বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) মারধর করে প্রায় দেড় ঘণ্টা আটকে রাখে স্থানীয়রা। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ওই এএসআইকে থানায় নিয়ে যান পুলিশ কর্মকর্তারা।
পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের জৌতা গ্রামে এই ঘটনা ঘটেছে। বাউফল থানার ওই এএসআইয়ের নাম মো. রফিকুল ইসলাম।
এই ঘটনার পর আজ শনিবার তাঁকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
স্থানীয়রা জানান, রফিকুল ওই এলাকার এক বিধবার (৪০) সঙ্গে পরকীয়া প্রেম করে আসছিলেন। শুক্রবার রাতে ওই নারীর সঙ্গে দেখা করতে যান তিনি। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে রাত সাড়ে ৯টার দিকে ওই নারীর ঘর থেকে বের হওয়ার সময় তাঁকে ধরে ফেলেন। এ সময় চড়-থাপ্পড় দিয়ে তাঁকে পাশের একটি ঘরে আটকে রাখা হয়।
রফিকুল এ সময় নিজেকে পুলিশের লোক বলে পরিচয় দেন। উপস্থিত লোকজনের পা ধরে ক্ষমা চান। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য অনুরোধ করেন। একপর্যায়ে ফোনে তিনি স্থানীয় আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার সঙ্গে যোগাযোগ করেন। ওই আওয়ামী লীগ নেতার নির্দেশে ছাত্রলীগের তিন নেতা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা সবাইকে বের করে দিয়ে একান্তে ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পরই তাঁরা রফিকুলের পক্ষ নিয়ে কথা বলতে থাকেন।
ততক্ষণে বাউফল থানা থেকে তিন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছান। ছাত্রলীগের নেতারা তখন স্থানীয় লোকজনকে ভয়ভীতি দেখান এবং রফিকুলকে পুলিশের হাতে তুলে দেন।
এ বিষয়ে ওই নারী বলেন, এ অভিযোগ সত্য নয়। তিনি তাঁকে (রফিকুল) চিনেন না। আর তাঁকে তাঁর ঘর থেকেও আটক করা হয়নি। তা ছাড়া তাঁর ঘরে ১২ বছরের একটি মেয়ে ও শ্বশুর আছেন। একটি মহল তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এমন করছে বলে তাঁর অভিযোগ।
তবে এ বিষয়ে অভিযুক্ত রফিকুলের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এ ব্যাপারে বাউফল থানার ওসি আল মামুন বলেন, রফিকুলকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে পাঠানো হয়েছে। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) মারধর করে প্রায় দেড় ঘণ্টা আটকে রাখে স্থানীয়রা। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ওই এএসআইকে থানায় নিয়ে যান পুলিশ কর্মকর্তারা।
পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের জৌতা গ্রামে এই ঘটনা ঘটেছে। বাউফল থানার ওই এএসআইয়ের নাম মো. রফিকুল ইসলাম।
এই ঘটনার পর আজ শনিবার তাঁকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
স্থানীয়রা জানান, রফিকুল ওই এলাকার এক বিধবার (৪০) সঙ্গে পরকীয়া প্রেম করে আসছিলেন। শুক্রবার রাতে ওই নারীর সঙ্গে দেখা করতে যান তিনি। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে রাত সাড়ে ৯টার দিকে ওই নারীর ঘর থেকে বের হওয়ার সময় তাঁকে ধরে ফেলেন। এ সময় চড়-থাপ্পড় দিয়ে তাঁকে পাশের একটি ঘরে আটকে রাখা হয়।
রফিকুল এ সময় নিজেকে পুলিশের লোক বলে পরিচয় দেন। উপস্থিত লোকজনের পা ধরে ক্ষমা চান। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য অনুরোধ করেন। একপর্যায়ে ফোনে তিনি স্থানীয় আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার সঙ্গে যোগাযোগ করেন। ওই আওয়ামী লীগ নেতার নির্দেশে ছাত্রলীগের তিন নেতা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা সবাইকে বের করে দিয়ে একান্তে ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পরই তাঁরা রফিকুলের পক্ষ নিয়ে কথা বলতে থাকেন।
ততক্ষণে বাউফল থানা থেকে তিন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছান। ছাত্রলীগের নেতারা তখন স্থানীয় লোকজনকে ভয়ভীতি দেখান এবং রফিকুলকে পুলিশের হাতে তুলে দেন।
এ বিষয়ে ওই নারী বলেন, এ অভিযোগ সত্য নয়। তিনি তাঁকে (রফিকুল) চিনেন না। আর তাঁকে তাঁর ঘর থেকেও আটক করা হয়নি। তা ছাড়া তাঁর ঘরে ১২ বছরের একটি মেয়ে ও শ্বশুর আছেন। একটি মহল তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এমন করছে বলে তাঁর অভিযোগ।
তবে এ বিষয়ে অভিযুক্ত রফিকুলের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এ ব্যাপারে বাউফল থানার ওসি আল মামুন বলেন, রফিকুলকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে পাঠানো হয়েছে। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে