৬ মাস পাওনার জন্য চাপ দিতে পারবেন না ইভ্যালির গ্রাহকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২১ অক্টোবর ২০২১, ২২: ০২
আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২২: ১১

ইভ্যালির গ্রাহকেরা আগামী ছয় মাস বোর্ডের কাছে পাওনা ফেরত চেয়ে চাপ দিতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। তবে তাঁরা সমস্যা সমাধানে ইভ্যালির হেড অফিসে যোগাযোগ করতে পারবেন। হাইকোর্টের দেওয়া আদেশের লিখিত অনুলিপিতে এ কথা বলা হয়েছে। 

গত ১৮ অক্টোবর বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ বোর্ড গঠন করে আদেশ দিয়েছিলেন। যেটির পূর্ণাঙ্গ অনুলিপি আজ বৃহস্পতিবার পাওয়া গেছে। লিখিত আদেশে বোর্ড সদস্যদের সম্মানীও ঠিক করে দিয়েছেন আদালত। 

আদালত বলেছেন, লিখিত আদেশ পাওয়ার পরপরই বোর্ড মিটিংয়ে বসবেন। তাদের (বোর্ড) দায়িত্ব হলো টাকাগুলো কোথায় আছে, কোথায় দায় আছে, তা দেখা। সবকিছু করার পর বোর্ড যদি দেখে কোম্পানিটি চলার যোগ্যতা নেই, তখন অবসায়নের জন্য প্রক্রিয়া এগিয়ে নিবে। আর যদি বলে চালানো সম্ভব, তাহলে কোম্পানিটি চলবে। 

এর আগে ইভ্যালির দায়-দেনা নিরূপণে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বে (চেয়ারম্যান) বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। বোর্ডে রাখা হয়েছে—স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের অবসরপ্রাপ্ত সচিব মো. রেজাউল আহসান, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহমেদ ও আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজকে। আর সরকারি বেতনে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রাখা হয় অতিরিক্ত সচিব (ওএসডি) মাহবুব কবিরকে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত