পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক অপরাধমূলক কর্মকাণ্ড রোধে জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন হাট-বাজারে প্রচার চালাচ্ছেন। পাটগ্রাম উপজেলার জনসাধারণকে বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখা ও সচেতন করে তুলতে তিনি এ উদ্যোগ নিয়েছেন বলে জানান।
জানা গেছে, ওসি ওমর ফারুক চলতি বছরের ২০ মে পাটগ্রাম থানায় যোগ দেন। এর আগে তিনি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। এ থানায় যোগদানের পর থেকেই পাটগ্রাম উপজেলায় সামান্য ঘটনায় হয়রানিমূলক মামলা করার প্রবণতা কমিয়েছেন।
পাটগ্রামের জনসাধারণকে দেশ ও সমাজের প্রতি অধিকার-কর্তব্য পালনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত প্রত্যন্ত গ্রাম, এলাকার হাট-বাজার, ঘাটে ছুটে চলেন তিনি। প্রতিদিন সন্ধ্যায় পুলিশের পিকআপ ভ্যান ও ৪ থেকে ৫ জন পুলিশ সদস্যদের নিয়ে জনসমাগম হয় এ রকম স্থানে উপস্থিত হন ওসি। উঠতি বয়সের কিশোর-যুবকসহ সব বয়সী লোকজন সমবেত করেন। এরপর আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক আলোচনা করেন। সীমান্তে চোরাচালান, মাদক সেবন ও পরিবহন, জুয়া, যে কোনো গুজব, উসকানি, ক্রিকেট খেলা নিয়ে বাজি ধরা, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং প্রতিরোধে এবং ফেসবুকের অপব্যবহার রোধে চলে তাঁর প্রচারণা।
গত দশদিন ধরে উপজেলার বুড়িমারী ইউনিয়নের মাছির বাজার, ষোলঘড়িয়া, কামারেরহাট, স্থলবন্দর, পাটগ্রাম ইউনিয়নের বাবুরকামাত বাজার, গাটিয়ারভিটা এলাকা ও ধবলসুতি হাজিরহাট, দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজার, বঙ্গেরবাড়ি বাজারসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষের সমবেত করে এসব প্রচার চালান তিনি। এ ছাড়া উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভার বিট পুলিশিং কর্মকর্তা ও কমিউনিটি পুলিশিং কমিটিদের সঙ্গে সমন্বয় করে আপসযোগ্য সমস্যা থানায় বসে সমাধান করে দেন ওসি।
বাবুরকামাত এলাকার মফিজুল ইসলাম বলেন, ‘পাটগ্রাম থানা ওসি শীত, ঠান্ডা উপেক্ষা করে রাতে এলাকায় এসে বিভিন্ন অপরাধ রোধে মানুষের সচেতন করতে কথা বলছেন।’
ধবলসুতি হাজিরহাটের ওষুধ ব্যবসায়ী রশিদুল ইসলাম বলেন, ‘ ওসি যেভাবে প্রচার চালাচ্ছেন এতে করে কিশোর, যুবকসহ সাধারণ মানুষ সচেতন হবে।’
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘দেশ ও সমাজের প্রতি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার দায়িত্ব-কর্তব্য রয়েছে। অনেক সময় মিথ্যা গুজব বা সামান্য উসকানিতে সমাজের রাষ্ট্রের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। সাধারণ লোকজন যাতে কোনো অপরাধে না জড়ান এ জন্য এ ধরনের প্রচারণা করছি।’
লালমনিরহাটের পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক অপরাধমূলক কর্মকাণ্ড রোধে জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন হাট-বাজারে প্রচার চালাচ্ছেন। পাটগ্রাম উপজেলার জনসাধারণকে বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখা ও সচেতন করে তুলতে তিনি এ উদ্যোগ নিয়েছেন বলে জানান।
জানা গেছে, ওসি ওমর ফারুক চলতি বছরের ২০ মে পাটগ্রাম থানায় যোগ দেন। এর আগে তিনি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। এ থানায় যোগদানের পর থেকেই পাটগ্রাম উপজেলায় সামান্য ঘটনায় হয়রানিমূলক মামলা করার প্রবণতা কমিয়েছেন।
পাটগ্রামের জনসাধারণকে দেশ ও সমাজের প্রতি অধিকার-কর্তব্য পালনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত প্রত্যন্ত গ্রাম, এলাকার হাট-বাজার, ঘাটে ছুটে চলেন তিনি। প্রতিদিন সন্ধ্যায় পুলিশের পিকআপ ভ্যান ও ৪ থেকে ৫ জন পুলিশ সদস্যদের নিয়ে জনসমাগম হয় এ রকম স্থানে উপস্থিত হন ওসি। উঠতি বয়সের কিশোর-যুবকসহ সব বয়সী লোকজন সমবেত করেন। এরপর আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক আলোচনা করেন। সীমান্তে চোরাচালান, মাদক সেবন ও পরিবহন, জুয়া, যে কোনো গুজব, উসকানি, ক্রিকেট খেলা নিয়ে বাজি ধরা, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং প্রতিরোধে এবং ফেসবুকের অপব্যবহার রোধে চলে তাঁর প্রচারণা।
গত দশদিন ধরে উপজেলার বুড়িমারী ইউনিয়নের মাছির বাজার, ষোলঘড়িয়া, কামারেরহাট, স্থলবন্দর, পাটগ্রাম ইউনিয়নের বাবুরকামাত বাজার, গাটিয়ারভিটা এলাকা ও ধবলসুতি হাজিরহাট, দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজার, বঙ্গেরবাড়ি বাজারসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষের সমবেত করে এসব প্রচার চালান তিনি। এ ছাড়া উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভার বিট পুলিশিং কর্মকর্তা ও কমিউনিটি পুলিশিং কমিটিদের সঙ্গে সমন্বয় করে আপসযোগ্য সমস্যা থানায় বসে সমাধান করে দেন ওসি।
বাবুরকামাত এলাকার মফিজুল ইসলাম বলেন, ‘পাটগ্রাম থানা ওসি শীত, ঠান্ডা উপেক্ষা করে রাতে এলাকায় এসে বিভিন্ন অপরাধ রোধে মানুষের সচেতন করতে কথা বলছেন।’
ধবলসুতি হাজিরহাটের ওষুধ ব্যবসায়ী রশিদুল ইসলাম বলেন, ‘ ওসি যেভাবে প্রচার চালাচ্ছেন এতে করে কিশোর, যুবকসহ সাধারণ মানুষ সচেতন হবে।’
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘দেশ ও সমাজের প্রতি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার দায়িত্ব-কর্তব্য রয়েছে। অনেক সময় মিথ্যা গুজব বা সামান্য উসকানিতে সমাজের রাষ্ট্রের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। সাধারণ লোকজন যাতে কোনো অপরাধে না জড়ান এ জন্য এ ধরনের প্রচারণা করছি।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে