অনিবন্ধিত আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন তদন্তে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ১৪: ৫৬
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৫: ০০

অনিবন্ধিত আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন তদন্তের জন্য কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন হাইকোর্টে এসেছে। মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি জাকির হোসেনের বেঞ্চে প্রতিবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। রিটকারী আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। 

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানের নেতৃত্বে ওই কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম, ব্যাংক পরিদর্শন বিভাগ-১ এর মহাব্যবস্থাপক জীবন কৃষ্ণ রায়, ডিপার্টমেন্ট অব অফসাইড সুপারভিশনের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের মহাব্যবস্থাপক মো. জুলকার নায়েন, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (ডিভিশন-১) মহাব্যবস্থাপক মাকসুদা বেগম ও ব্যাংক পরিদর্শন বিভাগ-৪ এর উপ-মহাব্যবস্থাপক মুনীর আহমেদ চৌধুরী। 

এর আগে গত ২৭ সেপ্টেম্বর কমিটি গঠন করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি নির্দেশনা দেন হাইকোর্ট। তদন্তকালে কোনো অননুমোদিত প্রতিষ্ঠান পাওয়া গেলে তাৎক্ষণিক তা বন্ধ করে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন আদালত। এ ছাড়া স্থানীয় সুদ কারবারীদের তালিকা দিতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটিকে নির্দেশ দেওয়া হয়। ৪৫ দিনের মধ্যে এসব বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত