চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের দিনব্যাপী অ্যান্টি মানি লন্ডারিং প্রশিক্ষণ আয়োজন

বিজ্ঞপ্তি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ১৪: ১৬
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৫: ৪৬

চট্টগ্রামে নিজেদের কর্মকর্তাদের জন্য মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। গত ২ আগস্ট চট্টগ্রাম শহরের একটি হোটেলে আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেন ব্র্যাক ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ২০০ জনেরও বেশি কর্মকর্তা। 

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আরিফুজ্জামান প্রধান প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের অতিরিক্ত পরিচালক মো. আব্দুল আহাদ অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিভিন্ন বিষয় নিয়ে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। 

আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব রিজওনাল করপোরেট-চট্টগ্রাম কায়েস চৌধুরী এবং চট্টগ্রাম অঞ্চলের রিজওনাল হেড জামশেদ আহমেদ চৌধুরী। 

এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের লক্ষ্য হলো ব্যাংক কর্মকর্তাদের সর্বশেষ হালনাগাদকৃত নিয়মনীতি, প্রবিধি এবং বেস্ট প্র্যাকটিস সম্পর্কে ধারণা দেওয়া, যাতে তাঁরা মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে পারেন। 

এই উদ্যোগ পেশাদার উন্নয়নের প্রতি ব্র্যাক ব্যাংকের অবিচল প্রতিশ্রুতির পরিচায়ক, যা জাতীয় ও আন্তর্জাতিক মান অনুযায়ী শক্তিশালী আর্থিক অবস্থান বজায় রাখার লক্ষ্যে ব্যাংকটির সক্রিয় দৃষ্টিভঙ্গি তুলে ধরে। প্রশিক্ষণটি ব্যাংকের কর্মকর্তাদের জন্য খুবই ফলপ্রসূ ছিল। কারণ তাঁরা প্রশিক্ষণে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পেরেছেন, যা তাঁদের পেশাগত দায়িত্ব পালনে ব্যাপক সহায়তা করবে। 

একটি মূল্যবোধভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক কর্মীদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনের পাশাপাশি এই খাতে উল্লেখযোগ্য হারে বিনিয়োগও অব্যাহত রেখেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত