হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের এক নার্সের ওপর হামলা ও বাসায় ডাকাতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। আজ দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন হাসপাতালে কর্মকর্তা কর্মচারীরা। মিছিলটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গত ১ মে নার্স সবিতা রানীর শহরের বাসায় এক দুর্বৃত্ত ঢুকে চাকু ঠেকিয়ে গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল, নগদ টাকা নিয়ে চলে যান। যা সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট ধরা পড়ে। ঘটনার পরদিন সবিতার স্বামী চয়ন বাড়ই বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
কিন্তু ঘটনার ২০ দিন পার হলেও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। বক্তারা আরও বলেন, আগামী তিন দিনের মধ্যে হামলাকারীকে গ্রেপ্তার করা না হলে কর্মবিরতির হুঁশিয়ারি দেন তাঁরা।
হামলার শিকার সবিতা রানী বলেন, ‘এমন ঘটনায় আমিসহ আমার পরিবার হতভম্ব। ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। যে কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের দাবি, দ্রুত যেন আমার ওপর হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়।’
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। সিসি টিভির ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। দ্রুত তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের এক নার্সের ওপর হামলা ও বাসায় ডাকাতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। আজ দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন হাসপাতালে কর্মকর্তা কর্মচারীরা। মিছিলটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গত ১ মে নার্স সবিতা রানীর শহরের বাসায় এক দুর্বৃত্ত ঢুকে চাকু ঠেকিয়ে গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল, নগদ টাকা নিয়ে চলে যান। যা সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট ধরা পড়ে। ঘটনার পরদিন সবিতার স্বামী চয়ন বাড়ই বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
কিন্তু ঘটনার ২০ দিন পার হলেও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। বক্তারা আরও বলেন, আগামী তিন দিনের মধ্যে হামলাকারীকে গ্রেপ্তার করা না হলে কর্মবিরতির হুঁশিয়ারি দেন তাঁরা।
হামলার শিকার সবিতা রানী বলেন, ‘এমন ঘটনায় আমিসহ আমার পরিবার হতভম্ব। ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। যে কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের দাবি, দ্রুত যেন আমার ওপর হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়।’
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। সিসি টিভির ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। দ্রুত তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
সেমিনারে বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নানা কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে। গণ-আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে জন-আকাঙ্ক্ষাকে একটি কার্যকর রাজনৈতিক...
২ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে বাসচাপায় শামীমা আক্তার (২৮) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন দুর্ঘটনায় কবলিত বাসটি আটক করেছে। আজ শনিবার উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের আরএকে সিরামিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগেসিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগেঅন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে ও তার গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন ধর্ম, বর্ণ, লিঙ্গ, মত, জাতিসত্তার মানুষ নিয়ে সাংস্কৃতিক আয়োজন করেছে গণতান্ত্রিক নাগরিক কমিটি। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার বিকেলে ‘বৈচিত্র্যের ঐক্য’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
২৪ মিনিট আগে