ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন বাসিন্দারা। অতিরিক্ত সচিব মো. আবদুল আলীম ইউপি কার্যালয় পরিদর্শনে গেলে তাঁরা এই অভিযোগ করেন। গত সোমবার বিকেলে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার পরিচালক মো. আবদুল আলীম ওই ইউপি কার্যালয় পরিদর্শনে যান।
অভিযোগকারীদের কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউপি ভবন খোলা হয় না। এ ছাড়া এখান থেকে সরকারি বরাদ্দের চাল-গমও বিতরণ করা হয় না। অন্যদিকে ইউপি সচিবের স্বাক্ষর নেওয়াসহ যে কোনো সেবা নিতে গেলে হয়রানির শিকার হতে হয়। তাই বিভিন্ন গ্রামের মানুষ অতিরিক্ত সচিব মো. আবদুল আলীমকে কাছে পেয়ে চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর বিরুদ্ধে অভিযোগ করেন।
ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি স্বপন সরদার জানান, অতিরিক্ত সচিব মো. আবদুল আলীম স্যারের কাছে ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা অফেল সরদার বলেন, ‘আমরা সচিব মহোদয়কে জানিয়েছি, চেয়ারম্যান ইউপি কার্যালয়ে আসেন না। ভিজিএফ, ভিজিডির বরাদ্দকৃত মালামাল ইউপি ভবন থেকে বিতরণ করা হয় না। পরিচয়পত্র নিতেও হয়রানির শিকার হতে হয়।’
ইউনিয়ন যুবলীগের সভাপতি বজলুর রশিদ মির্জা সরদার বলেন, ‘দরিদ্র ও দুস্থ মানুষের জন্য বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতার কার্ড টাকার বিনিময়ে বিক্রি করছেন মাকছুদুর রহমান। সরকারি উন্নয়ন প্রকল্পগুলোর কাজ না করে সিংহভাগ অর্থ পকেটে পুরছেন তিনি।’
ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মোতালেব বলেন, ‘সরকারি বরাদ্দ ও উন্নয়ন প্রকল্পের অর্থ লুটপাট করায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। আগামী ইউপি নির্বাচনে মাকছুদুর রহমানকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া ঠিক হবে না।’
অভিযুক্ত মাকছুদুর রহমান আনছারী বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযোগ মোটেই সত্যি না। আমি সঠিকভাবে ইউনিয়নবাসীর সেবা করে যাচ্ছি।’
ইউএনও মো. গোলাম মোরশেদ বলেন, ‘মো. আবদুল আলীম স্যার ইউপি কার্যালয় পরিদর্শনকালে চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর বিরুদ্ধে এলাকাবাসী বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন।’
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন বাসিন্দারা। অতিরিক্ত সচিব মো. আবদুল আলীম ইউপি কার্যালয় পরিদর্শনে গেলে তাঁরা এই অভিযোগ করেন। গত সোমবার বিকেলে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার পরিচালক মো. আবদুল আলীম ওই ইউপি কার্যালয় পরিদর্শনে যান।
অভিযোগকারীদের কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউপি ভবন খোলা হয় না। এ ছাড়া এখান থেকে সরকারি বরাদ্দের চাল-গমও বিতরণ করা হয় না। অন্যদিকে ইউপি সচিবের স্বাক্ষর নেওয়াসহ যে কোনো সেবা নিতে গেলে হয়রানির শিকার হতে হয়। তাই বিভিন্ন গ্রামের মানুষ অতিরিক্ত সচিব মো. আবদুল আলীমকে কাছে পেয়ে চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর বিরুদ্ধে অভিযোগ করেন।
ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি স্বপন সরদার জানান, অতিরিক্ত সচিব মো. আবদুল আলীম স্যারের কাছে ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা অফেল সরদার বলেন, ‘আমরা সচিব মহোদয়কে জানিয়েছি, চেয়ারম্যান ইউপি কার্যালয়ে আসেন না। ভিজিএফ, ভিজিডির বরাদ্দকৃত মালামাল ইউপি ভবন থেকে বিতরণ করা হয় না। পরিচয়পত্র নিতেও হয়রানির শিকার হতে হয়।’
ইউনিয়ন যুবলীগের সভাপতি বজলুর রশিদ মির্জা সরদার বলেন, ‘দরিদ্র ও দুস্থ মানুষের জন্য বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতার কার্ড টাকার বিনিময়ে বিক্রি করছেন মাকছুদুর রহমান। সরকারি উন্নয়ন প্রকল্পগুলোর কাজ না করে সিংহভাগ অর্থ পকেটে পুরছেন তিনি।’
ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মোতালেব বলেন, ‘সরকারি বরাদ্দ ও উন্নয়ন প্রকল্পের অর্থ লুটপাট করায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। আগামী ইউপি নির্বাচনে মাকছুদুর রহমানকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া ঠিক হবে না।’
অভিযুক্ত মাকছুদুর রহমান আনছারী বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযোগ মোটেই সত্যি না। আমি সঠিকভাবে ইউনিয়নবাসীর সেবা করে যাচ্ছি।’
ইউএনও মো. গোলাম মোরশেদ বলেন, ‘মো. আবদুল আলীম স্যার ইউপি কার্যালয় পরিদর্শনকালে চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর বিরুদ্ধে এলাকাবাসী বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন।’
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২০ ঘণ্টা আগেরাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
২২ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
২২ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২২ দিন আগে