচ্ছেন বলে অভিযোগও উঠেছে।
তাহিরপুরের শনির হাওরপাড়ের বড় কৃষক হাফিজ উদ্দিন বলেন, একর প্রতি ধান কাটতে হারভেস্টর মেশিন ওয়ালারা ১৮শ থেকে দুই হাজার টাকা নিলে ন্যায্য হয়। অথচ তাঁরা প্রতি একর ধান কাটতে নেয় সাড়ে ৪ হাজার টাকা। এটি কিভাবে মানা যায়? এই টাকায় শ্রমিক দিয়েই ধান কাটানো সম্ভব।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা বলেন, শিঘ্রই হারভেস্টর মেশিন মালিকদের ডেকে ধান কাটার মূল্য নির্ধারণ করে দেওয়া হবে।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা বলেন, এই বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবুও যাতে তাঁরা টাকা বেশি না নেন সেই জন্য হারভেস্টর মালিকদের ডেকে অনুরোধ জানাবো।
উল্লেখ্য ধান চাষ আধুনিকায়নের জন্য এ যন্ত্রের উপর ৭০ শতাংশ ভর্তুকি দিচ্ছে সরকার।
ফেনীর কালিদহ ইউনিয়নের কালিদহ বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে এক ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। তাঁর নাম জহিরুল ইসলাম (৪০)
১৯ মিনিট আগেফেনীতে ট্রেনের ধাক্কায় জিএম রিংকু (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের আবুবক্কর সড়কের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে
২৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার শ্রমিক শাহরিয়ারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা করেছেন নিহতের বাবা অলিদ মিয়া। শুক্রবার (২৯ নভেম্বর) নিহত শাহরিয়ারের মামা রনী মিয়াকে আসামি করে তিনি মামলাটি করেন। মামলায় অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে
১ ঘণ্টা আগেসিলেটের লাখো মানুষের জীবন জীবিকার স্বার্থে পাথর কোয়ারী থেকে পাথর উত্তোলনের দাবিতে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে তাদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে