অনলাইন ডেস্ক
জার্মানি মন্দায় পড়েছে। গত বছর জ্বালানির মূল্য বাড়ায় ভোক্তারা ব্যাপকভাবে ব্যয় কমিয়ে দেওয়ায় উৎপাদনে বড় প্রভাব পড়েছে। একারণে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির এই দেশে মন্দা দেখা দিয়েছে বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
জার্মান সরকারের কেন্দ্রীয় পরিসংখ্যান তুলে ধরে সিএনএন বলছে, ২০২৩ সালের প্রথম তিন মাসে জার্মানির মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি দশমিক ৩ শতাংশ কমেছে। গত বছর কমেছিল দশমিক ৫ শতাংশ।
আগের প্রান্তিকের চেয়ে শূন্য প্রবৃদ্ধি হবে অর্থাৎ প্রবৃদ্ধি বাড়বে না বা কমবে না বলে কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয় যে পূর্বাভাস দিয়েছিল, তা থেকে সরে এসে এখন প্রবৃদ্ধি কমার কথা বলেছে। পর পর দুই প্রান্তিকে (ত্রৈমাসিক) কোনো দেশের প্রবৃদ্ধি কমলে মন্দা পরিস্থিতি হিসেবে বিবেচনা করা হয়।
সরকারি তথ্য বলছে, বছরের শুরুতে উচ্চ মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত থাকায় এটি জার্মানির অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। মানুষের সাংসারিক ব্যয়ের চূড়ান্ত হিসাবে তার প্রতিফলন ঘটেছে। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এই ব্যয় ১ দশমিক ২ শতাংশ কমেছে।
‘জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে’ প্রথম ত্রৈমাসিকে ভোক্তাদের ব্যয় কমেছে মনে করেন প্যানথিয়ন ম্যাক্রো ইকোনমিক্সের ইউরো এরিয়ার প্রধান ইকোনমিস্ট ক্লজ ভিস্টেসেন।
তবে এই মন্দা পরিস্থিতি দীর্ঘমেয়াদি হওয়ার আশঙ্কা নেই। কেননা চলতি মাসের বেসরকারি খাতের ক্রয় ব্যবস্থাপনা সংক্রান্ত জরিপের ডেটা বলছে, উৎপাদন খাতে বড় ধস দেখা গেলেও মে মাসে জার্মানিতে ব্যবসায়িক কার্যক্রম বেড়েছে।
জার্মানি মন্দায় পড়েছে। গত বছর জ্বালানির মূল্য বাড়ায় ভোক্তারা ব্যাপকভাবে ব্যয় কমিয়ে দেওয়ায় উৎপাদনে বড় প্রভাব পড়েছে। একারণে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির এই দেশে মন্দা দেখা দিয়েছে বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
জার্মান সরকারের কেন্দ্রীয় পরিসংখ্যান তুলে ধরে সিএনএন বলছে, ২০২৩ সালের প্রথম তিন মাসে জার্মানির মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি দশমিক ৩ শতাংশ কমেছে। গত বছর কমেছিল দশমিক ৫ শতাংশ।
আগের প্রান্তিকের চেয়ে শূন্য প্রবৃদ্ধি হবে অর্থাৎ প্রবৃদ্ধি বাড়বে না বা কমবে না বলে কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয় যে পূর্বাভাস দিয়েছিল, তা থেকে সরে এসে এখন প্রবৃদ্ধি কমার কথা বলেছে। পর পর দুই প্রান্তিকে (ত্রৈমাসিক) কোনো দেশের প্রবৃদ্ধি কমলে মন্দা পরিস্থিতি হিসেবে বিবেচনা করা হয়।
সরকারি তথ্য বলছে, বছরের শুরুতে উচ্চ মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত থাকায় এটি জার্মানির অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। মানুষের সাংসারিক ব্যয়ের চূড়ান্ত হিসাবে তার প্রতিফলন ঘটেছে। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এই ব্যয় ১ দশমিক ২ শতাংশ কমেছে।
‘জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে’ প্রথম ত্রৈমাসিকে ভোক্তাদের ব্যয় কমেছে মনে করেন প্যানথিয়ন ম্যাক্রো ইকোনমিক্সের ইউরো এরিয়ার প্রধান ইকোনমিস্ট ক্লজ ভিস্টেসেন।
তবে এই মন্দা পরিস্থিতি দীর্ঘমেয়াদি হওয়ার আশঙ্কা নেই। কেননা চলতি মাসের বেসরকারি খাতের ক্রয় ব্যবস্থাপনা সংক্রান্ত জরিপের ডেটা বলছে, উৎপাদন খাতে বড় ধস দেখা গেলেও মে মাসে জার্মানিতে ব্যবসায়িক কার্যক্রম বেড়েছে।
ডিজিটাল মার্কেটিং খাতে দক্ষতা উন্নয়ন এবং কার্যক্রম গতিশীল করতে বেসিস ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির দ্বিতীয় সভা গত বৃহস্পতিবার রাজধানীর বেসিস বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান কে. এ. এম. রাশেদুল মাজিদ। বৈঠকে উপস্থিত ছিলেন ডিরেক্টর-ইন-চার্জ ড. মোহাম্মদ রিসালাত...
২ ঘণ্টা আগেআমি জানি আপনারা অনেক কষ্টে আছেন। তবে এটাও বলতে চাই যে-আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে পেঁয়াজ, চিনি এবং তেলের দাম কিছুটা কমে এসেছে...
৬ ঘণ্টা আগেভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানিকে ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরেরা। এর পরপরই কেনিয়ায় গ্রুপটির দুটি বড় প্রকল্প বাতিল হয়ে গেছে। যদিও আদানি গ্রুপ তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে।
৮ ঘণ্টা আগেভারতের অন্যতম শীর্ষ ধনকুবের গৌতম আদানি ও তাঁর ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযোগপত্র দাখিল ভবিষ্যতে বাংলাদেশ ও আদানি গ্রুপের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। এমনটাই ধারণা করছেন ঢাকার জ্বালানি বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের আদানির বিরুদ্ধে এই অভিযোগ এমন এক
৯ ঘণ্টা আগে