জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোরীকে নিয়ে পালিয়ে যাওয়ার ১৮ দিন পর ফিরে ধর্ষণ মামলায় রাসেল আহমদ (২৩) নামে এক তরুণকে (প্রেমিক) কারাগারে যেতে হয়েছে। এর আগে বৃহস্পতিবার ওই যুগল এলাকায় ফিরে আসলে তাদের আটক করে পুলিশ।
এ ঘটনায় আজ শুক্রবার থানায় কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্ত রাসেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন (অপহরণ ও ধর্ষণ) আইনে একটি মামলা করেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাসেল আহমদ জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার বাসিন্দা।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি অভিযুক্ত রাসেল আহমদ কেশবপুর এলাকার ৮ম শ্রেণি পড়ুয়া ওই কিশোরীকে নিয়ে পালিয়ে যান। ঘটনার ১৮ দিন পর গতকাল বৃহস্পতিবার তারা এলাকায় ফিরে আসেন। পরে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ি থেকে অভিযুক্ত রাসেলসহ কিশোরীকে আটক করে পুলিশ।
এদিকে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাসেলের সঙ্গে ওই কিশোরীকে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল।
এ বিষয়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটির সঙ্গে ওই ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। মেয়েটি ওই ছেলের সঙ্গে পালিয়ে যায়। ১৮ দিন পর ফিরে আসায় স্থানীয়দের ভয়ে মেয়ের মা তাঁদের আমার বাড়িতে নিয়ে আসনে। পরে থানায় খবর দিলে পুলিশ তাঁদের নিয়ে যায়।
তিনি আরও বলেন, মেয়েটি ওই ছেলের সঙ্গে পালিয়ে যাওয়ার পর মেয়ের মা আমাকে বিষয়টি জানিয়েছিল।
তবে বিষয়টি অস্বীকার করে মামলার বাদী কিশোরীর মা বলেন, ‘ছেলেটি আমার মেয়েকে স্কুলে যাওয়া–আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করত এবং প্রেমের প্রস্তাব দিত। বিষয়টি জানতে পেরে আমি ওই ছেলেকে এমন আচরণ করতে বারণ করায় সে ক্ষিপ্ত হয়ে মেয়েকে অপহরণ করে। মেয়েকে ফিরে পাওয়ার পর জানতে পারি; রাসেল আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেছে। তাই আমি মামলা করেছি। আমি এর বিচার চাই।’
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা করায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে ভিকটিমকে (ওই স্কুলছাত্রী) চিকিৎসকের পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোরীকে নিয়ে পালিয়ে যাওয়ার ১৮ দিন পর ফিরে ধর্ষণ মামলায় রাসেল আহমদ (২৩) নামে এক তরুণকে (প্রেমিক) কারাগারে যেতে হয়েছে। এর আগে বৃহস্পতিবার ওই যুগল এলাকায় ফিরে আসলে তাদের আটক করে পুলিশ।
এ ঘটনায় আজ শুক্রবার থানায় কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্ত রাসেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন (অপহরণ ও ধর্ষণ) আইনে একটি মামলা করেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাসেল আহমদ জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার বাসিন্দা।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি অভিযুক্ত রাসেল আহমদ কেশবপুর এলাকার ৮ম শ্রেণি পড়ুয়া ওই কিশোরীকে নিয়ে পালিয়ে যান। ঘটনার ১৮ দিন পর গতকাল বৃহস্পতিবার তারা এলাকায় ফিরে আসেন। পরে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ি থেকে অভিযুক্ত রাসেলসহ কিশোরীকে আটক করে পুলিশ।
এদিকে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাসেলের সঙ্গে ওই কিশোরীকে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল।
এ বিষয়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটির সঙ্গে ওই ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। মেয়েটি ওই ছেলের সঙ্গে পালিয়ে যায়। ১৮ দিন পর ফিরে আসায় স্থানীয়দের ভয়ে মেয়ের মা তাঁদের আমার বাড়িতে নিয়ে আসনে। পরে থানায় খবর দিলে পুলিশ তাঁদের নিয়ে যায়।
তিনি আরও বলেন, মেয়েটি ওই ছেলের সঙ্গে পালিয়ে যাওয়ার পর মেয়ের মা আমাকে বিষয়টি জানিয়েছিল।
তবে বিষয়টি অস্বীকার করে মামলার বাদী কিশোরীর মা বলেন, ‘ছেলেটি আমার মেয়েকে স্কুলে যাওয়া–আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করত এবং প্রেমের প্রস্তাব দিত। বিষয়টি জানতে পেরে আমি ওই ছেলেকে এমন আচরণ করতে বারণ করায় সে ক্ষিপ্ত হয়ে মেয়েকে অপহরণ করে। মেয়েকে ফিরে পাওয়ার পর জানতে পারি; রাসেল আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেছে। তাই আমি মামলা করেছি। আমি এর বিচার চাই।’
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা করায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে ভিকটিমকে (ওই স্কুলছাত্রী) চিকিৎসকের পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
বরিশালের গৌরনদীতে দুই অটোরিকশা চালকের বিরোধ থেকে যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে কুপিয়ে জখম ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
৩ মিনিট আগে৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগেরাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগেবাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর দায় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য (ভিসি) অধ্যাপক রফিকুল ইসলাম খান। দুর্ঘটনার পর আজ (শনিবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে